IPL 2025 New Rule: বোর্ডের ষড়যন্ত্রেই বিদায় কলকাতা নাইট রাইডার্সের? অবশেষে ফাঁস হয়ে গেল সত্যিটা

IPL 2025: চলতি আইপিএল টুর্নামেন্টে তিনটে দল ইতিমধ্যেই প্লে-অফের টিকিট কনফার্ম করে ফেলেছে। তারা হল - পঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চতুর্থ স্থানটির জন্য বুধবার মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে খেলা হবে।

IPL 2025: চলতি আইপিএল টুর্নামেন্টে তিনটে দল ইতিমধ্যেই প্লে-অফের টিকিট কনফার্ম করে ফেলেছে। তারা হল - পঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চতুর্থ স্থানটির জন্য বুধবার মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে খেলা হবে।

author-image
Koushik Biswas
New Update
Kolkata Knight Riders

কলকাতা নাইট রাই়ডার্স Photograph: (টুইটার - কলকাতা নাইট রাইডার্স)

IPL 2025: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট নিয়ে ইতিমধ্য়ে একাধিক বিতর্ক সামনে এসেছে। এবার সেই তালিকায় আরও একটি নয়া সংযোজন ঘটল। টুর্নামেন্টের মাঝপথেই একটি নিয়মের বড়সড় পরিবর্তন করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। BCCI-এর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ম্যাচের নির্ধারিত সময়ের থেকে আরও ৬০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে। আর এই কথা শুনেই রীতিমতো তেলে-বেগুনে জ্বলে উঠেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ফ্র্যাঞ্চাইজি।

Advertisment

কলকাতা নাইট রাইডার্স দলের CEO ভেঙ্কি মাইসোর ইতিমধ্যে আইপিএল টুর্নামেন্টের COO হেমাং আমিনকে ইমেল মারফৎ একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে ভেঙ্কি অভিযোগ করেন, 'কোনও টুর্নামেন্টের মাঝপথে যদি আচমকাই নিয়ম পরিবর্তন করা হয়, সেক্ষেত্রে অনেক ফ্র্যাঞ্চাইজিই সমস্যার মুখে পড়তে পারে। একটি টুর্নামেন্টে নিয়ম লাগু করার ক্ষেত্রে আরও বেশি করে ধারাবাহিক হওয়া উচিত।'

5 KKR Cricketers To Be Released: 'অনেক হয়েছে, এবার এসো...', এই ৫ ক্রিকেটারকে দূর করবে KKR!

অভিযোগ জানালেন ভেঙ্কি মাইসোর

Advertisment

কলকাতা নাইট রাইডার্সের কথায়, তারা যদি এই নয়া নিয়মের সুবিধা পেত, তাহলে প্লে-অফে ওঠার জন্য লড়াইটা অন্তত করতে পারত। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ১৭ মে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু, বৃষ্টির কারণে এই ম্য়াচে একটাও বল গড়ায়নি। তারপর আনুষ্ঠানিকভাবে কেকেআর ব্রিগেড এই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। কেকেআর কর্তৃপক্ষের দাবি, যদি সময় ব্যবধানের সুবিধাটা আগেই দেওয়া হত, তাহলে অন্তত ৫ ওভারের একটা ম্য়াচও আয়োজন করা যেত। কিন্তু, সেই সুযোগটা তারা পেল না।

Ajinkya Rahane KKR: নাইটদের বিদায়ের পিছনে রাহানের ক্যাপ্টেন্সিই দায়ী? উঠছে একাধিক প্রশ্ন

ভেঙ্কি মাইসোর লিখেছেন, 'গত ১৭ মে আইপিএল টুর্নামেন্ট যখন পুনরায় শুরু হল, তখন আগে থেকেই ঠিক করা ছিল যে প্রথম ম্য়াচটি কেকেআর বনাম আরসিবি হতে চলেছে। আর ওই বিশেষ দিনে যে বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, সেটাও কারোর অজানা নয়। আবহাওয়ার পূর্বাভাস রিপোর্ট সকলেই জানতেন। তাই এই নতুন নিয়মটা যদি আগেই চালু করা হত, তাহলে অন্তত ম্য়াচটা ভেস্তে যেত না। পাঁচ ওভার করে খেলার সুযোগ পাওয়া যেত।'

RCB vs KKR IPL 2025: ঝমাঝম বৃষ্টিতে বেঙ্গালুরুর আকাশে মিরাকল! বিরাটকে কুর্নিশ জানাতে হাজির বিশেষ ফ্যানরা

বৃষ্টিতে ধুয়ে যায় KKR-এর প্লে-অফ আশা

উল্লেখ্য, বৃষ্টির কারণে এই ম্য়াচ ভেস্তে যাওয়ার পর প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায় নাইট রাইডার্স। বর্তমানে ১৩ ম্য়াচে ১২ পয়েন্ট সংগ্রহ করে তারা ষষ্ঠস্থানে দাঁড়িয়ে রয়েছে। আপাতত তারা সর্বাধিক ১৪ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। চলতি মরশুমে কলকাতা নাইট রাইডার্সের জোড়া ম্য়াচ এই বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে।

4 Reasons for KKR Elimination: জঘন্য পারফরম্য়ান্স না ভুলভাল সিদ্ধান্ত? এই ৪ কারণই নাইটদের বিদায়ের জন্য দায়ী

কী বলছে নয়া নিয়ম?

এই নতুন নিয়ম অনুসারে, যে ম্য়াচটা সন্ধ্যা সাড়ে সাতটায় আয়োজন হওয়ার কথা ছিল, সেটা এখনও সাড়ে ৯টাতেও শুরু করা যাবে। সেক্ষেত্রে কোনও ওভার ছাঁটাই করা হবে না। আগে শুধুমাত্র কোনও ম্য়াচের জন্য এক ঘণ্টা অতিরিক্ত সময় দেওয়া হত। যদি সাড়ে ৮টার মধ্যে ম্য়াচ শুরু না করা যায়, সেক্ষেত্রে ওভার নিয়ম অনুসারে কম করা হত। এখন তো মধ্যরাত পর্যন্তও ৫ ওভার করে ম্য়াচ আয়োজন করার একটা সুযোগ পাওয়া গেল।

BCCI Kolkata Knight Riders IPL 2025