Advertisment

জল্পনার জবাব দেব না... KL রাহুল প্রশ্নে বোমা ফাটানো জবাব সঞ্জীব গোয়েঙ্কার

LSG owner Sanjiv Goenka on KL Rahul: কেএল রাহুলকে কি রিটেন করবে লখনৌ, বড় মন্তব্যে ঝড় তুলে দিলেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা

author-image
IE Bangla Sports Desk
New Update
KL Rahul, Sanjiv Goenka, কেএল রাহুল, সঞ্জীব গোয়েঙ্কা

KL Rahul-Sanjiv Goenka: গোয়েঙ্কার সঙ্গে রাহুলের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। (ছবি-টুইটার)

KL Rahul, LSG, Sanjiv Goenka: লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা, বুধবার, ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেন কেএল রাহুলকে ধরে রাখার অন্তহীন গুজবের বিষয়ে তার নীরবতার অবসান ঘটিয়েছেন। ভারতের উইকেটরক্ষক-ব্যাটার  কলকাতার আলিপুরে গোয়েঙ্কার অফিসে আরপিএসজি গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন। তার একদিন পরে এই প্রসঙ্গে বিবৃতি দিলেন সঞ্জীব গোয়েঙ্কা।

Advertisment

এবছরের শুরুর দিকে, আইপিএল ২০২৪ মরশুমে, এলএসজি ডাগআউটের একটি ভিডিও রীতিমতো উত্তেজনা তৈরি করেছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছিল, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলএসজির হারের পর গোয়েঙ্কা তাঁর দলের অধিনায়ক রাহুলের সঙ্গে রীতিমতো ভর্ৎসনা করার ভঙ্গিতে কথা বলছেন। আর, রাহুল কার্যত মুখ চুন করে বাধ্য ছাত্রের মত সেসব শুনতে বাধ্য হচ্ছেন। 

সেই ভিডিও প্রকাশের পর গোয়েঙ্কা রীতিমতো সমালোচিত হয়েছিলেন। রাহুলও আর তাঁর ফ্র্যাঞ্চাইজিতে থাকবেন কি না, তা নিয়েও ছড়িয়েছিল তীব্র জল্পনা। পরে এর 'মালিক এবং অধিনায়কের মধ্যে একটি খোলামেলা আলোচনা' হয়। রাহুলের জন্য গোয়েঙ্কা এক বিশেষ ডিনারের আয়োজন করেছিলেন। 

এই পরিস্থিতিতেই মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি স্পষ্ট করে দিলেন যে, রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হওয়াটা স্রেফ গুজব। এই প্রসঙ্গে বুধবার গোয়েঙ্কা সংবাদমাধ্যমকে বলেছেন, 'আমি জল্পনা নিয়ে মন্তব্য করতে চাই না। আমি শুধু বলব যে কেএল রাহুল আমাদের পরিবারের অংশ।' দৈনিক জাগরণের একটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তাঁর প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাহুলকে দলে নিতে আগ্রহী। আর, সেই কারণেই জল্পনায় তড়িঘড়ি ইতি টানলেন এলএসজি কর্তা। এমনটাই মনে করছেন ক্রিকেট দুনিয়ার একাংশ। 

পরিকল্পনা অনুযায়ী, রাহুল সোমবার কলকাতায় এসে গোয়েঙ্কার সঙ্গে দেখা করেছেন। ২০২২ সালে তিনি এলএসজিতে যোগ দিয়েছিলেন। পরপর দুটো আইপিএল সিজনে দলকে নেতৃত্ব দিয়েছেন। আর, এলএসজিকে প্লে অফ পর্বে তুলেছিলেন। যদিও এই সাফল্যের পিছনে সমালোচকরদের একাংশ গৌতম গম্ভীরকেই কৃতিত্ব দিয়েছেন। সমালোচকদের বক্তব্য, গম্ভীর ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ায় এলএসজির আর টানা তৃতীয়বার আইপিএলের প্লে অফ পর্বে ওঠা হল না। 

সেসব নিয়েই সোমবার পিটিআই জানিয়েছিল যে ভারতীয় ব্যাটার কেএল রাহুলকে এলএসজি  ফ্র্যাঞ্চাইজি আর রাখতে চায় না। আর, এই কারণে এলএসজি রাহুলকে দলে রাখার ব্যাপারে কোনও  প্রতিশ্রুতিও দেয়নি। ফ্র্যাঞ্চাইজিগুলো চেয়েছিল, এবারে মেগা নিলাম না করে ছোট নিলাম করতে। পাশাপাশি, আরও বেশিসংখ্যক খেলোয়াড়কে ধরে রাখার জন্য বিসিসিআই তাদের অনুমতি দিক। কিন্তু, বিসিসিআই এখনও আসন্ন নিলামের নিয়মগুলো স্পষ্ট করেনি। 

আরও পড়ুন- ICC চেয়ারম্যান হতেই জয় শাহকে তীব্র অপমান লঙ্কান সাংবাদিকের, ক্ষোভে ফুঁসে উঠল ক্রিকেটমহল

এই ব্যাপারে আইপিএল গভর্নিং কাউন্সিলের একজন সদস্য, এলএসজির সঙ্গে রাহুলের যোগাযোগের বিষয়টি পিটিআইকে জানান। তিনি নাম প্রকাশ না করার শর্তে পিটিআইকে বলেন, 'হ্যাঁ, রাহুল কলকাতায় এসে আরপিজির হেড অফিসে ড. গোয়েঙ্কার সঙ্গে দেখা করেছেন। তিনি পরিষ্কারভাবে ড. গোয়েঙ্কাকে বলেছেন যে তিনি এলএসজিতেই থাকতে চান। তবে, যতক্ষণ না বিসিসিআই রিটেনশন নীতি স্পষ্ট করছে, ততক্ষণ এলএসজি ম্যানেজমেন্টও তাদের পরিকল্পনা স্পষ্ট করতে নারাজ। দেখুন, রাহুল থাকতে চায়। কিন্তু, যতক্ষণ না এলএসজি জানতে পারছে যে কতজনকে তারা ধরে রাখতে পারবে, ততক্ষণ তারা কাউকে প্রতিশ্রুতি দিতে পারে না।' এরপরই মুখ খুললেন গোয়েঙ্কা।

KL Rahul BCCI Lucknow Super Giants ipl auction LSG
Advertisment