Jay Shah Trolled: বিসিসিআইয়ের সচিব জয় শাহ আইসিসি চেয়ারম্যান হতেই তাঁর বিরুদ্ধে সমালোচকদের একাংশ নিন্দার ঝড় বইয়ে দিয়েছেন। ক্রিকেট প্রশাসকদের একাংশের সঙ্গে সেই তালিকায় নাম জুড়েছেন নিন্দুক সমাজের বিভিন্নস্তরের মানুষ। শ্রীলঙ্কার এক সাংবাদিকও আছেন সেই তালিকায়। তিনি জয় শাহকে আইসিসি চেয়ারম্যান করা নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন। ড্যানিয়েল আলেকজান্ডার নামে ওই সমালোচক হামেশাই ভারতীয় ক্রিকেট এবং ক্রিকেটারদের নিয়ে সমালোচনার ঝড় তোলেন। তিনি জয় শাহকে তাঁর ইংরেজিতে দুর্বলতার জন্য কটাক্ষ করেছেন।
নিজের কটাক্ষের পক্ষে প্রমাণ দিতে গিয়ে শ্রীলঙ্কার ওই সাংবাদিক জয় শাহর পুরোনো এক ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে জয় শাহ তাঁর ইংরেজির জন্যই ক্যামেরার সামনে বেশ অস্বাচ্ছন্দ্য বোধ করছেন। আর, সেই ভিডিওকে হাতিয়ার করে ওই সাংবাদিক জয় শাহকে ট্রোল করার সুযোগ নিয়েছেন। শুধু ওই শ্রীলঙ্কান সাংবাদিক বললে ভুল হবে। পাক নেটিজেনরাও, জয় শাহকে নানাভাবে বিদ্রূপ করেছেন। যার জবাব দিয়েছেন ভারতীয় নেটিজেনরা। দেখে মনে হবে, এ যেন একটা সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ।
Almost all the Indian cricketers were forcefully made to wish Jay Shah, in their social media, messages probably forwarded to them by BJP. Just like the cricketers wish Narendra Modi on his birthday to protect or reclaim their spots in the Indian national team. Shameless! 😂
— Daniel Alexander (@daniel86cricket) August 28, 2024
— Daniel Alexander (@daniel86cricket) August 27, 2024
তবে, শাহকে নিয়ে নেটিজেনরা এভাবে যুদ্ধে মাতলেও আইসিসিতে কিন্তু জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। এবছরের (২০২৪) ডিসেম্বরে শাহ গ্রেগ বার্কলের কাছ থেকে আইসিসির দায়িত্বভার বুঝে নেবেন। বর্তমান শাহ বিসিসিআই সেক্রেটারির পদেই আছেন। তবে, আইসিসি চেয়ারম্যান হওয়ার আগে শাহকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তার মধ্যে প্রধান হল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সিদ্ধান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলার কথা। কিন্তু, রাজনৈতিক কারণে ভারতীয় দল দীর্ঘদিন ধরেই পাকিস্তান সফর করে না। জয় শাহর বাবা অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দল বিজেপির আবার পাকিস্তান সম্পর্কে কট্টর বিরূপ ধারণা রয়েছে।
LoL 🤣🤣🤣🤣😆🤣🤣
— uMaIr 🇵🇰 (@Ummee1083788) August 27, 2024
এই পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড আবার আইসিসির দিকে তাকিয়ে যে আইসিসি ভারতীয় বোর্ডকে বুঝিয়ে ভারতীয় দলকে পাকিস্তান সফরে রাজি করাতে পারবে। কার্যত সেই আশাতেই জয় শাহর আইসিসি চেয়ারম্যান হওয়ার ব্যাপারে পাকিস্তান কোনও আপত্তি করেনি। এখন দেখার যে, জয় শাহ গোটা পরিস্থিতি কীভাবে সামলান। কারণ, তিনি আইসিসি চেয়ারম্যান হওয়ার পরই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে ২০২৫ সালে, অর্থাৎ আগামী বছর।
You guys keep on laughing...what matters most is the current position he holds...not that I am his fan...#grapesaresour
— Gagan Kang (@roohpunjab) August 27, 2024
পাকিস্তান ক্রিকেট বোর্ডের আশার কথা যে জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ার পর বলেছেন, তিনি টেস্ট ক্রিকেটকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেওয়ার চেষ্টা চালাবেন। জয় শাহর কথায়, 'টি২০ বেশ রোমাঞ্চকর ফরম্যাট। তবে টেস্ট ক্রিকেটকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। কারণ, টেস্ট ক্রিকেটই আমাদের খেলার ভিত্তি। আর, সেই কারণেই আমাদের দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটের অগ্রগতি ঘটানোর চেষ্টা রাখতে হবে।' বিসিসিআই শাহর এই বক্তব্যকে বিবৃতির আকারে প্রকাশ করেছে।
আরও পড়ুন- গম্ভীরের জায়গাতেই বিরাট দায়িত্বে জাহির খান, তারকা খচিত দলের বড় খবরে শিলমোহর বুধবারই
জয় শাহ তাঁর বিবৃতিতে আরও বলেছেন, 'আমি দায়িত্ব নেওয়ার পর প্রতিভা অনুসন্ধানের ওপর জোর দেব। বিশ্বজুড়ে খেলার মানের যাতে অগ্রগতি ঘটে, সেই চেষ্টা চালাব। আমি ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা পূরণ করতে এবং ক্রিকেটের মত সুন্দর খেলায় নিজেকে উৎসর্গ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমার ওপর আস্থা রাখার জন্য আমি আইসিসির সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি তাঁদের প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বজুড়ে ক্রিকেটের মানোন্নয়নে আমি চেষ্টার ত্রুটি রাখব না।'
শাহ এসব বলার পরও শ্রীলঙ্কার ড্যানিয়েল আলেকজান্ডার নামে ওই সাংবাদিক শাহর পুরোনো ভিডিও পোস্ট করে তাঁর সেই সময়ে ইংরেজিতে কথা বলা নিয়ে কটাক্ষ করার চেষ্টা করেছেন। আর, তাতে ফুট কেটে পাকিস্তানের এক নেটিজেন ব্যাপারটাকে, 'হাস্যকর' বলে উপহাস করেছেন। জবাবে এক ভারতীয় নেটিজেন বলেছেন, 'আপনারা হাসতে থাকুন। কিন্তু, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, তিনি এখন কোন পদে আছেন, সেটাই। আমি জয় শাহর ভক্ত নই। কিন্তু, তারপরও বলছি যে তিনি বর্তমানে কোন পদে আছেন, সেটাই সবচেয়ে বড় ব্যাপার।'