Advertisment

IPL 2025: রোহিত শর্মার জন্য ৫০ কোটির স্পেশ্যাল প্যাকেজ? বিস্ফোরক জল্পনায় সরাসরি মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা

LSG Owner Sanjiv Goenka: মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে সত্যি সত্যি লখনৌয়ে নাম লেখালে টাকার বন্যা বয়ে যাবে রোহিতের জন্য, ভয়ঙ্কর জল্পনা উস্কে মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা। দিলেন বড়সড় আপডেট

author-image
IE Bangla Sports Desk
New Update
LSG Owner Sanjiv Goenka, Rohit Sharma Rumors, এলএসজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা, রোহিত শর্মাকে নিয়ে গুজব

LSG Owner Sanjiv Goenka on Rohit Sharma Rumors: মাঠে রোহিত শর্মা ও সঞ্জীব গোয়েঙ্কা। (ছবি- আইপিএল)

LSG Owner Sanjiv Goenka on Rohit Sharma Rumors: সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ভাইরাল হয়েছে যে সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন লখনউ সুপার জায়ান্ট আইপিএলে তাঁর পরিষেবা পাওয়ার জন্য রোহিত শর্মাকে ৫০ কোটি টাকার বেতন প্যাকেজও দিতে রাজি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), ২০২৫-এ আইপিএলের মেগা নিলাম হবে। সাধারণত, যখন আইপিএলে মেগা-নিলাম হয়, তখন একটি দলের মূল অংশ প্রায় পুরোপুরি বদলে যায়। 

Advertisment

এই সময়, খেলোয়াড়দের সঠিক সংখ্যা ঘিরে অনেক জল্পনা তৈরি হয়। বর্তমান তালিকা থেকে ১০টি ফ্র্যাঞ্চাইজি কাদের ধরে রাখার অনুমতি পাবে, সেনিয়ে চলে জোর জল্পনা। এই পরিস্থিতিতে সবারই চোখ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের দিকে। তাদের সূর্যকুমার যাদব বর্তমানে ভারতের টি২০ অধিনায়ক, রোহিত শর্মা টি২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক, হার্দিক পান্ডিয়া তাদের মনোনীত অধিনায়ক, জসপ্রিত বুমরাহ ভারতের বোলিং লাইনআপের প্রধান শক্তি।

এমআই এই সমস্ত সুপার স্টারদের ধরে রাখতে পারে কিনা, এখন সেটাই দেখার। এর মধ্যে, একটি গুজব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তা হল, সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন লখনউ সুপার জায়ান্ট রোহিত শর্মাকে ৫০ কোটি টাকার বেতন প্যাকেজ দিতে রাজি। এক সাক্ষাৎকারে সেই গুজব সম্পর্কে জবাব দিয়েছেন গোয়েঙ্কা।

তাঁকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন, 'একটা গুজব চলছে যে এলএসজি রোহিত শর্মার জন্য আলাদাভাবে ৫০ কোটি টাকা সরিয়ে রেখেছে। এটা কি সত্যি?' জবাবে সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, 'আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি বা কেউ জানেন যে রোহিত শর্মাকে নিলামে তোলা হবে কি না? এই সমস্ত জল্পনার কোনও কারণ নেই। মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে ছেড়ে দেবে কি না, তিনি নিলামে উঠছেন কি না, বা তিনি যদি নিলামে ওঠেনও- এখন আপনি যদি একজন খেলোয়াড়ের জন্যই আপনার বেতনের ৫০ শতাংশ ব্যবহার করে দেন, তাহলে অন্য ২২ জন খেলোয়াড়কে কীভাবে অর্থ দেবেন?'

আরও পড়ুন- দ্বিতীয় টেস্টেই বাদ শাহিন আফ্রিদি! বাংলাদেশের বিরুদ্ধে হোয়াইটওয়াশ লজ্জা এড়াতে বিস্ফোরক ঘোষণা পাকিস্তানের

সাংবাদিক তাঁকে পালটা প্রশ্ন করেছিলেন, 'তাহলেও রোহিতকে কি আপনি দলে চাইছেন?' এনিয়ে গোয়েঙ্কা সরাসরি কোনও উত্তর দেননি। তিনি বলেছেন, 'প্রত্যেকেরই একটা চাওয়া আছে। আপনি আপনার দলে সেরা খেলোয়াড়, সেরা অধিনায়ককেই চাইবেন। এটা তো শুধু চাওয়ার ব্যাপার নয়। আপনি কী পেয়েছেন এবং কী পেতে পারেন, আর আপনি যা পেয়েছেন, তা দিয়ে কী করতে পারেন, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। যে কেউ কিন্তু সব ফ্র্যাঞ্চাইজির জন্য একই জিনিস চায়। কিন্তু, চাইলেও আপনি সবাইকে পাবেন না।'

Rohit Sharma IPL Suryakumar Yadav Lucknow Super Giants
Advertisment