Advertisment

Shaheen Afridi: দ্বিতীয় টেস্টেই বাদ শাহিন আফ্রিদি! বাংলাদেশের বিরুদ্ধে হোয়াইটওয়াশ লজ্জা এড়াতে বিস্ফোরক ঘোষণা পাকিস্তানের

Pakistan vs Bangladesh 2nd Test: গর্ব-অহংকার মিশে গেল ধুলোয়! বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই শাহিন আফ্রিদিকে একেবারে বাদ দিয়ে দিল পাকিস্তান। জানিয়ে দিল নিজেদের প্ৰথম একাদশ

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Shaheen Afridi, BAN vs PAK 2nd Test:, শাহিন আফ্রিদি, বাংলাদেশ, পাকিস্তান,

Shaheen Afridi, BAN vs PAK 2nd Test: পাকিস্তান, দলে বেশ কিছু পরিবর্তন করেছে। (ছবি- টুইটার)

Shaheen Afridi, BAN vs PAK 2nd Test: বাদ পড়লেন শাহিন আফ্রিদি! বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিততে হবে বলে লাইনআপ বদলাল পাকিস্তান। তাতেই দেখা গেল যে, পাকিস্তান বিশাল পরিবর্তন করেছে। আর, সেই পরিবর্তনে শাহিদ আফ্রিদি বাদ গেছেন দল থেকে। তারকা ফাস্ট বোলার শাহিনের বদলে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে পাকিস্তান তরুণ অফ স্পিনার আবরার আহমেদকে দলে নিয়েছে। চূড়ান্ত ১২-এ অন্তর্ভুক্ত হয়েছেন মির হামজাও। শাহিনের পরিবর্তে হামজাকেও মাঠে নামানো হতে পারে। আবরার আহমেদ আবার মহম্মদ আলির জায়গায় মাঠে নামতে পারেন বলে শোনা যাচ্ছে।

Advertisment

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে বাংলাদেশের মুখোমুখি হতে প্রস্তুতি এভাবেই সেরে ফেলেছে পাকিস্তান। অপমানজনকভাবে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যাওয়ার পর শান মাসুদ এবং তাঁর দলের কাছে দ্বিতীয় ম্যাচ প্রেস্টিজ ফাইট। এই প্রথমবার পাকিস্তান একটি টেস্ট ম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে। দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য তাই মরিয়া পাকিস্তান। না হলে তারা সিরিজে হার এড়াতে পারবে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনের দৌড়েও ধাক্কা খাবে। আর, এসব কথা ভেবেই দ্বিতীয় টেস্টের একদিন আগে তাদের চূড়ান্ত ১২ জনের দলে পাকিস্তান বড়সড় পরিবর্তন করেছে। এমনটাই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

পাকিস্তান প্রথম টেস্টে অলআউট পেস আক্রমণে নেমেছিল। দ্বিতীয় টেস্টে তারা এই পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। সেজন্যই দ্বিতীয় টেস্টে আবরার আহমেদকে দলে ফেরত আনা হয়েছে। বাংলাদেশ এ-এর বিরুদ্ধে পাকিস্তান শাহিনস স্কোয়াডের চার দিনের ম্যাচের জন্য আবরারকে সিনিয়র দল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। এক সাংবাদিক বৈঠকে, পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ জেসন গিলেসপি বলেছেন যে শাহিন আফ্রিদি দ্বিতীয় টেস্ট খেলছেন না, কারণ তিনি সম্প্রতি বাবা হয়েছেন। তাঁরা চান যে শাহিন তাঁর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। এই ব্যাপারে গিলেসপি বলেছেন, 'শাহিন আফ্রিদি পাকিস্তানের হয়ে তিনটি ফরম্যাটেই খেলছেন। তিনি সম্প্রতি বাবা হয়েছেন এবং আমরা চাই যে তিনি তাঁর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান।' 

আরও পড়ুন- ICC-তে পাকিস্তানের বাগড়া সত্ত্বেও সিংহাসনে জয় শাহ! গোটা ক্রিকেটবিশ্বই দাঁড়াল ভারতীয় কর্তার পাশে

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের ১২ সদস্যের লাইনআপ: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, মহম্মদ আলি, সালমান আলি আগা, সাইম আইয়ুব, বাবর আজম, মির হামজা, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, খুররম শাহজাদ

Advertisment