Shreyas Iyer-KKR: ঘর ভেঙে যাচ্ছে চ্যাম্পিয়ন KKR-এর! গম্ভীর বিদায়ের পর এবার দল ছাড়ছেন সেরার সেরা ব্যাটারই

IPL retentions: ২০১৪-এ কেকেআর শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ক্যাপ্টেন গম্ভীরের হাত ধরে। তারপর কেকেআর পুনরায় চ্যাম্পিয়ন হয়েছে মেন্টর গম্ভীরের পরামর্শে।

IPL retentions: ২০১৪-এ কেকেআর শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ক্যাপ্টেন গম্ভীরের হাত ধরে। তারপর কেকেআর পুনরায় চ্যাম্পিয়ন হয়েছে মেন্টর গম্ভীরের পরামর্শে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
শাহরুখের কেকেআরে বেনজির পাঁচ বিতর্ক, এখনও 'কালির দাগ' ওঠেনি!

KKR: কেকেআর এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে মাঠে নামবে(টুইটার)

IPL winning KKR captain Shreyas Iyer: আইপিএলের রিটেনশনের তালিকা জমা দেওয়ার শেষ তারিখ ৩১ তারিখ। আর ডেডলাইন যত এগিয়ে আসছে ততই টেনশনের আবহ তৈরি হয়েছে সমস্ত ফ্র্যাঞ্চাইজিতে। এর মধ্যেই বড় আপডেট শ্রেয়স আইয়ারকে নিয়ে।

Advertisment

কেকেআরকে ১০ বছর পর আইপিএল ট্রফি জেতানো ক্যাপ্টেন সম্ভবত দল ছাড়তে চলেছেন। তাঁর কাছে বড় অংকের প্রস্তাব রয়েছে অন্য ফ্র্যাঞ্চাইজির। এমনটাই খবর একাধিক জাতীয় প্রচারমাধ্যমে। হেনরিখ ক্ল্যাসেনকে ২৩ কোটি টাকায় রিটেন করছে সানরাইজার্স হায়দরাবাদ। এমন খবর চাওর হওয়ার পর ভারতের একাধিক শীর্ষস্থানীয় টি২০ তারকারা রিটেনশনের চুক্তিতে সই করার আগে দু-বার ভাবছেন।

অনেকেই বেশি পরিমাণ অর্থ দাবি করছেন বর্তমান ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। এই তালিকায় পন্থ, কেএল রাহুলের মত তারকারা যেমন রয়েছেন। তেমন রয়েছেন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ারও।

নাইট রাইডার্স-এর রিটেনশনের প্ৰথম দুই তালিকায় থাকছেন আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। তালিকার শেষ দিকে থাকলে রিটেনশন ট্যেকে5 বেশি অর্থ পাবেন না বুঝেই শ্রেয়স এখন কেকেআর ছাড়তে চাইছেন। তাঁর কাছে নাকি জোড়া ফ্র্যাঞ্চাইজির লোভনীয় অফার রয়েছে। নাইট রাইডার্স অবশ্যই তারকা ব্যাটারকে রিটেন করতে চায়। তবে তিনি এখনও সম্মতি দেননি বলেই খবর।

Advertisment

আরও পড়ুন: শচীন-সৌরভ-দ্রাবিড়-লক্ষ্মণদের সোনার সময় আর ফিরবে না! কোহলিদের দুরবস্থায় মুখ খুললেন কিউই

দিল্লি ক্যাপিটালস থেকে শ্রেয়স কেকেআরে এসে খেলেছেন মোট তিনটি সিজন। এর মধ্যে প্ৰথম সিজনে সাত তাড়াতাড়ি বিদায় নিতে হয়েছিল নাইটদের। দ্বিতীয় সিজনে শ্রেয়স পিঠে ইনজুরির জন্য পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি। নীতিশ রানার অধিনায়কত্বে কেকেআর গ্রুপ পর্ব পেরোনোর আগেই বিদায় নেয়।

তবে গত সিজনে গম্ভীর মেন্টর হয়ে পদার্পণ করতেই ভাগ্য খোলে কেকেআরের। একেবারে চ্যাম্পিয়ন হয়েই সিজন শেষ করে নাইট রাইডার্স বাহিনী। নীতিশ রানা ব্যাট হাতে পারফর্ম করে দলকে চ্যাম্পিয়ন করতে সাহায্য করেন। ১৪ ম্যাচে দুটো হাফসেঞ্চুরি সমেত ৩৫১ রান করেছিলেন তারকা ব্যাটার।

শ্রেয়সের মতই দল ছাড়া কার্যত নিশ্চিত কেএল রাহুলের। গত সিজনে মাঠেই যেভাবে মালিক সঞ্জীব গোয়েঙ্কা সবক শিখিয়েছিলেন রাহুলকে, ভাবা হয়েছিল হয়ত অব্যবহিত পরেই নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি।

সবথেকে বড় রহস্য নিয়ে হাজির হয়েছেন ঋষভ পন্থ। টুইটারে কয়েকদিন আগেই পন্থ বোমা ফাটিয়ে পোস্ট করেছিলেন, "যদি আমি নিলামে উঠি, তাহলে কত টাকায় বিক্রি হব?"এরপরে পন্থের দিল্লি ত্যাগ নিয়ে জল্পনা শুরু হয়েছে। আইপিএলে যেভাবে ম্যাচে রুদ্ধশ্বাস ওঠানামা দেখা যায়, রিটেনশনের বাজার-ও সেই রোমাঞ্চ নিয়ে হাজির হয়েছে।

Kolkata Knight Riders IPL KKR Shreyas Iyer Shreyas Iyer