Dale Steyn, Sunrisers Hyderabad, IPL: আসন্ন ২০২৫ সালের আইপিএল নিলামের আগেই বড় ঘোষণা করলেন সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ ডেল স্টেইন। তিনি পরিষ্কার জানালেন, 'আমি আইপিএল ২০২৫-এ থাকব না।' তবে এই দক্ষিণ আফ্রিকান সেদেশের প্রতিযোগিতায় হায়দরাবাদের সিস্টার কনসার্ন, সানরাইজার্স ইস্টার্ন কেপ-এর সঙ্গে সম্পর্ক ছেদ করছেন না। সেটাও পরিষ্কার করে দিয়েছেন স্টেইন। সানরাইজার্স ইস্টার্ন কেপের পারফরম্যান্স যথেষ্ট ভালো। তারা দক্ষিণ আফ্রিকান টি২০ লিগের ২০২৩ এবং ২০২৪, দুটো মরশুমই জিতেছে।
যাইহোক, আইপিএলপ্রেমীদের কার্যত দুঃখ দিয়ে স্টেইন এক্স-এ লিখেছেন, 'ক্রিকেট সংক্রান্ত একটা ঘোষণা করছি। আমি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কয়েক বছর কাটিয়েছি। সেজন্য হায়দরাবাদকে ধন্যবাদ। দুর্ভাগ্যবশত আমি ২০২৫-এ হায়দরাবাদের বোলিং কোচ পদে থাকব না। তবে, আমি সানরাইজার্স ইস্টার্ন কেপের সঙ্গে দক্ষিণ আফ্রিকা টি২০ লিগে থাকব। আমাদের দল এখানে দু'বার ট্রফি জিতেছে। আমরা তৃতীয়বার ট্রফি জেতার চেষ্টা চালাব।'
Cricket announcement.
— Dale Steyn (@DaleSteyn62) October 16, 2024
A big thank you to Sunrisers Hyderabad for my few years with them as bowling coach at the IPL, unfortunately, I won’t be returning for IPL 2025.
However, I will continue to work with Sunrisers Eastern Cape in the SA20 here in South Africa. 🇿🇦
Two time…
আরও পড়ুন- ক্যাচ ধরার নূন্যতম চেষ্টাও নেই! মাঠেই কোহলির ওপর ক্ষেপে লাল রোহিত, গনগনে বিতর্কে উত্তাল বেঙ্গালুরু
বোলিং কোচ হওয়ার আগে ডেল স্টেইন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলও খেলেছেন।
হায়দরাবাদ ২০১৬ সালে আইপিএল জিতেছে। ২০১৮-য় রানার্স হয়েছে। ২০২১ সালে হায়দরাবাদের বোলিং কোচ হন। স্টেইন সরে যাওয়ার পর হায়দরাবাদ তাদের বোলিং কোচ করেছে নিউজিল্যান্ডের প্রাক্তন বোলার তথা অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনকে। স্টেইনের জমানায় হায়দরাবাদের বোলিং বেশ জোরালো হয়েছে, এমনটাই মনে করেন অনেকে। স্টেইনের মত অনেক বিদেশি কোচই আইপিএলের বিভিন্ন দলে সহকারি কোচের ভূমিকায় রয়েছেন। যাঁদের কোচিংয়ে ওই সব আইপিএল দলের খেলোয়াড়রা উপকৃত হয়েছেন বা হচ্ছেন বলেই বিশেষজ্ঞদের ধারণা।