/indian-express-bangla/media/media_files/2025/05/14/B25C9IGdCpLUVAol6vgu.jpg)
Javed Akhtar on Kohli retirement: বিরাটের টেস্ট ক্রিকেট থেকে অবসরে নিজের মনের ব্যথা প্রকাশ করেছেন জাভেদ
Virat Kohli Test retirement 2025: T20 ফরম্যাটের পর একবছরের মধ্যেই টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। যার ফলে কোহলির কেরিয়ার নিয়ে অনেক জল্পনার অবসান হয়েছে। ৩৬ বছরের বিরাট কোহলি ভারতের হয়ে ১২৩টি টেস্ট ম্যাচে ৯২৩০ রান করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি অর্ধশতরান। ৪৬.৮৫ গড়ে তাঁর এই কৃতিত্ব ভারতকে টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠ আসনে বসিয়েছে।
কিন্তু বিরাটের এই আচমকা সিদ্ধান্তে ক্রিকেট দুনিয়া তো বটেই, বিনোদুনিয়ার বিশিষ্ট ব্যক্তিত্বরাই স্তম্ভিত হয়ে গেছেন। সিনে ইন্ডাস্ট্রির অনেক মহারথীই এই সিদ্ধান্তে আশ্চর্য হয়েছেন। সেই তালিকায় এবার নাম লেখালেন বিখ্যাত গীতিকার-লেখক জাভেদ আখতার। বিরাটের টেস্ট ক্রিকেট থেকে অবসরে নিজের মনের ব্যথা প্রকাশ করেছেন জাভেদ।
জাভেদ আখতার বরাবরই স্পষ্ট বক্তা হিসাবে বিখ্যাত। বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে আলভিদা জানানোর পর গীতিকার-লেখক বাকরুদ্ধ হয়ে পড়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই বিষয়ে কষ্টের কথা ব্যক্ত করেছেন তিনি। বহু ক্রিকেটার এবং ভক্তদের মতো তিনিও মনে করেন বিরাটের মধ্যে এখনও টেস্ট ক্রিকেট অনেক বাকি ছিল।
আরও পড়ুন গম্ভীরের কলকাঠিতেই 'অবসর' রোহিত-বিরাটের? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
কী বলেছেন জাভেদ আখতার?
বিরাটের থেকে বয়সে অনেক বড় জাভেদ আখতার। এবং সবসময়ই বিরাটের জন্য প্রশংসা ঝরে পড়ে তাঁর বক্তব্যে। অনেকবারই বিরাটে সমর্থনে পোস্ট করেছেন জাভেদ। মিষ্টি কথাতেই কিছুটা বিরাটকে ভর্ৎসনার সুরে বকাঝকা করেছেন জাভেদ। তিনি লিখেছেন, 'বিরাট কোহলি ভাল করেই জানেন, কিন্তু এই মহান ক্রিকেটারের ফ্যান হিসাবে আমি তাঁর সময়ের আগে টেস্ট ক্রিকেট থেকে সন্ন্যাসের সিদ্ধান্তে আমি খুবই হতাশ।' তিনি আরও লিখেছেন, 'আমি মনে করি তাঁর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে। আমি বিনম্রচিত্তে অনুরোধ করছি তিনি যেন নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন।'
Obviously Virat knows better but as an admirer of This great player I am disappointed by his rather premature retirement from Test cricket cricket . I think there is still a lot of cricket in him . I sincerely request him to reconsider his decision.
— Javed Akhtar (@Javedakhtarjadu) May 14, 2025
জাভেদের মতোই অনেকেরই একই সুর। বহু সোশ্যাল মিডিয়া ইউজার্স জাভেদের কথায় সহমত। গীতিকারের পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত লিখেছেন, 'আমাদের অত্যন্ত সম্মানীয় জাভেদ আখতার সাহেবের মুখ থেকে এই কথা অনেক বড় বিষয়। আশা করছি বিরাট কোহলি নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন।' একজন লিখেছেন, 'সত্যি বলেছেন, আমিও চাই বিরাট নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।' আরেকজন লিখেছেন, 'পুরোপুরি সহমত!!! এছাড়া বিরাট, রোহিত এবং অশ্বিনের মতো ক্রিকেটারদের বিদায়ী ম্যাচ পাওয়া উচিত!!!'
আরও পড়ুন ফের অধিনায়ক হচ্ছেন 'কিং' কোহলি! টেস্ট থেকে অবসর নিতেই স্বপ্নপূরণ?
আগেও বিরাটের প্রশংসায় পঞ্চমুখ?
এর আগেও এবছরের শুরুতে বিরাটকে প্রশংসায় ভরিয়ে দেন জাভেদ আখতার। যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানকে হারিয়েছিল তখন জমিয়ে বিরাটের তারিফ করে লিখেছিলেন, 'বিরাট কোহলি জিন্দাবাদ! তোমার উপর আমাদের প্রচুর গর্ব রয়েছে।' যখন কিছু ট্রোলার জাভেদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছিল, তখন পাল্টা জবাব দিয়েছিলেন জাভেদ আখতার।
ট্রোলারদের জবাব জাভেদের
ট্রোলারদের উদ্দেশে জাভেদ বলেছিলেন, 'বেটা, যখন তোমার বাপ-ঠাকুর্দা ব্রিটিশদের জুতো চাটত, তখন আমাদের বাপ-ঠাকুর্দা জেল এবং কালাপানিতে ছিলেন। আমার শিরায় শিরায় দেশপ্রেমিকদের রক্ত রয়েছে, আর তোমাদের শিরায় ব্রিটিশদের চাকরের রক্ত রয়েছে। এই পার্থক্য কখনও ভুলবে না!'