/indian-express-bangla/media/media_files/2025/05/05/EssIJabHQoU185KVuzGn.png)
বিপরাজ নিগম আউট হওয়ার পর কাব্যা মারানের রিঅ্যাকশন
Kavya Maran Celebration: ২০২৫ আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে ৫৫ নম্বর ম্য়াচটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad vs Delhi Capitals) বিরুদ্ধে খেলতে নেমেছে দিল্লি ক্যাপিটালস। হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
তাঁর এই সিদ্ধান্ত একেবারে সঠিক বলে প্রমাণিত হয়। এই ম্য়াচে দিল্লির ব্যাটাররা একেবারে জঘন্য পারফরম্য়ান্স করেছে। একটা সময় তো মাত্র ২৯ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। এরপর দিল্লি ক্যাপিটালসের হাল ধরেন বিপরাজ নিগম (Vipraj Nigam) এবং ট্রিস্টান স্টাবস।
SRH vs DC Live Score, IPL Match Today: শেষ হল দিল্লির ইনিংস, হায়দরাবাদের জিততে কত রান দরকার?
রান আউটের শিকার হলেন বিপরাজ নিগম
একটা সময় মনে হচ্ছিল যে এই দুজন ব্যাটারই দিল্লি ক্যাপিটালসকে একটা সম্মানজনক স্কোরে নিয়ে যেতে পারবেন। কিন্তু, ৬২ রানের মাঠে দিল্লির ষষ্ঠ উইকেট পড়ে যায়। এই ম্য়াচে বিপরাজ নিগম রান আউটের শিকার হন। ১৩ ওভারের প্রথম বলটা ট্রিস্টান স্টাবস হালকা হাতে গ্যাপে ঠেলে দেন এবং রান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু, এই বলে তিনি ২ রান সংগ্রহ করতে যান।
সেকারণে প্রথম রানটা পূরণ করতে না করতেই চোখ বন্ধ করে দ্বিতীয় রানের জন্য তিনি দৌড়তে শুরু করেন। কিন্তু, অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা বিপরাজ নিগম দ্বিতীয় রান নেওয়ার আগে ক্রমাগত বারন করতে থাকেন। কিন্তু, সেটা কার্যত পাত্তাই দিলেন না স্টাবস। আর দুজন ব্যাটারই একই দিকে চলে আসেন। এরপর বিপরাজ নিগম রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এই রান আউটের পর সানরাইজার্স হায়দরাবাদ দলের মালকিন কাব্যা মারান উল্লসিত হয়ে ওঠেন। তাঁর রিঅ্যাকশন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
দেখে নিন ভিডিও:
Kavya Maran 😭😭😭😭 pic.twitter.com/bxoBd4Xnga
— Suheem. (@was_srhnation) May 5, 2025
তাসের ঘরের মতো ভেঙে পড়ল দিল্লির টপ অর্ডার
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই ম্য়াচে দিল্লি ক্যাপিটালস দলের টপ অর্ডার একেবারে ফ্লপ হয়ে যায়। শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে শুরু করে অক্ষর প্যাটেলের দল। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক হয়ে ফিরে যান করুণ নায়ার। এরপর ৬ রানের মাথায় আসে দ্বিতীয় ধাক্কা। ফাফ ডু প্লেসি ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
এরপর ২৯ রানের মধ্যে দিল্লি ক্যাপিটালসের অর্ধেক ক্রিকেটারই প্যাভিলিয়নে ফিরে যান। অভিষেক পোড়েল (৮), কেএল রাহুল (১০) এবং অক্ষর প্যাটেল (৬) কেউই বড় রান করতে পারেননি। শেষকালে ট্রিস্টান স্টাবস এবং আশুতোষ শর্মা কিছুটা হলেও মুখরক্ষা করলেন। দুজনেই ৪১ রান করেছেন। শেষপর্যন্ত দিল্লি ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান করতে পারে। হায়দরাবাদের হয়ে প্যাট কামিন্স সর্বাধিক ৩ উইকেট শিকার করেন।