SRH vs GT Pitch Report & Weather: Can Pat Cummins' side rediscover their form at Hyderabad’s batting-friendly ground? অবশেষে ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রানে থামল সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক প্যাট কামিন্স ৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২২ রান এবং মহম্মদ শামি ২ বলে ১টি চার-সহ ৬ রানে অপরাজিত থেকে গেলেন। এর আগে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়েছেন সিমরজিৎ সিং। তিনি ২ বল খেলে বিনা রানে ফিরে গিয়েছেন। মহম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হয়েছেন অনিকেত ভার্মা। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১৮ রান করেছেন। প্রসিধ কৃষ্ণার বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়েছেন কামিন্দু মেন্ডিস। ৫ বলে ১ রান করে মেন্ডিস বিদায় নিয়েছেন।
সাই কিশোরের বলে রশিদ খানের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। তিনি ৩৪ বলে ৩টি চার-সহ ৩১ রান করেছেন। সাই কিশোরের বলে আউট হয়েছেন হায়দরাবাদের উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন। তিনি ১৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৭ রান করেছেন। প্রসিধ কৃষ্ণার বলে ইশান্ত শর্মার হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১৭ রান করেছেন। মহম্মদ সিরাজের বলে রাহুল তেওয়াটিয়ার হাতে ধরা পড়েছেন অভিষেক শর্মা। ১৬ বলে ৪টি চার-সহ ১৮ রান করেছেন অভিষেক। মহম্মদ সিরাজের বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়েছেন ট্রাভিস হেড। তিনি ৫ বলে ২টি চার-সহ ৮ রান করেছেন।
এই আইপিএলের মরশুমের শুরুর দিকে ২৮৬ রান করে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ টিম স্কোর গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু তারপর থেকে টানা তিন ম্যাচে তারা ২০০ রানের গণ্ডিও ছুঁতে পারেনি। আজ নিজেদের ঘরের মাঠ হায়দরাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেই পুরোনো ছন্দে ফিরতে মরিয়া কামিন্স অ্যান্ড কোং। কিন্তু, একের পর এক উইকেট হারাচ্ছে ঘরের মাঠেই। কারণটা কী পিচ?
পিচ রিপোর্ট: রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ বরাবরই ব্যাটসম্যানদের পক্ষে। এই মাঠে প্রথম ম্যাচে SRH ২০ ওভারে তোলে ২৮৬/৬, যার জবাবে RR ২৪২/৬ করেও ম্যাচ হারে। কিন্তু পরের ম্যাচে ১৯১ রান তোলার পরও SRH হেরে যায় LSG-এর কাছে। আজ আবার সেই ব্যাটিং সহায়ক উইকেটে তাদের বড় রানে ফিরতে হবে। কিন্তু, কোথায় কী? হায়দরাবাদের তাবড় বিশ্বসেরা ব্যাটারদের যে এমন বাচ্চাদের মত আউট করা যায়, সেটা গুজরাটের বোলারদের মুখে না পড়লে বোঝাই যেত না। এর কারণ যে পিচ নয়, সেটা কেউ জোর দিয়ে বলতে পারছেন না। কারণ, সম্প্রতি হায়দরাবাদ ক্রিকেট সংস্থার কর্তাদের সঙ্গে সানরাইজার্স কর্তাদের বনিবনা না হওয়ার খবর সামনে এসেছে। পিচ নির্মাণের দায়িত্ব পুরোপুরি স্থানীয় ক্রিকেট সংস্থার।
আবহাওয়ার খবর: যাইহোক, হায়দরাবাদের এই বিপর্যয়ের কারণটা আবহাওয়া হলেও হতে পারে। এই দলে নামী ব্যাটার থাকলেও তাঁরা বিদেশি। এদেশের ভ্যাপসা গরমের সঙ্গে যাঁরা অভ্যস্ত নন। এঁরা সব ঠান্ডার দেশের মানুষ। ফলে, আবহাওয়া তাঁদের পারফরম্যান্সে বড় প্রভাব ফেললে অবাক হওয়ার কিছু নেই। অ্যাকুওয়েদার (Accuweather) অনুসারে, হায়দরাবাদে দিনের তাপমাত্রা আজ ছিল ৩২ ডিগ্রির কাছাকাছি। সন্ধ্যায় তা বেড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। অনেক রাতে নেমে আসবে ২৯ ডিগ্রিতে। কিন্তু, তখন তো যা খেলা হওয়ার হয়েই যাবে। আকাশে মেঘ নেই। বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে সানরাইজার্সের বিদেশিদের কপালটাও মন্দ।
আরও পড়ুন- ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রানে থামল হায়দরাবাদ
গুজরাট টাইটান্সের ফর্ম: অবশ্য হায়দরাবাদের এই পারফরম্যান্সের পিছনে গুজরাট টাইটানস (GT)-কে কৃতিত্ব না দেওয়াটা ঠিক হবে না। বর্তমানে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে গুজরাট। মুম্বই ইন্ডিয়ান্স ও আরসিবির বিরুদ্ধে বড় জয়ে তারা এখন আত্মবিশ্বাসে ফুটছে। বোলিং লাইনআপে সাই কিশোর থেকে শুরু করে সিরাজ সবাই ছন্দে।