SRH vs GT Highlights: অধিনায়ক গিলের মারকাট্টা অপরাজিত ৬১, গুজরাট ৭ উইকেটে হারাল হায়দরাবাদকে

Sunrisers Hyderabad take on Gujarat Titans in Match 19 of IPL 2025. SRH seek a comeback while GT eye top-four finish. Follow Highlights score, updates, and highlights. IPL 2025-এর ১৯ নম্বর ম্যাচে মুখোমুখি SRH ও GT। ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান করেছে সানরাইজার্স হায়দরাবাদ। গুজরাট টাইটানস ১৬.৪ ওভারেই ৩ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৩ রান তুলে নিয়েছে।

Sunrisers Hyderabad take on Gujarat Titans in Match 19 of IPL 2025. SRH seek a comeback while GT eye top-four finish. Follow Highlights score, updates, and highlights. IPL 2025-এর ১৯ নম্বর ম্যাচে মুখোমুখি SRH ও GT। ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান করেছে সানরাইজার্স হায়দরাবাদ। গুজরাট টাইটানস ১৬.৪ ওভারেই ৩ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৩ রান তুলে নিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
SRH VS GT LIVE PHOTO: সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট টাইটানস

SRH VS GT Highlights PHOTO: সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট টাইটানস। (ছবি- কৌশিক বিশ্বাস)

Hyderabad Seek Redemption, Gujarat Aim for Top Spot in IPL 2025 SRH vs GT Showdown: গুজরাট টাইটানস ১৬.৪ ওভারেই ৩ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৩ রান তুলে নিল। তার সুবাদে ২০ বল বাকি থাকতেই ৭ উইকেটে হারাল সানরাইজার্স হায়দরাবাদকে। গুজরাট অধিনায়ক শুভমান গিল ৪৩ বলে ৯টি চার-সহ ৬১ রানে অপরাজিত থেকে গেলেন। শেরফেন রাদারফোর্ড ১৬ বলে ৬টি চার এবং ১টি ছয়-সহ করলেন অপরাজিত ৩৫ রান। এর আগে
মহম্মদ শামির বলে অনিকেত ভার্মার হাতে ধরা পড়েন ওয়াশিংটন সুন্দর। তিনি ২৯ বলে ৫টি চার এবং ২টি ছয়-সহ ৪৯ রান করেছেন। প্যাট কামিন্সের বলে হেনরিখ ক্লাসেনের হাতে ধরা পড়েন জস বাটলার। তিনি ৩ বল খেলে বিনা রানে ফিরে যান। মহম্মদ শামির বলে অনিকেত ভার্মার হাতে ধরা পড়েন সাই সুদর্শন। তিনি ৯ বলে ৫ রান করেছেন। 

Advertisment

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক প্যাট কামিন্স ৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২২ রান এবং মহম্মদ শামি ২ বলে ১টি চার-সহ ৬ রানে অপরাজিত থেকে গেলেন। এর আগে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়েছেন সিমরজিৎ সিং। তিনি ২ বল খেলে বিনা রানে ফিরে গিয়েছেন। মহম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হয়েছেন অনিকেত ভার্মা। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১৮ রান করেছেন। প্রসিধ কৃষ্ণার বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়েছেন কামিন্দু মেন্ডিস। ৫ বলে ১ রান করে মেন্ডিস বিদায় নিয়েছেন।

সাই কিশোরের বলে রশিদ খানের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। তিনি ৩৪ বলে ৩টি চার-সহ ৩১ রান করেছেন। সাই কিশোরের বলে আউট হয়েছেন হায়দরাবাদের উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন। তিনি ১৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৭ রান করেছেন। প্রসিধ কৃষ্ণার বলে ইশান্ত শর্মার হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১৭ রান করেছেন। মহম্মদ সিরাজের বলে রাহুল তেওয়াটিয়ার হাতে ধরা পড়েছেন অভিষেক শর্মা। ১৬ বলে ৪টি চার-সহ ১৮ রান করেছেন অভিষেক। মহম্মদ সিরাজের বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়েছেন ট্রাভিস হেড। তিনি ৫ বলে ২টি চার-সহ ৮ রান করেছেন। টস জিতে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাটের অধিনায়ক শুভমান গিল।

মরশুমের প্রথম ম্যাচেই আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে তারপর থেকে তাদের ভয়ঙ্কর ব্যাটিং লাইনআপ যেন মুখ থুবড়ে পড়েছে। পরবর্তী তিন ম্যাচে একবারও ২০০ রানও ছুঁতে পারেনি নিজামের শহরের দল। শেষ তিন ম্যাচে বিগ হিটারদের ব্যর্থতার জন্য হায়দরাবাদ পরপর তিনটি ম্যাচ হেরেছে। লখনউ সুপার জায়ান্টসের কাছে ৫ উইকেটে, দিল্লি ক্যাপিটালসের কাছে ৫ উইকেটে এবং কলকাতা নাইট রাইডার্সের কাছে ৮০ রানে হেরেছে। বিশেষ করে কেকেআর (KKR)-এর কাছে হারের ফলে তাদের নেট রানরেটে বড় ধাক্কা লেগেছে। যার জেরে তারা বর্তমানে পয়েন্ট টেবিলের তলানিতে আছে। যদিও প্রথম ম্যাচে এই হায়দরাবাদই তুলেছিল ২৮৬ রান।

Advertisment

অন্যদিকে, গুজরাট টাইটানস পাঞ্জাব কিংসের কাছে একবার হেরে গেলেও এরপর মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বড় জয় পেয়েছে। ব্যাটসম্যান সাই সুদর্শন রয়েছেন ফর্মে, আর বোলার মহম্মদ সিরাজ আরসিবি (RCB)-র বিরুদ্ধে ৩টি উইকেট নিয়ে আগেই ছন্দে ফিরেছিলেন। রবিবারও পরপর উইকেট নিয়ে বোঝালেন তিনি ছন্দেই আছেন। 

  • Apr 06, 2025 23:08 IST

    SRH vs GT Live Score, IPL 2025: অপরাজিত অধিনায়ক গিলের মারকাট্টা ৬১, গুজরাট ৭ উইকেটে হারাল হায়দরাবাদকে

    গুজরাট টাইটানস ১৬.৪ ওভারেই ৩ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৩ রান তুলে নিল। তার সুবাদে ২০ বল বাকি থাকতেই ৭ উইকেটে হারাল সানরাইজার্স হায়দরাবাদকে। গুজরাট অধিনায়ক শুভমান গিল ৪৩ বলে ৯টি চার-সহ ৬১ রানে অপরাজিত থেকে গেলেন। শেরফেন রাদারফোর্ড ১৬ বলে ৬টি চার এবং ১টি ছয়-সহ করলেন অপরাজিত ৩৫ রান। এর আগে মহম্মদ শামির বলে অনিকেত ভার্মার হাতে ধরা পড়েন ওয়াশিংটন সুন্দর। তিনি ২৯ বলে ৫টি চার এবং ২টি ছয়-সহ ৪৯ রান করেছেন। প্যাট কামিন্সের বলে হেনরিখ ক্লাসেনের হাতে ধরা পড়েন জস বাটলার। তিনি ৩ বল খেলে বিনা রানে ফিরে যান। মহম্মদ শামির বলে অনিকেত ভার্মার হাতে ধরা পড়েন সাই সুদর্শন। তিনি ৯ বলে ৫ রান করেছেন। 

    প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক প্যাট কামিন্স ৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২২ রান এবং মহম্মদ শামি ২ বলে ১টি চার-সহ ৬ রানে অপরাজিত থেকে গেলেন। এর আগে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়েছেন সিমরজিৎ সিং। তিনি ২ বল খেলে বিনা রানে ফিরে গিয়েছেন। মহম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হয়েছেন অনিকেত ভার্মা। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১৮ রান করেছেন। প্রসিধ কৃষ্ণার বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়েছেন কামিন্দু মেন্ডিস। ৫ বলে ১ রান করে মেন্ডিস বিদায় নিয়েছেন। সাই কিশোরের বলে রশিদ খানের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। তিনি ৩৪ বলে ৩টি চার-সহ ৩১ রান করেছেন। সাই কিশোরের বলে আউট হয়েছেন হায়দরাবাদের উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন। তিনি ১৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৭ রান করেছেন। প্রসিধ কৃষ্ণার বলে ইশান্ত শর্মার হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১৭ রান করেছেন। মহম্মদ সিরাজের বলে রাহুল তেওয়াটিয়ার হাতে ধরা পড়েছেন অভিষেক শর্মা। ১৬ বলে ৪টি চার-সহ ১৮ রান করেছেন অভিষেক। মহম্মদ সিরাজের বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়েছেন ট্রাভিস হেড। তিনি ৫ বলে ২টি চার-সহ ৮ রান করেছেন।



  • Apr 06, 2025 22:41 IST

    SRH vs GT Live Score, IPL 2025: অধিনায়ক গিল করলেও হাফ সেঞ্চুরি হল না সুন্দরের, ফেরালেন শামি

    মহম্মদ শামির বলে অনিকেত ভার্মার হাতে ধরা পড়েছেন ওয়াশিংটন সুন্দর। তিনি ২৯ বলে ৫টি চার এবং ২টি ছয়-সহ ৪৯ রান করেছেন। প্যাট কামিন্সের বলে হেনরিখ ক্লাসেনের হাতে ধরা পড়েছেন জস বাটলার। তিনি ৩ বল খেলে বিনা রানে ফিরে গিয়েছেন। মহম্মদ শামির বলে অনিকেত ভার্মার হাতে ধরা পড়েছেন সাই সুদর্শন। তিনি ৯ বলে ৫ রান করেছেন। 

    এর আগে ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান করেছে সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক প্যাট কামিন্স ৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২২ রান এবং মহম্মদ শামি ২ বলে ১টি চার-সহ ৬ রানে অপরাজিত থেকে গেলেন। এর আগে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়েছেন সিমরজিৎ সিং। তিনি ২ বল খেলে বিনা রানে ফিরে গিয়েছেন। মহম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হয়েছেন অনিকেত ভার্মা। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১৮ রান করেছেন। প্রসিধ কৃষ্ণার বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়েছেন কামিন্দু মেন্ডিস। ৫ বলে ১ রান করে মেন্ডিস বিদায় নিয়েছেন। সাই কিশোরের বলে রশিদ খানের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। তিনি ৩৪ বলে ৩টি চার-সহ ৩১ রান করেছেন। সাই কিশোরের বলে আউট হয়েছেন হায়দরাবাদের উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন। তিনি ১৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৭ রান করেছেন। প্রসিধ কৃষ্ণার বলে ইশান্ত শর্মার হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১৭ রান করেছেন। মহম্মদ সিরাজের বলে রাহুল তেওয়াটিয়ার হাতে ধরা পড়েছেন অভিষেক শর্মা। ১৬ বলে ৪টি চার-সহ ১৮ রান করেছেন অভিষেক। মহম্মদ সিরাজের বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়েছেন ট্রাভিস হেড। তিনি ৫ বলে ২টি চার-সহ ৮ রান করেছেন।



  • Apr 06, 2025 22:03 IST

    SRH vs GT Live Score, IPL 2025: যেসব কারণে ঘরের মাঠে বড় রান করতে ব্যর্থ হল সানরাইজার্স হায়দরাবাদ!

    অবশেষে ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রানে থামল সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক প্যাট কামিন্স ৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২২ রান এবং মহম্মদ শামি ২ বলে ১টি চার-সহ ৬ রানে অপরাজিত থেকে গেলেন। এর আগে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়েছেন সিমরজিৎ সিং। তিনি ২ বল খেলে বিনা রানে ফিরে গিয়েছেন।


    বিস্তারিত: যেসব কারণে ঘরের মাঠে বড় রান করতে ব্যর্থ হল সানরাইজার্স হায়দরাবাদ! জেনে নিলেই সব পরিষ্কার হয়ে যাবে



  • Apr 06, 2025 21:51 IST

    SRH vs GT Live Score, IPL 2025: কামিন্সের ছোবলে ফিরলেন বাটলার, গুজরাটের ২য় উইকেটের পতন

    প্যাট কামিন্সের বলে হেনরিখ ক্লাসেনের হাতে ধরা পড়েছেন জস বাটলার। তিনি ৩ বল খেলে বিনা রানে ফিরে গিয়েছেন। মহম্মদ শামির বলে অনিকেত ভার্মার হাতে ধরা পড়েছেন সাই সুদর্শন। তিনি ৯ বলে ৫ রান করেছেন। 

    এর আগে ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান করেছে সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক প্যাট কামিন্স ৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২২ রান এবং মহম্মদ শামি ২ বলে ১টি চার-সহ ৬ রানে অপরাজিত থেকে গেলেন। এর আগে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়েছেন সিমরজিৎ সিং। তিনি ২ বল খেলে বিনা রানে ফিরে গিয়েছেন। মহম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হয়েছেন অনিকেত ভার্মা। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১৮ রান করেছেন। প্রসিধ কৃষ্ণার বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়েছেন কামিন্দু মেন্ডিস। ৫ বলে ১ রান করে মেন্ডিস বিদায় নিয়েছেন। সাই কিশোরের বলে রশিদ খানের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। তিনি ৩৪ বলে ৩টি চার-সহ ৩১ রান করেছেন। সাই কিশোরের বলে আউট হয়েছেন হায়দরাবাদের উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন। তিনি ১৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৭ রান করেছেন। প্রসিধ কৃষ্ণার বলে ইশান্ত শর্মার হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১৭ রান করেছেন। মহম্মদ সিরাজের বলে রাহুল তেওয়াটিয়ার হাতে ধরা পড়েছেন অভিষেক শর্মা। ১৬ বলে ৪টি চার-সহ ১৮ রান করেছেন অভিষেক। মহম্মদ সিরাজের বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়েছেন ট্রাভিস হেড। তিনি ৫ বলে ২টি চার-সহ ৮ রান করেছেন।



  • Apr 06, 2025 21:16 IST

    SRH vs GT Live Score, IPL 2025: ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রানে থামল হায়দরাবাদ

    অবশেষে ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রানে থামল সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক প্যাট কামিন্স ৯ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ২২ রান এবং মহম্মদ শামি ২ বলে ১টি চার-সহ ৬ রানে অপরাজিত থেকে গেলেন। এর আগে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়েছেন সিমরজিৎ সিং। তিনি ২ বল খেলে বিনা রানে ফিরে গিয়েছেন। মহম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হয়েছেন অনিকেত ভার্মা। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১৮ রান করেছেন। প্রসিধ কৃষ্ণার বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়েছেন কামিন্দু মেন্ডিস। ৫ বলে ১ রান করে মেন্ডিস বিদায় নিয়েছেন। সাই কিশোরের বলে রশিদ খানের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। তিনি ৩৪ বলে ৩টি চার-সহ ৩১ রান করেছেন। সাই কিশোরের বলে আউট হয়েছেন হায়দরাবাদের উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন। তিনি ১৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৭ রান করেছেন। প্রসিধ কৃষ্ণার বলে ইশান্ত শর্মার হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১৭ রান করেছেন। মহম্মদ সিরাজের বলে রাহুল তেওয়াটিয়ার হাতে ধরা পড়েছেন অভিষেক শর্মা। ১৬ বলে ৪টি চার-সহ ১৮ রান করেছেন অভিষেক। মহম্মদ সিরাজের বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়েছেন ট্রাভিস হেড। তিনি ৫ বলে ২টি চার-সহ ৮ রান করেছেন।



  • Apr 06, 2025 21:10 IST

    SRH vs GT Live Score, IPL 2025: সিরাজের তাণ্ডব, হায়দরাবাদের ৮ম উইকেটের পতন

    মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়েছেন সিমরজিৎ সিং। তিনি ২ বল খেলে বিনা রানে ফিরে গিয়েছেন। মহম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হয়েছেন অনিকেত ভার্মা। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১৮ রান করেছেন। প্রসিধ কৃষ্ণার বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়েছেন কামিন্দু মেন্ডিস। ৫ বলে ১ রান করে মেন্ডিস বিদায় নিয়েছেন। সাই কিশোরের বলে রশিদ খানের হাতে ধরা পড়েছেন নীতীশকুমার রেড্ডি। তিনি ৩৪ বলে ৩টি চার-সহ ৩১ রান করেছেন। সাই কিশোরের বলে আউট হয়েছেন হায়দরাবাদের উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন। তিনি ১৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৭ রান করেছেন। প্রসিধ কৃষ্ণার বলে ইশান্ত শর্মার হাতে ধরা পড়েছেন ঈশান কিষাণ। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১৭ রান করেছেন। মহম্মদ সিরাজের বলে রাহুল তেওয়াটিয়ার হাতে ধরা পড়েছেন অভিষেক শর্মা। ১৬ বলে ৪টি চার-সহ ১৮ রান করেছেন অভিষেক। মহম্মদ সিরাজের বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়েছেন ট্রাভিস হেড। তিনি ৫ বলে ২টি চার-সহ ৮ রান করেছেন।



  • Apr 06, 2025 20:59 IST

    SRH vs GT Live Score, IPL 2025: হায়দরাবাদের ৬ষ্ঠ উইকেটের পতন, ব্যাটিং দুর্গে ফাটল অব্যাহত

    প্রসিধ কৃষ্ণার বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়লেন কামিন্দু মেন্ডিসের। ৫ বলে ১ রান করে মেন্ডিস বিদায় নিয়েছেন। সাই কিশোরের বলে রশিদ খানের হাতে ধরা পড়লেন নীতীশ কুমার রেড্ডি। তিনি ৩৪ বলে ৩টি চার-সহ ৩১ রান করেছেন। সাই কিশোরের বলে আউট হলেন হায়দরাবাদের উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন। তিনি ১৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৭ রান করেছেন। প্রসিধ কৃষ্ণার বলে ইশান্ত শর্মার হাতে ধরা পড়লেন ঈশান কিষাণ। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১৭ রান করেছেন। মহম্মদ সিরাজের বলে রাহুল তেওয়াটিয়ার হাতে ধরা পড়লেন অভিষেক শর্মা। ১৬ বলে ৪টি চার-সহ ১৮ রান করেছেন অভিষেক। মহম্মদ সিরাজের বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়েছেন ট্রাভিস হেড। তিনি ৫ বলে ২টি চার-সহ ৮ রান করেছেন।



  • Apr 06, 2025 20:51 IST

    SRH vs GT Live Score, IPL 2025: হায়দরাবাদের ৫ম উইকেটের পতন, রণংদেহি মূর্তি সাই কিশোরের

    সাই কিশোরের বলে রশিদ খানের হাতে ধরা পড়লেন নীতীশ কুমার রেড্ডি। তিনি ৩৪ বলে ৩টি চার-সহ ৩১ রান করেছেন। সাই কিশোরের বলে আউট হলেন হায়দরাবাদের উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন। তিনি ১৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৭ রান করেছেন। প্রসিধ কৃষ্ণার বলে ইশান্ত শর্মার হাতে ধরা পড়লেন ঈশান কিষাণ। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১৭ রান করেছেন। মহম্মদ সিরাজের বলে রাহুল তেওয়াটিয়ার হাতে ধরা পড়লেন অভিষেক শর্মা। ১৬ বলে ৪টি চার-সহ ১৮ রান করেছেন অভিষেক। মহম্মদ সিরাজের বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়েছেন ট্রাভিস হেড। তিনি ৫ বলে ২টি চার-সহ ৮ রান করেছেন।



  • Apr 06, 2025 20:42 IST

    SRH vs GT Live Score, IPL 2025: হায়দরাবাদের ৪র্থ উইকেটের পতন, ক্লাসেনও ফিরে গেলেন

    সাই কিশোরের বলে আউট হলেন হায়দরাবাদের উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন। তিনি ১৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২৭ রান করেছেন। প্রসিধ কৃষ্ণার বলে ইশান্ত শর্মার হাতে ধরা পড়লেন ঈশান কিষাণ। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১৭ রান করেছেন। মহম্মদ সিরাজের বলে রাহুল তেওয়াটিয়ার হাতে ধরা পড়লেন অভিষেক শর্মা। ১৬ বলে ৪টি চার-সহ ১৮ রান করেছেন অভিষেক। মহম্মদ সিরাজের বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়েছেন ট্রাভিস হেড। তিনি ৫ বলে ২টি চার-সহ ৮ রান করেছেন।



  • Apr 06, 2025 20:17 IST

    SRH vs GT Live Score, IPL 2025: হায়দরাবাদের ৩য় উইকেটের পতন, ঈশান ফেরায় বিপদ বাড়ল হায়দরাবাদের

    প্রসিধ কৃষ্ণার বলে ইশান্ত শর্মার হাতে ধরা পড়লেন ঈশান কিষাণ। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১৭ রান করেছেন। মহম্মদ সিরাজের বলে রাহুল তেওয়াটিয়ার হাতে ধরা পড়লেন অভিষেক শর্মা। ১৬ বলে ৪টি চার-সহ ১৮ রান করেছেন অভিষেক। মহম্মদ সিরাজের বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়েছেন ট্রাভিস হেড। তিনি ৫ বলে ২টি চার-সহ ৮ রান করেছেন।



  • Apr 06, 2025 19:58 IST

    SRH vs GT Live Score, IPL 2025: এঁরাই আজ হেস্তনেস্ত করবেন গুজরাট-সানরাইজার্স ম্যাচের, চিনে নিন

    রবিবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট টাইটানস ম্যাচে টস জিতে হায়দরাবাদকে ব্যাটিং করতে পাঠিয়েছে গুজরাট। টস হারার পর হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, 'আমরা আগে ব্যাট করতে পেরে খুশি। আমরা আক্রমণাত্মক খেলতে চাই। এটা এমন একটি মাঠ, যেখানে আমরা ব্যাটিং করতে পছন্দ করি।'  

    বিস্তারিত: এঁরাই আজ হেস্তনেস্ত করবেন গুজরাট-সানরাইজার্স ম্যাচের, চিনে নিন



  • Apr 06, 2025 19:40 IST

    SRH vs GT Live Score, IPL 2025: হায়দরাবাদের ১ম উইকেটের পতন, ফিরলেন ট্রাভিস হেড

    মহম্মদ সিরাজের বলে সাই সুদর্শনের হাতে ধরা পড়েছেন ট্রাভিস হেড। তিনি ৫ বলে ২টি চার-সহ ৮ রান করেছেন।



  • Apr 06, 2025 19:04 IST

    SRH vs GT Live Score, IPL 2025: টস জিতল গুজরাট

    টস জিতল গুজরাট টাইটানস। তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।



  • Apr 06, 2025 19:02 IST

    SRH vs GT Live Score, IPL 2025: নমস্কার! হায়দরাবাদ-গুজরাট টাইটানস ম্যাচে স্বাগত

    অরেঞ্জ আর্মি (সানরাইজার্স হায়দরাবাদ) কল্পনাও করতে পারেনি যে মরশুম শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই তারা পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে গিয়ে পৌঁছবে। তবুও, হায়দরাবাদ এবার তাদের তাদের ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর এক নতুন সুযোগ পাচ্ছে। তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায়। কিন্তু শেষ তিনটি ম্যাচে বারবার দলের ইনিংসে ধস নামার ফলে তাদের কৌশল কাজে আসেনি। আজ রাতে কি কামিন্স এবং তার দল সবকিছু ঠিকঠাক করতে পারবে? সেটাই এখন প্রশ্ন। 



Sunrisers Hyderabad gujrat Indian Premier League (IPL) Cricket News cricket