New Update
/indian-express-bangla/media/media_files/2025/03/27/KD6qmlLd8SVMYMNWY0h1.jpg)
SRH vs LSG: দুই দলের খেলোয়াড়রাই নিজেদের উজাড় করে দিতে তৈরি। (ছবি- সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস)
SRH vs LSG Playing 11 Prediction, Sunrisers Hyderabad vs Lucknow Super Giants Hyderabad Dream 11 Prediction: সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের সম্ভাব্য একাদশ, সম্পূর্ণ স্কোয়াড এবং ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকা দেখে নিন।
SRH vs LSG: দুই দলের খেলোয়াড়রাই নিজেদের উজাড় করে দিতে তৈরি। (ছবি- সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস)
SRH vs LSG Dream 11 Prediction, IPL 2025: প্যাট কামিন্সের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদ বৃহস্পতিবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তম ম্যাচে ঋষভ পন্তের লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) একই মাঠে তাদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪৪ রানে জিতেছে। আর, লখনউ সুপার জায়ান্টস (LSG) ভাইজাগে দিল্লি ক্যাপিটালসের কাছে ১ উইকেটে হেরেছে।
দুই দলের খবর
দুই দলের কথা বলতে গেলে, হায়দ্রাবাদ সম্ভবত তাদের লাইনআপ বদলাচ্ছে না। ইশান কিষাণ এই দলে আছেন। রয়্যালসের বিরুদ্ধে হায়দ্রাবাদের হয়ে ঈশান গত ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। যার ফলে, সানরাইজার্স আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়ে শেষ পর্যন্ত ৪৪ রানে ম্যাচ জিতেছে।
এদিকে, রিপোর্ট অনুসারে লখনউয়ে, প্রথম ম্যাচে বাদ পড়ার পর আভেশ খান ফের দলে ঢুকছেন। তিনি সম্ভবত মণিমারন সিদ্ধার্থের বদলে দলে ঢুকবেন। লখনউয়ের বোলিং বিভাগ তুলনামূলক অনভিজ্ঞ। তারা দলে মায়াঙ্ক যাদব, আকাশদীপ এবং মহসিন খানকে পাচ্ছে না।
Ishan is all of us, fighting for every wicket 😂
— SunRisers Hyderabad (@SunRisers) March 26, 2025
Ishan Kishan | #PlayWithFire | #TATAIPL2025 pic.twitter.com/Ge3OUBOoWM
দুই দলের সম্ভাব্য একাদশ
সানরাইজার্স হায়দ্রাবাদ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশকুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স, সিমরনজিৎ সিং, হর্ষাল প্যাটেল, মহম্মদ শামি।
ইমপ্যাক্ট সাব: অ্যাডামা জাম্পা, উইয়ান মুলডার
লখনউ সুপার জায়ান্টস: মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুশ বাদোনি, ডেভিড মিলার, প্রিন্স যাদব, দিগ্বেশ রাঠি, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই।
ইমপ্যাক্ট সাব: আভেশ খান, আবদুল সামাদ
Aap aaye to aaya humein yaad, gali me aaj chaand nikla 🌕 pic.twitter.com/r0q4J5kjct
— Lucknow Super Giants (@LucknowIPL) March 26, 2025
সাইরাইজার্স হায়দ্রাবাদ: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, ঈশান কিষাণ, হেনরিখ ক্লাসেন, অভিষেক শর্মা, শচীন বেবি, মহম্মদ শামি, অ্যাডাম জাম্পা, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, রাহুল চাহার, ঈশান মালিঙ্গা, হর্ষাল প্যাটেল, কামিন্দু মেন্ডিস, উইয়ান মুলডার, নীতীশকুমার রেড্ডি, অথর্ব তাইডে, সিমরজিত সিং, জয়দেব উনাদকট, জিশান আনসারি।
আরও পড়ুন- পয়েন্টস তালিকায় ভয়ঙ্কর রদ-বদল, আদৌ ফায়দা হল নাইটদের?
লখনউ সুপার জায়ান্টস: ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মিলার, এইডেন মার্করাম, আর্যন জুয়াল, হিম্মত সিং, ম্যাথিউ ব্রিটজকে, নিকোলাস পুরান (উইকেটকিপার), মিচেল মার্শ, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, যুবরাজ চৌধুরি, রাজবর্ধন হাঙ্গারগেকার, অর্জিন কুলকার্নি, আয়ুষ বাদোনি, আভেশ খান, আকাশ দীপ, এম সিদ্ধার্থ, দিগ্বেশ সিং, আকাশ সিং, শামার জোসেফ, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই।