IPL 2025 Latest Points Table: পয়েন্টস তালিকায় ভয়ঙ্কর রদ-বদল, আদৌ ফায়দা হল নাইটদের?

IPL 2025 Points Table: কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস ম্যাচের পর নতুন করে আপডেট হয়েছে পয়েন্টস টেবিল। আপাতত প্যাট কামিন্সের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ এই টেবিলের শীর্ষে রাজত্ব করছে।

IPL 2025 Points Table: কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস ম্যাচের পর নতুন করে আপডেট হয়েছে পয়েন্টস টেবিল। আপাতত প্যাট কামিন্সের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ এই টেবিলের শীর্ষে রাজত্ব করছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kolkata Knight Riders (3)

জয়ের পর নীতীশ রানাকে জড়িয়ে ধরলেন নাইটরা

ইতিমধ্যে জমে উঠেছে ২০২৫ আইপিএল (IPL) টুর্নামেন্ট। সবাই আপাতত একে অপরকে টেক্কা দিতে চাইছে। ইতিমধ্যে বুধবার (২৬ মার্চ) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ২ পয়েন্ট নিজেদের ঝুলিতে পুরে নিয়েছে। অন্যদিকে, রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) আবার টানা ২ ম্য়াচে হেরে গিয়েছে। পরিসংখ্যান বলছে, এই টুর্নামেন্টে দশটি দলের মধ্যে ৬ দল এখনও পর্যন্ত খাতা খুলতে পেরেছে। বাকি চারটে দল প্রথম পয়েন্টের জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে পয়েন্টস টেবিলে একটি ভয়ঙ্কর রদ-বদল দেখতে পাওয়া গেল। যদিও কলকাতা নাইট রাইডার্স (KKR) যতটা আশা করেছিল, ততটাও লাভ করতে পারেনি।

Advertisment

পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ

কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস ম্য়াচের পর নতুন করে আপডেট হয়েছে পয়েন্টস টেবিল। আপাতত প্যাট কামিন্সের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ এই টেবিলের শীর্ষে রাজত্ব করছে। হায়দরাবাদের ঝুলিতে ২ পয়েন্ট থাকলেও, নেট রানরেটে তারা অনেকটাই এগিয়ে রয়েছে। আপাতত হায়দরাবাদের নেট রানরেট ২.২০০।

Sunil Narine KKR: কেকেআর শিবিরে বড় ধাক্কা, ১,৬২৮ দিন পর অনুপস্থিত সুনীল নারিন

Advertisment

এরপর দ্বিতীয় স্থানে রয়েছে আরসিবি। তাদের কাছেও ২ পয়েন্ট রয়েছে। তবে নেট রানরেট ২.১৩৭। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পঞ্জাব কিংস। ২ পয়েন্ট তারা সংগ্রহ করলেও নেট রানরেট আপাতত ০.৫৫০।

Moeen Ali KKR: কেন ওপেন করলেন মঈন, রাহানে নয়? দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

খাতা খুলেছে কেকেআর, তবে এখনও মাইনাসে নেট রানরেট

রুতুরাজ গায়কোয়াড় নেতৃত্বাধীন সিএসকে আপাতত চার নম্বরে দাঁড়িয়ে রয়েছে। তাদের কাছেও রয়েছে দুই পয়েন্ট। আর দলের নেট রানরেট ০.৪৯৪। দিল্লি ক্যাপিটালস রয়েছে পাঁচ নম্বরে। ২ পয়েন্ট সংগ্রহের পাশাপাশি তাঁদের নেট রানরেট রয়েছে ০.৩৭১। এরপর নম্বর রয়েছে কলকাতা নাইট রাইডার্সের।

KKR vs RR Highlights, IPL 2025: অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া ডি ককের, ৮ উইকেটে জয় কলকাতার

চলতি টুর্নামেন্টে তারা জয়ের সরণীতে ফিরে এলেও ষষ্ঠ স্থানেই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে। কলকাতার কাছে ২ পয়েন্ট থাকলেও, তাদের নেট রানরেট -০.৩০৮। KKR একমাত্র দল যারা ২ পয়েন্ট সংগ্রহ করলেও নেট রানরেট মাইনাসেই রয়েছে। বুধবার কলকাতার কাছে বড় ব্যবধানে জয়ের হাতছানি ছিল। কিন্তু, সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। 

Kolkata Knight Riders: কুইন্টন ধামাকায় রাজস্থানে হাহাকার, মরশুমের প্রথম জয় নাইট ব্রিগেডের

এবার সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়ান্টের মধ্যে ম্য়াচ হবে

এবার  লখনউ সুপার জায়ান্ট সুপার জায়ান্ট, মুম্বই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্সের পাশাপাশি রাজস্থান রয়্যালসও সেই দলে নাম লেখাল, যারা এখনও পর্যন্ত জয়ের খাতা খুলতে পারেনি। টানা ২ ম্য়াচ হেরে তারা আপাতত ১০ নম্বরে দাঁড়িয়ে রয়েছে।

Quinton De Kock: অবসর মানে উপসংহার নয়, এটা নতুনের সূচনা! মোক্ষম শিক্ষা নাইট ওপেনারের

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অর্থাৎ ২৭ মার্চ পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদ খেলতে নামবে লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে। লখনউ আপ্রাণ চেষ্টা করবে, তারা যেন এই ম্য়াচটা জিতে পয়েন্টের খাতা খুলতে পারে। তবে হায়দরাবাদের নিজামদের বিরুদ্ধে এই কাজটা একেবারে সহজ হবে না।

Rajasthan Royals KKR IPL Kolkata Knight Riders