/indian-express-bangla/media/media_files/2025/03/19/mrevZrv0WzcTCIav6LHu.jpg)
Surya Kumar Yadav Out: পার্ট টাইম বোলারের সামনে নতি স্বীকার করলেন সূর্যকুমার যাদব
Suryakumar Yadav Out: সূর্যকুমার যাদবের ব্যাটে যে শেষ কবে রান এসেছিল, সেটা দেখতে হলে খুব সম্ভবত পঞ্জিকা নিয়ে বসতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে স্কাই-এর ব্যাটে রানের খরা অব্যাহত। গত ৫ ইনিংসে তিনি মাত্র ২৮ রানই করেছেন। ইতিমধ্যে ২ বার তিনি রানের খাতাও খুলতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে এই দুর্দশার ছাপ এবার আইপিএল টুর্নামেন্টের অনুশীলনেও দেখতে পাওয়া গেল। মুম্বই ইন্ডিয়ান্সের প্র্যাকটিস সেশনে টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক একজন পার্ট টাইম বোলারের ডেলিভারিতে আউট হয়ে গিয়েছে। ২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সূর্যকুমার যাদবকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন তিলক বর্মা।
পার্ট টাইম বোলারের সামনে নতি স্বীকার করলেন সূর্যকুমার যাদব
আসলে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানেই দেখতে পাওয়া যাচ্ছে, তিলক বর্মার ডেলিভারিতে আউট হয়ে যাচ্ছেন সূর্যকুমার যাদব। তিলকের ডেলিভারিতে সুইপ শট খেলতে গিয়েছিলেন সূর্য। কিন্তু, বলটা তিনি নীচের দিকে রাখতে পারেননি। বড় শট হাঁকাতে গিয়ে সূর্যকুমার যাদব একটি সহজ ক্যাচ দিয়ে বসলেন। এদিকে, সূর্যকে আউট করার পরই তিলকের যাবতীয় উচ্ছ্বাসের বাঁধ ভেঙে যায়। তিনি দুটো হাত উপরের দিকে তুলে সূর্যের উইকেট সেলিব্রেট করতে থাকেন। তবে তিলকের বলে আউট হলেও সূর্যের মুখে স্পষ্টতই হাসি দেখতে পাওয়া যাচ্ছিল।
Not a bad wicket to add to your resume 🫣
— Mumbai Indians (@mipaltan) March 18, 2025
Watch till the end 😂#MumbaiIndians#PlayLikeMumbaipic.twitter.com/Q9gpztmUzi
খারাপ ফর্ম পিছু ছাড়তে চাইছে না সূর্যের
২০২৪ টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করার পর টিম ইন্ডিয়ার টি-২০ নেতৃত্ব সূর্যকুমার যাদবের হাতে তুলে দেওয়া হয়েছিল। সূর্যের নেতৃত্বে টিম ইন্ডিয়া নজরকাড়া পারফরম্য়ান্স করলেও, স্কাইয়ের ব্যাটে কিন্তু রানের গর্জন দেখতে পাওয়া যাচ্ছে না। টি-২০ বিশ্বকাপের পর থেকে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে মাত্র ২ হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছে। তার থেকেও বড় চিন্তার বিষয়, গত ১০ ইনিংসে তিনি মাত্র ১৩৭ রান করেছেন। ভারতীয় অধিনায়কের স্ট্রাইক রেটও পাল্লা দিয়ে নিম্নমুখী হচ্ছে। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে সূর্য তাঁর এই হারানো ফর্ম অবশ্যই ফিরে পেতে চাইবেন। নির্বাসনের কারণে এবারের আইপিএল টুর্নামেন্টে প্রথম ম্য়াচটা খেলতে পারবেন না মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সেকারণে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সূর্যকুমার যাদব নেতৃত্ব দিতে পারেন।
আরও পড়ুন একনজরে আইপিএলের পাঁচ সবচেয়ে দামী ক্রিকেটার, লিগ শুরুর আগেই দেখে নিন তাঁদের কীর্তি