IPL 2025: একনজরে আইপিএলের পাঁচ সবচেয়ে দামী ক্রিকেটার, লিগ শুরুর আগেই দেখে নিন তাঁদের কীর্তি

Check out the top 5 most expensive players in IPL 2025, including Rishabh Pant, Shreyas Iyer, Venkatesh Iyer, Arshdeep Singh, and Yuzvendra Chahal, along with their auction prices and team details. আইপিএল ২০২৫-এর সেরা ৫ দামি খেলোয়াড়দের তালিকা দেখুন, তাঁদের নিলাম মূল্য এবং দল সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিন।

Check out the top 5 most expensive players in IPL 2025, including Rishabh Pant, Shreyas Iyer, Venkatesh Iyer, Arshdeep Singh, and Yuzvendra Chahal, along with their auction prices and team details. আইপিএল ২০২৫-এর সেরা ৫ দামি খেলোয়াড়দের তালিকা দেখুন, তাঁদের নিলাম মূল্য এবং দল সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিন।

author-image
IE Bangla Sports Desk
New Update
ipl

IPL: আইপিএল ট্রফির সঙ্গে দুই সেরা অধিনায়ক। (ফাইল ছবি)

Top 5 Most Expensive Players in IPL 2025: আইপিএল ২০২৫ নিলামে অনেক ক্রিকেটারই বেশ মোটা দামে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছেন। সেই তালিকায় সবচেয়ে দামি পাঁচ খেলোয়াড় হলেন- ঋষভ পন্ত, শ্রেয়াস আইয়ার, বেঙ্কটেশ আইয়ার, অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। কত টাকায় তাঁরা দলগুলোতে যোগ দিয়েছেন, কোন দলে খেলছেন, চলুন সে ব্যাপারে বিস্তারিত জেনে নিই।

Advertisment

১. ঋষভ পন্ত (Lucknow Super Giants)– ২৭ কোটি টাকা

ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন। লখনউ সুপার জায়ান্টস (LSG) তাঁকে ২৭ কোটি টাকায় দলে নিয়েছে। যা আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দর। দিল্লি ক্যাপিটালস (DC) তাঁকে ধরে রাখার চেষ্টা করলেও এলএসজি (LSG) নিলামে পন্তের জন্য তাদের দর ২০.৭৫ কোটি থেকে বাড়িয়ে ২৭ কোটি টাকায় নিয়ে যায়।

২. শ্রেয়াস আইয়ার (Punjab Kings)– ২৬.৭৫ কোটি টাকা

Advertisment

২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে (KKR) তাদের তৃতীয় আইপিএল শিরোপা জেতানোর পর, শ্রেয়াস আইয়ারকে আইপিএল ২০২৫-এর নিলামে পাঞ্জাব কিংস (PBKS) দলে নিয়েছে ২৬.৭৫ কোটি টাকায়। কেকেআর, দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। শেষ পর্যন্ত পঞ্জাব কিংস (PBKS) তাঁকে দলে নিয়েছে।

৩. বেঙ্কটেশ আইয়ার (Kolkata Knight Riders)– ২৩.৭৫ কোটি টাকা

বেঙ্কটেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্সে (KKR) ফিরেছেন ২৩.৭৫ কোটি টাকায়। ২০২৩ সালে তিনি কেকেআরের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন এবং ব্রেন্ডন ম্যাককালামের পর প্রথম কেকেআর ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছিলেন। আইপিএল ২০২৪ ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অপরাজিত ৫২ রান করে দলের শিরোপা জয়ে ভূমিকা রাখেন বেঙ্কটেশ আইয়ার।

৪. অর্শদীপ সিং (Punjab Kings)– ১৮ কোটি টাকা

ভারতের উঠতি পেসার অর্শদীপ সিংকে নিয়ে আইপিএল ২০২৫ নিলামে ব্যাপক টানাটানি চলেছিল। ছয়টি দলের মধ্যে প্রতিযোগিতা চলার পর, পাঞ্জাব কিংস (PBKS) রাইট-টু-ম্যাচ (RTM) কার্ড ব্যবহার করে ১৮ কোটিতে তাঁকে দলে ফিরিয়ে নেয়। অর্শদীপ ২০২৪ আইপিএলে ১৪ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন- আইপিএলের নম্বর ২! সানরাইজার্স হায়দরাবাদের সূচি, কবে কোথায় খেলবে নিজামের শহরের দল?

৫. যুজবেন্দ্র চাহাল (Punjab Kings)– ১৮ কোটি টাকা

ভারতের অন্যতম সফল লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল এবার পাঞ্জাব কিংসের (PBKS) হয়ে খেলবেন ১৮ কোটি টাকার বিনিময়ে। তিনি আইপিএলের অন্যতম অভিজ্ঞ স্পিনার এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও রাজস্থান রয়্যালসের (RR) হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। নিলামে চাহালকে নিয়ে পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটানসের মধ্যে কড়া প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে শেষ পর্যন্ত পিবিকেএস (PBKS) চাহালকে সই করিয়েছে।

cricket Cricket News Indian Premier League (IPL) IPL Base Price