/indian-express-bangla/media/media_files/2025/05/09/rXoIvEtdlJosVmzYeUaE.jpg)
আইপিএল স্থগিত করার সিদ্ধান্তকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
India Pakistan Tension: ভারত-পাকিস্তান সীমান্তে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট নিয়ে একটি বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আগামী এক সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হল এই টুর্নামেন্ট। শুক্রবার (৯ মে) সকালবেলা এই টুর্নামেন্ট নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকের পরই টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
ইতিমধ্যে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটি টুইট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, 'প্রথমে দেশ, তারপর বাকি সবকিছু।' ইতিমধ্যে এই টুইট সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে।
Courage in every step. Pride in every heartbeat. Saluting our armed forces! 🇮🇳🫡 pic.twitter.com/0tt91h3Aez
— Chennai Super Kings (@ChennaiIPL) May 9, 2025
বৃহস্পতিবার (৮ মে) ধরমশালা স্টেডিয়ামে পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচ চলাকালীন আচমকা গোটা স্টেডিয়াম ব্ল্যাকআউট করে দেওয়া হয়। কিছুক্ষণ পর বাতিল করে দেওয়া হয় ম্য়াচও। তারপর থেকেই আশঙ্কা করা হচ্ছিল যে এই টুর্নামেন্ট হয়ত বাতিল করে দেওয়া হতে পারে। শুক্রবার বেলা গড়াতে না গড়াতেই সেই আশঙ্কা সত্য়ি হল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2025) অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি টুইট করে এই ঘোষণা করে দেওয়া হয়েছে।
Ambati Rayudu Trolled: ভারত পহেলগাঁওয়ের বদলা নিতেই বিতর্কিত টুইট, রায়ডুুর উপর ক্ষোভে ফুঁসছে দেশবাসী
সেখানে বলা হয়েছে, 'চলতি আইপিএল টুর্নামেন্টের বাকি ম্য়াচগুলো এক সপ্তাহের জন্য স্থগিত করা হল। এই কঠিন পরিস্থিতিতে দেশের পাশেই দাঁড়াতে চায় বিসিসিআই। ভারত সরকার, সশস্ত্র সেনাবাহিনী এবং দেশের প্রত্যেক জনগণের উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব, সাহস এবং আত্মত্যাগকে কুর্নিশ জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আমাদের দেশের সেনাবাহিনী যেভাবে অপারেশন সিন্দুর সফল করেছে, আর বর্তমানে যেভাবে পাকিস্তানের জঙ্গি হামলা প্রতিহত করছে, তা আমাদের অনুপ্রাণিত করে।'
সঙ্গে আরও যোগ করা হয়েছে, 'আর সেকারণেই আইপিএল গভর্নিং বডি এই টুর্নামেন্টে প্রত্য়েকটা ফ্র্য়াঞ্চাইজির স্টেক হোল্ডারদের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করেছে। প্রত্যেকেই ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। আর সেকারণেই সমবেতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আপাতত এক সপ্তাহের জন্য এই টুর্নামেন্ট বন্ধ রাখা হবে।'