/indian-express-bangla/media/media_files/2025/05/09/j77pjgDkhKYIhRxRv2S1.jpeg)
Ambati Rayudu Tweet: নেটিজেনদের রোষে পড়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু
Ambati Rayudu Social media backlash: ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই বিতর্কিত টুইট করে নেটিজেনদের রোষে পড়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু। তিনি যা লিখেছেন তা অনেকের পছন্দ হয়নি। যখন গোটা দেশ পহেলগাঁও হামলার জবাবে ভারতের পাশে দাঁড়িয়েছে, ঠিক তখনই রায়ডুর একটি মন্তব্য তাঁকে বিতর্কের মুখে ফেলে দিয়েছে। অনেক ফ্যান অভিযোগ করেছেন, তিনি দেশবিরোধী।
আসলে, পাকিস্তান যখন ভারতের ওপর ড্রোন হামলা শুরু করে, তখন রায়ডু একটি টুইট করেন। তিনি লেখেন, “চোখের বদলে চোখ এই পৃথিবীকে অন্ধ করে দেবে।”
“An eye for an eye makes the whole world blind.”
— ATR (@RayuduAmbati) May 8, 2025
Let’s remember — this isn’t a call for weakness, but a reminder of wisdom.
Justice must stand firm, but never lose sight of humanity.
We can love our nation fiercely and still hold compassion in our hearts.
Patriotism and peace can…
রায়ডু এই মন্তব্যটি কী প্রেক্ষিতে করেছেন, তা শুধু তিনিই ভাল জানেন, কিন্তু বহু ভক্ত এই বক্তব্য ভালভাবে নেননি। তাঁদের প্রশ্ন, যখন ভারত পাকিস্তানের জবাব দিয়েছিল, তখন তিনি চুপ ছিলেন, কিন্তু পাকিস্তানের হামলার পর কেন এমন মন্তব্য?
আরও পড়ুন বন্ধ হয়ে গেল IPL, এর পর কী হবে? BCCI-এর কাছে কোন রাস্তা খোলা আছে?
ভক্তরা বলছেন, “ভারত কি পহেলগাঁও হামলার পর চুপ করে থাকত? আমাদের কি ন্যায় পাওয়ার অধিকার নেই?”—এই ধরনের প্রশ্নে উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। এরপর থেকেই রায়ডুকে নানা দিক থেকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে।
আরও পড়ুন ভারত-পাক উত্তেজনার মাঝেই বড় বয়ান বিরাট কোহলির, সেনাকে টুপিখোলা কুর্নিশ
উল্লেখ্য, অম্বাতি রায়ডু ভারতের হয়ে ৫৫টি ওয়ানডে এবং ৬টি T20 ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি যথাক্রমে ১৬৯৪ এবং ৪২ রান করেন। ২০১৩ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। পরবর্তীতে তিনি বিভিন্ন T20 লিগে অংশ নেন, যার মধ্যে অন্যতম মেজর ক্রিকেট লিগে টেক্সাস সুপার কিংসের হয়ে খেলা। এছাড়াও, আইপিএলে তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন এবং প্যানেলের সদস্য হিসেবেও দেখা যায়।
আরও পড়ুন 'ভারত এমন জবাব দেবে, ভুলতে পারবে না পাকিস্তান', খুল্লমখুল্লা হুঙ্কার সেহওয়াগের