IPL 2025: এবারের আইপিএলে সবচেয়ে বয়স্ক ৫ ক্রিকেটার, পুরোনো চাল কি ভাতে বাড়বে?

The five oldest players featuring in IPL 2025: আইপিএল ২০২৫-এ অংশ নেওয়া পাঁচ প্রবীণ খেলোয়াড় কারা জানেন? ফের একবার চিনে নিন, চেনা মুখের কিংবদন্তিদের।

The five oldest players featuring in IPL 2025: আইপিএল ২০২৫-এ অংশ নেওয়া পাঁচ প্রবীণ খেলোয়াড় কারা জানেন? ফের একবার চিনে নিন, চেনা মুখের কিংবদন্তিদের।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IPL Captains: ট্রফি এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর অধিনায়করা

IPL Captains: ট্রফি এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর অধিনায়করা। (ছবি- আইপিএল)

IPL 2025: Meet the Five Oldest Players in the Upcoming Season: যুব খেলোয়াড়দের জন্য আইপিএল সবসময়ই সুযোগের বড় মঞ্চ। তবে এই প্রতিযোগিতা অভিজ্ঞ ও প্রবীণ খেলোয়াড়দেরকেও বরাবর ইতিহাস লেখার সুযোগ দিয়ে এসেছে। আসন্ন আইপিএল ২০২৫-এ এমন পাঁচজন ক্রিকেটার রয়েছেন, যাঁরা তাদের কেরিয়ারের গোধূলি লগ্নেও মাঠে দর্শকদের চমকে দিতে তৈরি। দেখে নেওয়া যাক, কারা সেই পাঁচ প্রবীণ খেলোয়াড়:

Advertisment

১. এমএস ধোনি (৪৩ বছর), দল: চেন্নাই সুপার কিংস। ধোনিকে আলাদা করে চেনানোর কোনও দরকার নেই। আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে পাঁচটি ট্রফি জেতানোর পর ধোনি গত মরশুমে দলের নেতৃত্ব ঋতুরাজ গায়কোয়াডের হাতে তুলে দিয়েছেন। তবে এবারও তিনি চেন্নাইয়ের উইকেটকিপার এবং ফিনিশারের ভূমিকায় থাকবেন।

২. ফাফ ডু প্লেসিস (৪০ বছর), দল: দিল্লি ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস সিএসকের হয়ে অনেক সাফল্যের নজির গড়েছেন। পাশাপাশি, আরসিবির হয়ে গত তিন বছর তাঁর পারফরম্যান্স প্রমাণ করে যে তিনি এখনও বিশ্বের সেরা টি-২০ লিগে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা দলের বিরাট কাজে লাগতে পারে।

৩. রবিচন্দ্রন অশ্বিন (৩৮ বছর), দল: চেন্নাই সুপার কিংস। ভারতের অফ-স্পিনার অশ্বিন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন। রাজস্থান রয়্যালসের হয়ে ভালো পারফরম্যান্স করার পর তিনি আবার চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলতে চলেছেন। তাঁর অভিজ্ঞতা স্পিন-বান্ধব উইকেটে গুরুত্বপূর্ণ হতে পারে।

Advertisment

৪. রোহিত শর্মা (৩৭ বছর), দল: মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি আইপিএল ট্রফি জেতানো রোহিত শর্মা এই মরশুমে অধিনায়কত্ব করবেন না বটে। তবে তাঁর ওপেনিং ব্যাটিং দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

৫. মঈন আলি (৩৭ বছর), দল: কলকাতা নাইট রাইডার্স। ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার মঈন আলি তাঁর অসাধারণ অফ-স্পিন ও মিডল-অর্ডারে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। সিএসকের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করার পর এবার কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠে নামবেন তিনি।

আরও পড়ুন- এবারের আইপিএল জেতার অন্যতম দাবিদার লখনউ সুপার জায়ান্টস, কেমন দল সাজিয়েছে এলএসজি?

আইপিএল ২০২৫-এ এই অভিজ্ঞ খেলোয়াড়রা কীভাবে পারফর্ম করেন, সেটাই এখন দেখার অপেক্ষায় অনুরাগীরা!

cricket players Cricket News Indian Premier League (IPL) IPL