Virender Sehwag once wanted BCCI to ban CSK star MS Dhoni: IPL-এ প্রায়ই দেখা যায় যে কোনও ক্রিকেটার যদি কোনও তর্ক বা ঝগড়ার মধ্যে জড়িয়ে পড়েন, তবে BCCI হয়তো তাঁকে নিষিদ্ধ করে বা তাঁর ওপর বড় পরিমাণে জরিমানা চাপায়। একবার বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag) চেয়েছিলেন যে ধোনির (MS Dhoni) উপরও নিষেধাজ্ঞা জারি করা হোক, কারণ তিনি আম্পায়ারের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েছিলেন। ধোনি IPL 2019-এ আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি করে বিতর্কে জড়িয়েছিলেন।
ধোনির মেজাজ হারানোর ঘটনা
মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন কুল নামে পরিচিত, তবে কখনও কখনও তিনিও মেজাজ হারান। IPL 2019-এ যখন ২৫তম ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে খেলা হচ্ছিল। চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময়, শেষ ওভারে বেন স্টোকস বল করতে আসেন। স্টোকস শেষ ওভারে একটি বিমার বল করেন, যেটিকে প্রথমে আম্পায়ার নো বল দেন। পরে আবার সেটিকে বৈধ বলে ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের পর ধোনি আম্পায়ারের সঙ্গে তর্ক করতে মাঠে চলে আসেন।
সেহওয়াগের নিষেধাজ্ঞার দাবি
এই ঘটনার পর বীরেন্দ্র সেহওয়াগ দাবি করেন যে, ধোনিকে নিষিদ্ধ করা উচিত। তিনি বলেন, ‘ধোনি খুব সহজেই ছাড় পেয়ে যান। তাঁর ওপর ১ বা ২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া উচিত ছিল। একজন অধিনায়ক হিসেবে এমন কাজ করা মানানসই নয়। আজ ধোনি মাঠে প্রশ্ন করতে গেছেন, আগামীকাল কেউ অন্য কেউ যাবে। অন্তত একটি উদাহরণ স্থাপন করা উচিত ছিল।’
আরও পড়ুন মাত্র ১৭ বছরেই ছিঁড়ল শিকে, ধোনির সঙ্গে খেলার সুযোগ পেলেন এই ক্রিকেটার!
ধোনির জরিমানা
ধোনির ওপর নিষেধাজ্ঞা না থাকলেও, তাঁকে শিক্ষা দেওয়ার জন্য ম্যাচ রেফারি তাঁর ওপর জরিমানা করেছিলেন। ধোনিকে আইপিএলের কোড অফ কন্ডাক্টের লেভেল-২ ভাঙার জন্য দোষী সাব্যস্ত করা হয় এবং তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করা হয়। এই ঘটনার পর ধোনিকে কখনও আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায়নি। তবে কিছু ক্রিকেটার এখনও এমন কাজ করে থাকেন।
আরও পড়ুন ধোনির কাছে জাদুকাঠি নেই! ৫ বারের IPL চ্যাম্পিয়ন 'ক্যাপ্টেন কুল'কে নিয়ে এ কী বললেন কোচ?
মহেন্দ্র সিং ধোনি IPL 2025-এ চেন্নাই সুপার কিংসের জন্য তেমন কিছু বিশেষ পারফর্ম করতে পারছেন না। একসময় বীরেন্দ্র সেহওয়াগ মহেন্দ্র সিং ধোনির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চেয়েছিলেন। তিনি এমনও বলেছিলেন যে, ধোনি খুব সহজে রেহাই পেয়ে গিয়েছিলেন।