Fight during MI vs DC match: যুবককে সপাটে চড় তরুণীর, চোখের পলকে ধুন্ধুমার দিল্লি-মুম্বই ম্য়াচে! দেখুন ভিডিও

Fight during MI vs DC match: ভাইরাল হওয়া ৪৮ সেকেন্ডের ওই ভিডিওয় দেখতে পাওয়া যায়, এক যুবককে সপাটে চড় মারলেন একজন তরুণী। কয়েক সেকেন্ডের মধ্যে গোটা পরিস্থিতি বেশ গরম হয়ে ওঠে।

Fight during MI vs DC match: ভাইরাল হওয়া ৪৮ সেকেন্ডের ওই ভিডিওয় দেখতে পাওয়া যায়, এক যুবককে সপাটে চড় মারলেন একজন তরুণী। কয়েক সেকেন্ডের মধ্যে গোটা পরিস্থিতি বেশ গরম হয়ে ওঠে।

author-image
IE Bangla Sports Desk
New Update
MI vs DC Match Fight

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্য়াচ চলাকালীন গ্যালারিতে উত্তেজনা

Fight during MI vs DC match: রবিবার (১৩ এপ্রিল) অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচ চলাকালীন দর্শকদের মধ্যে তুমুল হাতাহাতি দেখতে পাওয়া যায়। রবিবাসরীয় ম্য়াচে দিল্লিকে তাদের ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্স ১২ রানে হারিয়ে দেয়। টানা ২ ম্য়াচ হারের পর অবশেষে জয়লাভ করে মুম্বই। ইতিমধ্যে সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। গ্যালারির মাঝখানে দুই দলের সমর্থকরা রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন।

Advertisment

ভাইরাল হওয়া ৪৮ সেকেন্ডের ওই ভিডিওয় দেখতে পাওয়া যায়, এক যুবককে সপাটে চড় মারলেন একজন তরুণী। কয়েক সেকেন্ডের মধ্যে গোটা পরিস্থিতি বেশ গরম হয়ে ওঠে। বেশ কয়েকজন দর্শক একে অপরের সঙ্গে মারামারি শুরু করে দেন। সেকারণে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ক্রমশ গোটা পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার পর দৌড়ে আসেন নিরাপত্তারক্ষীরা। তাঁরা শেষপর্যন্ত দুটো গোষ্ঠীকে আলাদা করেন। সেইসঙ্গে ঝামেলার অবসান হয়।

Punjab Kings: আইপিএলের মাঝপথে দুঃসংবাদ, সবাইকে কাঁদিয়ে বেরিয়ে গেলেন তারকা ক্রিকেটার

দেখে নিন সেই ভিডিও:

Advertisment

এই ম্য়াচে (IPL 2025) দিল্লি ক্যাপিটালস টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্স এই ম্য়াচটা ১২ রানে জয় করে। দিল্লির সামনে জয়ের জন্য ২০৬ রানের টার্গেট ছিল। কিন্তু, তারা মাত্র ১৯৩ রানে আউট হয়ে যান।

IPL 2025 Karun Nair Re-born: এভাবেও ফিরে আসা যায়! IPL-এ নবজন্ম করুণ নায়ারের, ৭ বছর পর চোখধাঁধানো ফিফটি

করুণ নায়ারের দুর্দান্ত প্রত্যাবর্তন

২০৬ রান তাড়া করতে নেমে দিল্লির শুরুটা খুব একটা ভাল হয়নি। জ্যাক ফ্রেজার-ম্যাকগর্ক শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান। তিনি আউট হওয়ার পর করুণ নায়ার এবং অভিষেক পোড়েল দ্বিতীয় উইকেটে ১১৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। ইতিমধ্যে অভিষেক ৩৩ রান করে আউট হয়ে যান। তবে করুণ নায়ার ৪০ বলে ৮৯ রানের একটি স্মরণীয় ইনিংস উপহার দেন। করুণ ফিরে যাওয়ার পরই অক্ষর প্যাটেল (৯) এবং ট্রিস্টান স্টাবস (১) দ্রুত আউট হয়ে যান।

Sunil Narine: সুনীলের জীবনে আসছে 'সুখবর', তর সইছে না KKR তারকার

মুম্বইয়ের বিরুদ্ধে রাহুলও বিশেষ নজর কাড়তে পারলেন না। মাত্র ১৩ রান করে তিনি আউট হয়ে যান। এরপর ফিরে যান বিপরাজ নিগমও (১৪)। কিন্তু, তিনি আউট হতেই দিল্লির ভিত কার্যত নড়ে যায়। শেষ ওভারে দিল্লির ৪ ব্যাটার আউট হয়ে যান। আর সেইসঙ্গে দিল্লি ১২ রানে ম্যাচটা হেরে যায়।

Mumbai Indians Delhi Capitals IPL 2025