IPL 2025: Michael Vaughan Criticizes Sunrisers Hyderabad’s One-Dimensional Approach and Bowling Weakness: সানরাইজার্স হায়দরাবাদ চলতি আইপিএলের দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে পাঁচ উইকেটে হেরেছে। যদিও টুর্নামেন্টের প্রথম ম্যাচে তারা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৮৬ রান করেছিল। তবে দ্বিতীয় ম্যাচেই হায়দরাবাদের রান কমে হয়েছে ১৯০। আর, ওই রান করেও তারা জিততে পারেনি। এই পরাজয়ের পর ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন সানরাইজার্সের বোলিং আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ভন মনে করেন, সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের আত্মবিশ্বাস বাড়ানোর প্রয়োজন। প্রথম ম্যাচে অধিনায়ক প্যাট কামিন্স চার ওভারে ৬০ রান দিয়েছিলেন। আর বৃহস্পতিবার লখনউর বিরুদ্ধে কামিন্স ছাড়া দলের সব বোলারেরই ইকোনমি রেট ছিল ১০-এর বেশি। ভন বলেন, 'আমরা সবাই হায়দরাবাদের ব্যাটিং শক্তি নিয়ে কথা বলি, কিন্তু তাদের উচিত বোলারদের আত্মবিশ্বাস ধরে রাখা। কারণ, তারা যেন প্রতিবার ব্যাটিং বান্ধব উইকেটে বোলিং করতে বাধ্য না হয়। অ্যাডাম জাম্পা শেষ হয়ে গেছেন। মহম্মদ শামির ইকোনমি রেট ছিল ১২-এর বেশি।'
সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলের নিলামের আগে মাত্র পাঁচজন খেলোয়াড় ধরে রেখেছিল। তাঁরা হলেন– প্যাট কামিন্স, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন, নীতীশ রেড্ডি ও ট্র্যাভিস হেড। নিলামে তারা মহম্মদ শামি, অ্যাডাম জাম্পা ও হর্ষল প্যাটেলকে নিয়েছে। তবে, যেই থাকুক- ভনের মতে, গোটা দলটি এক কায়দায় খেলে যাচ্ছে।
ভন বলেন, 'আমি এখনও এমন কোনও দল দেখিনি যারা শুধুমাত্র একধাঁচের খেলা খেলে বড় প্রতিযোগিতা জিতেছে। হায়দরাবাদ দলের উচিত পরিস্থিতি অনুযায়ী খেলার গতি বদলানো।' বৃহস্পতিবারের ম্যাচে হেড ৭.২ ওভারে ৭৬ রান করলেও তাঁর উইকেট পড়ার পর নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে হায়দরাবাদের। শেষ পর্যন্ত দলটা ১৯০ রানে গুটিয়ে যায়। আর, সেই রান সুপার জায়ান্টস মাত্র ২৩ বল বাকি থাকতেই তুলে ফেলে।
আরও পড়ুন- আইপিএলের ইতিহাসে হ্যাটট্রিক, কারা সেই সফল বোলার, জেনে নিন বিস্তারিত
ভনের মতে, 'বৃহস্পতিবার ওরা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আগ্রাসী ছিল। যদি একটু স্মার্টলি খেলত, তাহলে হয়তো ২২০ বা ২৩০ রানও করে ফেলতে পারত। শুধু আগ্রাসী ক্রিকেট খেলে কোনও দল ফ্র্যাঞ্চাইজি লিগ বা বড় টুর্নামেন্ট জিততে পারে না।'