IPL Hat-tricks: আইপিএলের ইতিহাসে হ্যাটট্রিক, কারা সেই সফল বোলার, জেনে নিন বিস্তারিত
Check out the full list of all bowlers who have taken hat-tricks in IPL history from 2008 to 2025. Find details on dismissed batters, match dates, and records. ২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত আইপিএলে হ্যাটট্রিক করা বোলারদের সম্পূর্ণ তালিকা দেখে নিন। ম্যাচের তারিখ ও রেকর্ড জেনে নিন বিস্তারিত।
Check out the full list of all bowlers who have taken hat-tricks in IPL history from 2008 to 2025. Find details on dismissed batters, match dates, and records. ২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত আইপিএলে হ্যাটট্রিক করা বোলারদের সম্পূর্ণ তালিকা দেখে নিন। ম্যাচের তারিখ ও রেকর্ড জেনে নিন বিস্তারিত।
SRH vs LSG: সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে ম্যাচের একটি দৃশ্য। (ছবি- আইপিএল)
Complete List of IPL Hat-tricks (2008-2025): Bowlers, Dismissed Batters, and Match Records: আইপিএলের ইতিহাসে হ্যাটট্রিক সবসময়ই ক্রিকেটপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় ঘটনা। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই বেশ কয়েকজন বোলার হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন। প্রথমবার আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন চেন্নাই সুপার কিংসের লক্ষ্মীপতি বালাজি। এরপর অমিত মিশ্র একমাত্র বোলার হিসেবে তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনটি হ্যাটট্রিক করেছেন, যে রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেননি।
Advertisment
আইপিএলে হ্যাটট্রিক পাওয়া বোলারদের তালিকায় রয়েছেন:
লক্ষ্মীপতি বালাজি (২০০৮, চেন্নাই সুপার কিংস)
অমিত মিশ্র (২০০৮, ২০১১, ২০১৩)
যুবরাজ সিং (২০০৯, ২০০৯)
সুনীল নারাইন (২০১৩, কলকাতা নাইট রাইডার্স)
রশিদ খান (২০২৩, গুজরাট টাইটানস)
আইপিএল ২০২৩-এ সর্বশেষ হ্যাটট্রিকটি করেছেন গুজরাট টাইটানসের রশিদ খান, সেটা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। সর্বমোট ২২টি হ্যাটট্রিক হয়েছে আইপিএলের ইতিহাসে। সবচেয়ে বেশি হ্যাটট্রিক করা ফ্র্যাঞ্চাইজি হল রাজস্থান রয়্যালস, যাদের মোট ৪ জন বোলার হ্যাটট্রিক করেছেন। সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬টি মরশুমে ১৯ জন বোলার হ্যাটট্রিক করেছেন।
Advertisment
আইপিএলে হ্যাটট্রিক করা বোলারদের তালিকা (২০০৮-২০২৫)
তালিকা দেখলেই বোঝা যাবে যে, সেই লিস্টে সাধারণত বল না করা বোলাররাও আছেন। যেমন, ২০০৯ সালে পাঞ্জাবের হয়ে যুবরাজ সিং দুটি হ্যাটট্রিক পর্যন্ত করেছিলেন। যার ফলে, তিনি এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অমিত মিশ্রের পরেই হ্যাটট্রিক করা বোলারের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। শুধু তাই নয়, হায়দ্রাবাদের জার্সি পরা রোহিত শর্মাও আইপিএলে হ্যাটট্রিক করে নিজেকে কার্যত অভিজাত বোলারের তালিকায় তুলে ধরেছেন। যা রীতিমতো স্মরণীয় ঘটনা।