IPL Hat-tricks: আইপিএলের ইতিহাসে হ্যাটট্রিক, কারা সেই সফল বোলার, জেনে নিন বিস্তারিত

Check out the full list of all bowlers who have taken hat-tricks in IPL history from 2008 to 2025. Find details on dismissed batters, match dates, and records. ২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত আইপিএলে হ্যাটট্রিক করা বোলারদের সম্পূর্ণ তালিকা দেখে নিন। ম্যাচের তারিখ ও রেকর্ড জেনে নিন বিস্তারিত।

Check out the full list of all bowlers who have taken hat-tricks in IPL history from 2008 to 2025. Find details on dismissed batters, match dates, and records. ২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত আইপিএলে হ্যাটট্রিক করা বোলারদের সম্পূর্ণ তালিকা দেখে নিন। ম্যাচের তারিখ ও রেকর্ড জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Sports Desk
New Update
SRH vs LSG: সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে ম্যাচের একটি দৃশ্য

SRH vs LSG: সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে ম্যাচের একটি দৃশ্য। (ছবি- আইপিএল)

Complete List of IPL Hat-tricks (2008-2025): Bowlers, Dismissed Batters, and Match Records: আইপিএলের ইতিহাসে হ্যাটট্রিক সবসময়ই ক্রিকেটপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় ঘটনা। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই বেশ কয়েকজন বোলার হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন। প্রথমবার আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন চেন্নাই সুপার কিংসের লক্ষ্মীপতি বালাজি। এরপর অমিত মিশ্র একমাত্র বোলার হিসেবে তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনটি হ্যাটট্রিক করেছেন, যে রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেননি।

আইপিএলে হ্যাটট্রিক পাওয়া বোলারদের তালিকায় রয়েছেন:

Advertisment
  • লক্ষ্মীপতি বালাজি (২০০৮, চেন্নাই সুপার কিংস)

  • অমিত মিশ্র (২০০৮, ২০১১, ২০১৩)

  • যুবরাজ সিং (২০০৯, ২০০৯)

  • সুনীল নারাইন (২০১৩, কলকাতা নাইট রাইডার্স)

  • রশিদ খান (২০২৩, গুজরাট টাইটানস)

আইপিএল ২০২৩-এ সর্বশেষ হ্যাটট্রিকটি করেছেন গুজরাট টাইটানসের রশিদ খান, সেটা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। সর্বমোট ২২টি হ্যাটট্রিক হয়েছে আইপিএলের ইতিহাসে। সবচেয়ে বেশি হ্যাটট্রিক করা ফ্র্যাঞ্চাইজি হল রাজস্থান রয়্যালস, যাদের মোট ৪ জন বোলার হ্যাটট্রিক করেছেন। সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬টি মরশুমে ১৯ জন বোলার হ্যাটট্রিক করেছেন।

আইপিএলে হ্যাটট্রিক করা বোলারদের তালিকা (২০০৮-২০২৫)

Advertisment
বোলারদলের নামআউট হওয়া ব্যাটাররাপ্রতিপক্ষ দলম্যাচের তারিখ
লক্ষ্মীপতি বালাজিচেন্নাই সুপার কিংসইরফান পাঠান*, পীযূষ চাওলা*, বিক্রমজিৎ মালিকপাঞ্জাব কিংস১০/০৫/২০০৮
অমিত মিশ্রদিল্লি ক্যাপিটালসডি বি রবি তেজা*, আর পি সিং*, পীযূষ চাওলা*ডেকান চার্জার্স১৫/০৫/২০০৮
মাখায়া এনটিনিচেন্নাই সুপার কিংসসৌরভ গাঙ্গুলী, দেবব্রত দাস*, ডেভিড হাসি*কলকাতা নাইট রাইডার্স১৮/০৫/২০০৮
যুবরাজ সিংপাঞ্জাব কিংসরবিন উথাপ্পা*, মার্ক বাউচার, জ্যাক ক্যালিস*রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু০১/০৫/২০০৯
রোহিত শর্মাডেকান চার্জার্সঅভিষেক নায়ার, হরভজন সিং*, জে পি ডুমিনি*মুম্বাই ইন্ডিয়ান্স০৬/০৫/২০০৯
যুবরাজ সিংপাঞ্জাব কিংসহার্শেল গিবস, অ্যান্ড্রু সাইমন্ডস, ভেনুগোপাল রাওডেকান চার্জার্স১৭/০৫/২০০৯
প্রবীণ কুমাররয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুড্যামিয়েন মার্টিন, সুমিত নারওয়াল*, পারাস ডোগরা*রাজস্থান রয়্যালস১৮/০৩/২০১০
অমিত মিশ্রডেকান চার্জার্সরায়ান ম্যাকলারেন*, মনদীপ সিং*, রায়ান হ্যারিস*পাঞ্জাব কিংস২১/০৫/২০১১
অজিত চাঁদিলারাজস্থান রয়্যালসজেসি রাইডার*, সৌরভ গাঙ্গুলী, রবিন উথাপ্পা*পুনে ওয়ারিয়র্স১৩/০৫/২০১২
সুনীল নারাইনকলকাতা নাইট রাইডার্সডেভিড হাসি*, আজহার মাহমুদ, গুরকিরাত সিং*পাঞ্জাব কিংস১৬/০৪/২০১৩
অমিত মিশ্রসানরাইজার্স হায়দরাবাদভুবনেশ্বর কুমার*, রোহিত শর্মা*, অশোক দিন্দা*পুনে ওয়ারিয়র্স১৭/০৪/২০১৩
প্রবীণ তাম্বেরাজস্থান রয়্যালসমনীশ পান্ডে*, ইউসুফ পাঠান*, রায়ান টেন ডসকাট*কলকাতা নাইট রাইডার্স০৫/০৫/২০১৪
শেন ওয়াটসনরাজস্থান রয়্যালসশিখর ধাওয়ান*, মোইসেস হেনরিক্স*, কার্ন শর্মা*সানরাইজার্স হায়দরাবাদ০৮/০৫/২০১৪
অক্ষর প্যাটেলপাঞ্জাব কিংসডোয়াইন ব্রাভো*, রবীন্দ্র জাদেজা*, দীনেশ কার্তিক*গুজরাট লায়ন্স০১/০৫/২০১৬
অ্যান্ড্রু টাইগুজরাট লায়ন্সঅঙ্কিত শর্মা*, মনোজ তিওয়ারি*, শার্দুল ঠাকুর*রাইজিং পুনে সুপারজায়ান্ট১৪/০৪/২০১৭
স্যামুয়েল বদ্রীরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুপার্থিব প্যাটেল*, মিচেল ম্যাকক্লেনাঘান*, রোহিত শর্মা*মুম্বাই ইন্ডিয়ান্স১৪/০৪/২০১৭
জয়দেব উনাদকাটরাইজিং পুনে সুপারজায়ান্টবিপুল শর্মা*, রশিদ খান*, ভুবনেশ্বর কুমার*সানরাইজার্স হায়দরাবাদ০৬/০৫/২০১৭
স্যাম কারানপাঞ্জাব কিংসহর্ষল প্যাটেল*, কাগিসো রাবাদা*, সন্দীপ লামিচানে*দিল্লি ক্যাপিটালস০১/০৪/২০১৯
শ্রেয়াস গোপালরাজস্থান রয়্যালসবিরাট কোহলি*, এবি ডি ভিলিয়ার্স*, মার্কাস স্টোইনিস*রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৩০/০৪/২০১৯
হর্ষল প্যাটেলরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুহার্দিক পান্ডিয়া*, কাইরন পোলার্ড*, রাহুল চাহার*মুম্বাই ইন্ডিয়ান্স২৬/০৯/২০২১
যুজবেন্দ্র চাহালরাজস্থান রয়্যালসশ্রেয়াস আয়ার*, শিবম মাভি*, প্যাট কামিন্স*কলকাতা নাইট রাইডার্স১৮/০৪/২০২২
রশিদ খানগুজরাট টাইটানসআন্দ্রে রাসেল*, সুনীল নারাইন*, শার্দুল ঠাকুর*কলকাতা নাইট রাইডার্স০৯/০৪/২০২৩

আরও পড়ুন- অতিরিক্ত সিগারেটই কি কাল হল তামিমের? বোমা ফাটালেন চিকিৎসক শাহাবুদ্দিন

তালিকা দেখলেই বোঝা যাবে যে, সেই লিস্টে সাধারণত বল না করা বোলাররাও আছেন। যেমন, ২০০৯ সালে পাঞ্জাবের হয়ে যুবরাজ সিং দুটি হ্যাটট্রিক পর্যন্ত করেছিলেন। যার ফলে, তিনি এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অমিত মিশ্রের পরেই হ্যাটট্রিক করা বোলারের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। শুধু তাই নয়, হায়দ্রাবাদের জার্সি পরা রোহিত শর্মাও আইপিএলে হ্যাটট্রিক করে নিজেকে কার্যত অভিজাত বোলারের তালিকায় তুলে ধরেছেন। যা রীতিমতো স্মরণীয় ঘটনা।  

IPL history Cricket News cricket Indian Premier League (IPL)