/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/EugKt3LVcAEBbeT_copy_1200x676.jpeg)
ক্রিস মরিস। দক্ষিণ আফ্রিকার এই তারকা অলরাউন্ডারের জন্য আইপিএলে খোলামকুচির মত টাকা উড়ল। নিলামের আগে মরিসকে ছেড়ে দিয়েছিল আরসিবি। আর সেই মরিসই আইপিএলে সর্বকালীন দামি ক্রিকেটার বৃহস্পতিবারের পর। ১৬.২৫ কোটি টাকায় রাজস্থান রয়্যালস কিনে নিল তারকা অলরাউন্ডারকে।
এর আগে যুবরাজ সিংয়ের দাম উঠেছিল ১৬ কোটি টাকা। সেই অর্থ পেরিয়ে গেলেন এদিন মরিস। রাজস্থান রয়্যালস নিজস্ব স্টাইলে মরিসকে কেনার পরেই টুইট করে, "আইপিএলের সবথেকে দামি ক্রিকেটার একজন রয়্যালস। ওয়েলকম ক্রিস মরিস।"
আরো পড়ুন: নিলামে বিশাল দামে বিক্রি হলেন ম্যাক্সওয়েল! দামে পেরে উঠল না কেকেআর
THE MOST EXPENSIVE PLAYER IN #IPL HISTORY IS NOW A ROYAL!!!
WELCOME, CHRIS MORRIS! 🥳#HallaBol | #IPLAuction | #IPL2021 | @Tipo_Morris— Rajasthan Royals (@rajasthanroyals) February 18, 2021
নিলামে মরিসের বেস প্রাইস ছিল মাত্র ৭৫ লক্ষ টাকা। তবে বিড শুরু হওয়ার পরই মরিসের জন্য কার্যত যুদ্ধ বেঁধে যায় দলগুলির মধ্যে। এর আগে বিদেশিদের মধ্যে সবথেকে দামি ক্রিকেটার ছিলেন কেকেআরের প্যাট কামিন্স। গত নিলামে কেকেআর কামিন্সকে কেনে ১৫.৫ কোটি টাকায়। এদিন সেই রেকর্ডও ভেঙে দিলেন তারকা এই অলরাউন্ডার।
আইপিএলের অন্যতম সফল বোলার ছিলেন মরিস। তবে নিলামের আগেই আরসিবি মরিসকে ছেড়ে দেওয়ার অনেকে বিস্মিত হয়েছিলেন। মরিস এখনো পর্যন্ত ৭০টি আইপিএল ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৮০টি উইকেট। লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসাবেও বেশ কার্যকরী। ডেথ ওভারে ব্যাট হাতে ঝড় তুলতে পারেন।
দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য মরিস ২০১২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ ক্রিকেটে অভিষেক ঘটান। ২৩টি আন্তর্জাতিক টি২০ খেলে তাঁর সংগ্রহে ১৩৩ রান এবং ৩৪ উইকেট। সবমিলিয়ে মরিসের ২১৮টি টি২০ খেলার অভিজ্ঞতা রয়েছে। ২১ গড়ে ১৭৬৪ রান করেছেন। স্ট্রাইক রেটও ১৫০-এর ওপর। উইকেট শিকারের সংখ্যা ২৭০টি। ঘটনা হল, ২০১৯ সালের পর মরিস এখনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন