কেকেআরে ফিরলেন সাকিব, কত দামে কিনল শাহরুখের দল

সাকিব আল হাসান এবার কেকেআরের হয়ে খেলবেন। গত মরশুম বসে থাকার পরে আবার পুরোনো দলে ফিরে এলেন তিনি।

সাকিব আল হাসান এবার কেকেআরের হয়ে খেলবেন। গত মরশুম বসে থাকার পরে আবার পুরোনো দলে ফিরে এলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পুরোনো দল কেকেআরে সাকিব আল হাসান ফিরলেন। কেকেআর বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে কিনল ৩.২ কোটি টাকায়। এর আগে ২০১২ এবং ২০১৪ সালে কেকেআর স্কোয়াডের সদস্য ছিলেন তারকা অলরাউন্ডার। সেই দল গৌতম গম্ভীরের নেতৃত্বে চ্যাম্পিয়নও হয়।

Advertisment

পাঞ্জাব কিংস-ও বাংলাদেশি অলরাউন্ডারকে পেতে আগ্রহী হয়েছিল। তবে কেকেআরের কাছে পেরে ওঠেনি। একবছর পরে আইপিএলে ফিরলেন সাকিব। গড়াপেটার তথ্য গোপন করে গিয়েছিলেন। সেই কারণে এক বছর নির্বাসিত ছিলেন তিনি। নির্বাসন মুক্ত হয়েই সাকিব যোগ দিলেন কেকেআরে।

Advertisment

আরো পড়ুন: আইপিএল ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার মরিস! ভেঙে দিলেন সব রেকর্ড

এখনো পর্যন্ত তারকা এই অলরাউন্ডার ৬৩টি আইপিএল ম্যাচে অংশ নিয়েছেন। ১২৬.৬৬ স্ট্রাইক রেট নিয়ে ৭৪৬ রান করেছেন। ৭.৪৬ ইকোনমিতে ৫৯টি উইকেটও দখল করেছেন। এর আগে ২০১৮ ও ২০১৯ মরশুমে সানরাইজার্স হায়দরাবাদ দলে খেলেছিলেন তিনি।

আরো পড়ুন: নিলামে বিশাল দামে বিক্রি হলেন ম্যাক্সওয়েল! দামে পেরে উঠল না কেকেআর

সবমিলিয়ে সাকিব ৩১৭টি টি২০ ম্যাচ খেলেছেন। তাঁর নামের পাশে ৫০৮০ রান এবং ৩৬০টি উইকেট।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KKR Shakib Al-Hasan