Advertisment

Bangladeshi crickters snub in IPL Auction: পাকিস্তানের পর IPL-এ কি 'ব্ল্যাকলিস্টেড' বাংলাদেশ! সাকিব-মুস্তাফিজুর 'আনসোল্ড' থাকার পরেই অন্তর্ঘাতের দাবি বাংলাদেশিদের

IPL Auction 2025: রিশাদ হোসেন, মাহমুদুল হাসান, সাকিব আল হাসান, তাকসিন আহমেদ কেউই এবার দশ ফ্র্যাঞ্চাইজির আস্থা যোগাতে ব্যর্থ হয়েছেন। দল পাননি কেউই।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Bangladesh Cricketers in IPL

Bangladesh Cricketers in IPL: এবার বাংলাদেশি কোনও ক্রিকেটার নেই আইপিএলে (বিসিসিআই এবং বিসিবি টুইটার)

Bangladesh cricketers' snub in IPL Auction 2025: আইপিএলে বাংলাদেশি খেলোয়াড়রা অবিক্রিত থেকে যাওয়ায় বিসিসিআইয়ের বাপ-বাপান্ত করছেন বাংলাদেশি সমর্থকরা। তাঁরা অভিযোগ করেছেন, বিসিসিআই নাকি দলগুলোকে খেলোয়াড় না কেনার নির্দেশ দিয়েছে। আইপিএল ২০২৫ নিলামে কোনও বাংলাদেশি খেলোয়াড়কেই নেয়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। আর, তাতেই ক্ষোভের জন্ম হয়েছে বাংলাদেশি ভক্তদের মধ্যে।

Advertisment

তাঁরা বিসিসিআইয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন। বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে উদ্বেগ-সহ বৃহত্তর আর্থ-সামাজিক-রাজনৈতিক উত্তেজনা, খেলাধূলার পরিস্থিতি এই বিতর্ককে উসকে দিয়েছে। আইপিএল ২০২৫ মেগা নিলাম এই কারণে ইতিমধ্যেই বিতর্কিত হয়ে উঠেছে।

কোনও বাংলাদেশি ক্রিকেটারকেই দলে নেওয়া হয়নি। যাতে তাঁরা রীতিমতো হতাশ বলেই বাংলাদেশের ভক্ত এবং ক্রিকেট উত্সাহীরা জানিয়েছেন। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ ও লিটন দাসের মতো বিশিষ্ট খেলোয়াড়রা নিলামের তালিকায় ছিলেন।

আরও পড়ুন: জাদেজা অশ্বিন একসঙ্গে, সঙ্গে আফগান স্পিনার! সেরার সেরা স্কোয়াড গড়ে এবার IPL-এ CSK

তার পরও তাঁরা অবিক্রিত থেকে গিয়েছেন। আর, তাতেই বাংলাদেশের সমর্থকদের যাবতীয় ক্ষোভ গিয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ওপর। তাঁরা বিসিসিআইয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন।

আইপিএল ২০২৫ নিলামে বাংলাদেশি খেলোয়াড়দের তালিকা: ১. মুস্তাফিজুর রহমান- ২ কোটি টাকা

২. মেহেদি হাসান মিরাজ- ১ কোটি টাকা

৩. সাকিব আল হাসান- ১ কোটি টাকা

৪. তাসকিন আহমেদ- ১ কোটি টাকা

৫. রিশাদ হোসেন– ৭৫ লক্ষ টাকা

৬. লিটন দাস- ৭৫ লক্ষ টাকা

৭. তৌহিদ হৃদয়– ৭৫ লক্ষ টাকা

৮. শরিফুল ইসলাম- ৭৫ লক্ষ টাকা

৯. তানজিম হাসান সাকিব– ৭৫ লক্ষ টাকা

১০. মাহেদি হাসান- ৭৫ লক্ষ টাকা

১১. হাসান মাহমুদ– ৭৫ লক্ষ টাকা

১২. নাহিদ রানা- ৭৫ লক্ষ টাকা

এতজন খেলোয়াড়ের একজনও বিক্রি না হওয়ায় বাংলাদেশি সমর্থকদের ধারণা হয়েছে, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজিগুলোকে বলে দিয়েছে, বাংলাদেশি ক্রিকেটারদের না নিতে। এব্যাপারে বাংলাদেশি ক্রিকেটপ্রেমী ড. মারুফ টুইট করেছেন, 'আইপিএল ২০২৫-এ কোনও বাংলাদেশি খেলোয়াড় নেই!! অদ্ভুত!'

অনিল নামে অপর এক নেটিজেন ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, 'ওঁরা কি ইতিমধ্যে নিজেদের পাকিস্তানের কাছে বিক্রি করে দিয়েছে?' সাকিব আল হাসানের মতো ক্রিকেটার, যিনি এর আগে আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, এবার দল না পাওয়ায় বাংলাদেশি সমর্থকদের হতাশা আরও বেড়েছে। বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের বিশ্বাস, ওই খেলোয়াড়দের পারফরম্যান্সই তাঁদের সুযোগ পাওয়ার জন্য যথেষ্ট ছিল।

হিন্দুদের উপর হামলা: এই বিতর্কে ইন্ধন জুগিয়ে আবার সম্প্রতি ঢাকায় হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করা হয়েছে। যা বাংলাদেশে হিন্দুদের প্রতি আচরণ নিয়ে উদ্বেগকে তীব্র করেছে। বছরের পর বছর ধরে, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আক্রান্ত। তাঁদের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। তাঁরা পদ্ধতিগত বৈষম্যের মুখোমুখি হয়েছেন। যা বাংলাদেশকে ক্রমবর্ধমান অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট ভক্তরাও পালটা সোচ্চার হয়েছেন।

সংখ্যালঘুদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে অনেকেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের বাংলাদেশি খেলোয়াড়দের বয়কট করার আহ্বান জানিয়েছেন। একজন নেটিজেন বলেছেন, 'যদি পাকিস্তানকে সন্ত্রাসবাদের জন্য আইপিএল থেকে বাদ দেওয়া হয়, তাহলে হিন্দুদের নিপীড়নের জন্য বাংলাদেশেরও একই পরিণতি ভোগ করা উচিত।'

বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে, খেলা এবং রাজনীতির জগত ইতিমধ্যে উত্তাল। যদিও আইপিএলে নিরাপত্তার উদ্বেগের জন্য পাকিস্তানি খেলোয়াড়দের বাদ দেওয়া হয়েছে, কিন্তু, সেই ঘটনারও বৃহত্তর প্রভাব ইতিমধ্যে আইপিএলে পড়েছে। প্রভাবিত হয়েছে খেলোয়াড় নির্বাচন। যাতে স্পষ্ট যে সামাজিক এবং রাজনৈতিক সমস্যা কীভাবে ক্রিকেটকে প্রভাবিত করছে।

Bangladesh IPL Bangladesh Cricket Shakib Al-Hasan ipl auction Bangladesh Cricket Team
Advertisment