Vaibhav Suryavanshi IPL Auction 2025: সোমবার সৌদি আরবের জেড্ডায় ইতিহাস গড়ে ফেলল বিহারের ১৩ বছরের বৈভব সূর্যবংশী। ১.১ কোটি টাকার বিনিময়ে বৈভবকে কিনে নিল রাজস্থান রয়্যালস। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ তারকা হিসাবে চুক্তির নজির গড়ল সে।
নিলামের সময় বৈভবের বয়স ছিল ১৩ বছর ২৪৩ দিন। তাঁকে নেওয়ার জন্য নিলামে রীতিমত লড়াই হল। রাজস্থান রয়্যালসের সঙ্গেই সেই লড়াইয়ে ছিল দিল্লি ক্যাপিটালস।
শনিবারই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক হয়েছিল বৈভবের। বিহারের জার্সিতে রাজস্থানের বিপক্ষে খেলতে নেমে রাজকোটে বাঁ হাতি পেসার অনিকেত চৌধুরিকে দুটো ছক্কা হাঁকায় সে। শেষ পর্যন্ত ৬ বলে ১৩ রান করে আউট হয়ে যায় বৈভব।
কয়েকদিন আগেই বৈভব ইতিহাস গড়েছিল সবথেকে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করে। ভারতের অনুর্দ্ধ-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার অনুর্দ্ধ-১৯ দলের বিপক্ষে ইউথ টেস্টে বৈভব যখন শতরান হাঁকায় তখন তাঁর বয়স মাত্র ১৩ বছর ২৮৮ দিন।
আরও পড়ুন: গতির আগুনে IPL কাঁপাবে KKR! দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার স্পিডস্টার নাইটদের জার্সিতে! কেমন হল নাইটদের স্কোয়াড
চেন্নাইয়ের মাটিতে অস্ট্রেলিয়ার যুব দলের বিপক্ষে ৬২ বলে বিধ্বংসী ১০৪ হাঁকিয়ে যায়। শতরান এসেছিল মাত্র ৫৮ বলে। যুব পর্যায়ের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানকারী হয়ে গিয়েছিল বৈভব। সবমিলিয়ে তার এই কীর্তি ছিল যুব পর্যায়ে দ্বিতীয় দ্রুততম।
বৈভব প্ৰথম নজরে আসে বিহারের হয়ে মাত্র ১২ বছরে রঞ্জি অভিষেক ঘটানোর পর। প্ৰথম শ্রেণির ক্রিকেটে অন্যতম কনিষ্ঠ তারকা হিসাবে কীর্তি গড়ে সে। বাবা ছিলেন ক্রিকেটের ট্র্যাজেডির শিকার। মুম্বইয়ে খেলতে গিয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হয়নি বৈভবের বাবার।
মুম্বইয়ে পাড়ি দিয়ে বাউন্সার থেকে শৌচাগারের কাজ নিয়েছেন। সেই সময় মুম্বইয়ের আজাদ ময়দানে শিশুদের ক্রিকেট দেখতেন। পিতার অধরা স্বপ্ন পূরণ করতেই যেন বৈভবের এই রাজকীয় ক্রিকেট যাত্রা উপস্থিত।