/indian-express-bangla/media/media_files/2024/11/25/I8vXyyXXYRZZ6YE5ztYo.jpg)
Bangladesh Cricketers in IPL: আইপিএলে দল পেলেন না কোনও বাংলাদেশি ক্রিকেটার (আইসিসি এবং বিসিসিআই)
Bangladesh cricketers in IPL Auction 2025: আইপিএল নিলামে অবিক্রিত থেকে গেলেন বাংলাদেশের দুই ক্রিকেটার- মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। যার ফলে, আইপিএল নিলাম নিয়ে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মধ্যে প্রত্যাশা এবং হতাশার মিশ্রণ তৈরি হয়েছে।
কারণ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম ডাকা হলেও তাঁরা বিক্রি হননি। টি২০ বিশেষজ্ঞ এবং প্রাক্তন পার্পল ক্যাপ হোল্ডার হলেও মুস্তাফিজুর (ডাকনাম, কাটার মাস্টার) তাঁর আগের দল চেন্নাই সুপার কিংস-সহ কোনও ফ্র্যাঞ্চাইজি থেকেই ডাক পাননি। রিশাদ হোসেনের এটাই প্রথম আইপিএল নিলাম। তাঁর বেস প্রাইস ৭৫ লক্ষ। সেটাতেও ডাক পাননি রিশাদ।
মুস্তাফিজুরের আইপিএল যাত্রায় তাঁকে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের মতো ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করতে দেখা গেছে। তবুও এবছর, কোনও ফ্র্যাঞ্চাইজিই তাঁকে নেয়নি।
আরও পড়ুন: ভারতের কাছে হেরে আগুন সমালোচনা, কাকে বাদ দেবেন, মুখ খুললেন ক্যাপ্টেন কামিন্স
এই নিলামে ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, আদিল রশিদ, বেন ডকেট ও ডিওয়াল্ড ব্রেভিসও দল পাননি। যা নিলামের মাধ্যমে আইপিএলের মানবৃদ্ধির ফল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এবছরের নিলামে ছিল আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড়।
তালিকায় ছিল, ১,৫৭৪ জন ক্রিকেটারের নাম। বিসিসিআই সেখান থেকে ৫৭৪ জনকে বেছে নিয়েছিল। যার মধ্যে ছিল বাংলাদেশের ১৩ জন। এটাই এ পর্যন্ত বাংলাদেশি খেলোয়াড়ের অন্তর্ভুক্তির সর্বোচ্চ সংখ্যা। এবারের আইপিএল নিলাম সৌদি আরবের জেড্ডায় আয়োজিত হয়েছে।
এবার বসেছিল মেগা নিলামের আসর। তিন বছর পর এই মেগা নিলামের আসর বসল। ১০টি আইপিএল ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি এই নিলামে অংশ নিয়েছিলেন। পাকিস্তানের খেলোয়াড়দের দীর্ঘদিন ধরেই নিলামে অংশ নিতে দেওয়া হয় না। এবারও দেওয়া হয়নি। তবে, বাংলাদেশের খেলোয়াড়দের অংশ নিতে দেওয়া হয়।
কিন্তু, বাংলাদেশে বর্তমানে পাকিস্তানপন্থী সরকার ক্ষমতায়। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও আর আগের মত নেই। যার ফলে, বাংলাদেশের খেলোয়াড়দের দলে নিতে ভরসা পাচ্ছেন না আইপিএল ফ্র্যাঞ্চাইজির কর্তারা। কারণ, এতে তাঁদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে।