IPL MI Team 2025 Players List: অনভিজ্ঞ বিদেশি এবং পাকাপোক্ত উইকেটরক্ষকের অভাবে এবার আইপিএলে ভুগতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। সোমবারই দু'দিনের আইপিএল নিলাম শেষ হয়েছে। ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার ছাড়াও, মুম্বই শিবিরে আরও ছয় বিদেশি রয়েছেন। কিন্তু, তাঁরা বেশ অনভিজ্ঞ। সেই তুলনায় মুম্বইয়ের ভারতীয় ব্রিগেড অনেক বেশি শক্তিশালী।
সৌদি আরবের জেড্ডায় দুই দিনের এই নিলামে অন্যান্য দলগুলোর মতই মুম্বই ইন্ডিয়ান্সও এক নির্দিষ্ট লক্ষ্য নিয়েই নিলামে অংশ নিয়েছিল। দলের প্রধান কোচ হয়েছেন মাহেলা জয়বর্ধনে। মাহেলার কোচিংয়ে অতীতে আইপিএল জিতেছিল মুম্বই। সেকথা মাথায় রেখেই তাঁকে ফের কোচ করা হয়েছে।
দলে ব্যাটসম্যান হিসেবে রয়েছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তিলক ভার্মা, বেভান-জন জ্যাকবস।
উইকেটরক্ষক: রবিন মিঞ্জ, রায়ান রিকেল্টন, কৃষ্ণান শ্রীজিৎ
অলরাউন্ডার: হার্দিক পান্ডিয়া (পেস), নমন ধীর (স্পিন), উইল জ্যাকস (স্পিন), রাজ অঙ্গদ বাওয়া (পেস), ভিগনেশ পুথুর (স্পিন)
আরও পড়ুন: বুমরা কি বল চাক করছেন, মুখ খুললেন এবার গ্রেগ চ্যাপেল, সরাসরি বিস্ফোরণ
স্পিনার: আল্লাহ গজানফর, কর্ণ শর্মা, মিচেল স্যান্টনার
ফাস্ট বোলার: জসপ্রীত বুমরাহ, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, অশ্বনী কুমার, রিস টপলে, সত্যনারায়ণ রাজু, অর্জুন টেন্ডুলকার, লিজাদ উইলিয়ামস।
সম্ভাব্য একাদশ ১) রোহিত শর্মা, ২) উইল জ্যাকস, ৩) তিলক ভার্মা, ৪) সূর্যকুমার যাদব, ৫) নমন ধীর, ৬) হার্দিক পান্ডিয়া, ৭) রবীন মিঞ্জ, ৮) দীপক চাহার, ৯) মিচেল স্যান্টনার, ১০) জসপ্রীত বুমরা, ১১) ট্রেন্ট বোল্ট, ১২) আল্লাহ গজানফর।
উদ্বেগের ব্যাপার মুম্বই ফ্র্যাঞ্চাইজি কখনও ভালো মানের স্পিনার রাখার ওপর জোর দেয়নি। এবারও তাই হল। মিচেল স্যান্টনার সম্ভবত স্পিন আক্রমণ শুরু করবেন। আর, তাঁর সঙ্গে সঙ্গত করবেন আল্লাহ গজানফর।
একনজরে মুম্বই
এবার মুম্বই পেসারদের তালিকায় ট্রেন্ট বোল্ট ও দীপক চাহারকে যুক্ত করেছে। তাঁদের তিন বিদেশি রিয়ান রায়ান রিকেল্টন, বেভন-জন জ্যাকবস ও আল্লাহ গাজানফার আইপিএলে নতুন।
এছাড়াও আর তিন অনভিজ্ঞ বিদেশিকে নিয়েছে মুম্বই। যা তাঁদের আইপিএল চলাকালীন ভোগাবে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর, উইকেটরক্ষক হিসেবে তাঁরা নিয়েছেন- রবিন মিঞ্জ, রায়ান রিকেল্টন ও কৃষ্ণান শ্রীজিৎ-কে। এঁদের কেউ প্রথমসারির উইকেটরক্ষক নন।