Advertisment

Jasprit Bumrah bowling action: বুমরা কি বল চাক করছেন, মুখ খুললেন এবার গ্রেগ চ্যাপেল, সরাসরি বিস্ফোরণ

India vs Australia: পারথ টেস্টে বুমরার বলে চোখে সর্ষে ফুল দেখেছে অস্ট্রেলিয়া। দুই ইনিংসেই বুমরার বলে বিপর্যয় নেমে এসেছে অজি ব্যাটিং অর্ডারে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Greg Chappell on Jasprit Bumrah bowling

Greg Chappell on Jasprit Bumrah bowling: জসপ্রীত বুমরার বোলিং নিয়ে মন্তব্য এবার চ্যাপেলের (আইসিসি এবং টুইটার স্ক্রিনগ্র্যাব)

Jasprit Bumrah accused of chucking in Perth Test: জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশন নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের একহাত নিলেন কিংবদন্তি ক্রিকেটার তথা কোচ গ্রেগ চ্যাপেল। তিনি জানিয়েছেন, বুমরার বোলিং অ্যাকশন এক্কেবারে 'পরিষ্কার'। এনিয়ে প্রশ্ন তোলা যে নেহাতই বোকামি, তা-ও স্পষ্ট করে দিয়েছেন এই ক্রিকেট গুরু।

Advertisment

চ্যাপেল ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতীয় দলের কোচ ছিলেন। তিনি বুমরার বোলিং অ্যাকশন প্রসঙ্গে সমালোচকদের বলেছেন, 'বুমরার বোলিং অ্যাকশন নিয়ে ফালতু কথা বলা বন্ধ করুন। এই বোলিং অ্যাকশন একদমই অনন্য। আর, তা আইনগতভাবে পরিষ্কার। ও একজন চ্যাম্পিয়ন পারফরমার। আর, সামনে থেকে দাঁড়িয়ে খেলায় নেতৃত্ব দেয়।'

পার্থ টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া দল ভারতের কাছে ২৯৫ রানে পরাজিত হয়েছে। বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের এই প্রথম ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র ১০৪ রানে অলআউট হয়েছে। তার পিছনে বুমরার বিরাট অবদান রয়েছে। অস্ট্রেলিয়ার পেস আক্রমণও পার্থ টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে মারাত্মক ছিল। ওই ইনিংসে মাত্র ১৫০ রানে ইন্ডিয়া অল আউট হয়ে যায়। কিন্তু, দ্বিতীয় ইনিংসে ভারতের যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল ও বিরাট কোহলিরা সেই ব্যর্থতা সুদে-আসলে সাফল্যে বদলে দিয়েছেন।

আরও পড়ুন: বিস্ফোরক জয়ের পরেই দেশে ফিরে আসছেন কোচ গম্ভীর, ছোট আপডেটে বড় বর্ডার গাভাসকার ট্রফিতে

এনিয়ে চ্যাপেল রীতিমতো বিরক্ত। এই প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমে তাঁর কলামে লিখেছেন, 'ম্যাচ যত এগিয়েছে, অস্ট্রেলিয়ার আক্রমণভাগকে ততই ক্লান্ত মনে হয়েছে। যেন ব্যাক টু ব্যাক ম্যাচ চলছে। সিরিজে চারটি টেস্ট বাকি, এই অবস্থায় এই পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।'

সিরিজের প্রথম টেস্ট হারের জেরে অস্ট্রেলিয়ার নির্বাচকদেরও সতর্ক করে দিয়েছেন চ্যাপেল। তিনি লিখেছেন, 'আমার মনে হয় না অস্ট্রেলিয়ার নির্বাচকরা এখনও আতঙ্কিত। তবে, এই দলই যদি অ্যাডিলেডে নামে আর খেলতে ঝাঁপিয়ে পড়ে, তবে খারাপ পরিণামের জন্য তৈরি থাকুন। অস্ট্রেলিয়ার টপ অর্ডার সত্যিই উদ্বেগের বিষয়। তাঁদের পারফরম্যান্স জোর করে বদলানো যাবে না। বরং, অ্যাডিলেডে তাঁদের না নামানোটাই ঠিক।'

তবে চ্যাপেল এই কথা বললেও, তাঁর কথাকে কতটা গুরুত্ব দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সোমবার ম্যাচ শেষে সাংবাদিকদের অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, 'এটাই প্রথম একাদশ। এনিয়ে কোনও সন্দেহ নেই। হাতে এখনও ৪টে টেস্ট ম্যাচ বাকি আছে। আমরা এখনও বিশ্বের একনম্বর টেস্ট দল। পার্থ টেস্ট হারায়, অস্ট্রেলিয়া সেই স্থান হারাবে না। আমি চাইব, যাতে অ্যাডিলেডেও একই একাদশ খেলে।'

Cricket Australia Australia Greg Chappel Greg Chappell Jasprit Bumrah Australia Cricket Team
Advertisment