Advertisment

Sanjiv Goenka on Rishabh Pant buy: পন্থের জন্য একটু বেশি খরচ হয়ে গেল, নিলামের পরেই বিস্ফোরক আফসোস-বাণী সঞ্জীব গোয়েঙ্কার

IPL Auction 2025: ১১১ আইপিএল ম্যাচে বিধ্বংসী উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ ৩২৮৪ রান করেছেন ১৪৮.৯৩ স্ট্রাইক রেট সমেত। ভারতের হয়ে ৬৬ টি২০ ম্যাচে তাঁর রান ১২০৯ রান।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Sanjiv Goenka on Rishabh Pant

Sanjiv Goenka on Rishabh Pant: পন্থকে কিনে বড় মন্তব্য সঞ্জীব গোয়েঙ্কা (টুইটার)

Sanjiv Goenka on Rishabh Pant buy in IPL Auction: আইপিএল এবং সঞ্জীব গোয়েঙ্কা যেন বিতর্কের সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছেন। গত সিজনে কেএল রাহুলের সঙ্গে মাঠেই ধুন্ধুমার কাণ্ড ঘটিয়ে ফেলেছিলেন কলকাতার শিল্পপতি। তারপর কেএল রাহুল একাধিকবার এই বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে লখনৌ সুপার জায়ান্টস মালিককে একহাত নিয়েছেন।

Advertisment

এবার নিলামের দিনেও সামান্য বিতর্কের গন্ধ উস্কে দিলেন সঞ্জীব গোয়েঙ্কা। ঋষভ পন্থের দাম যে সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে, তা প্রত্যাশিতই ছিল। উইকেটকিপার-ব্যাটার এবং ক্যাপ্টেন পন্থের সার্ভিস পাওয়ার জন্য উদগ্রীব হয়ে ছিল প্রায় সমস্ত ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত পন্থকে ২৭ কোটিতে কিনে নেয় লখনৌ সুপার জায়ান্টস।

মাত্র কয়েক মিনিটের ব্যবধান। শ্রেয়স আইয়ার নিলামে ২৬.৭৫ কোটিতে পাঞ্জাব কিংসে বিক্রি হয়ে সর্বাধিক দাম পেয়ে রেকর্ড করে ফেলেছিলেন। সেই রেকর্ড ভেঙে পন্থ সিংহাসনে বসে গেলেন কয়েক মিনিট পরেই। দিল্লি ক্যাপিটালস ছেড়ে পন্থের নতুন ঠিকানা রবিবার থেকে হয়ে যায় লখনৌ সুপার জায়ান্টস-এ।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করা ভারতীয় তারকা এবার হায়দরাবাদে, পেলেন ১১.৪০ কোটি

দিল্লি ক্যাপিটালস পন্থকে রাখতে চেয়ে ২০.৭৫ কোটি দর হেঁকেছিল। তবে হাল ছাড়েনি লখনৌ। ২৭ কোটি দাম দিয়ে আইপিএলের সর্বাধিক দাম দিয়ে পন্থকে সঞ্জীব গোয়েঙ্কার দল নিয়ে আসেন নিজের ফ্র্যাঞ্চাইজিতে।

এরপরেই পন্থকে কেনা নিয়ে প্রচারমাধ্যমে বড় মন্তব্য করে বসেন সঞ্জীব গোয়েঙ্কা। বলে দেন, "এটা আমাদের পরিকল্পনার অংশ ছিল। ওঁর জন্য আমরা ২৬ কোটি টাকা ধরে রেখেছিলাম। তাই ২৭ কোটি কিছুটা বেশি হয়ে গেল। তবে ওঁকে পেয়ে আমরা খুশি। ও দারুণ একজন প্লেয়ার, টিম ম্যান এবং ম্যাচ উইনার। ও এলএসজি পরিবারের অংশ হওয়ায় সকল সকল সমর্থকদের খুশি হওয়া উচিত।"

সেই সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার পুত্র শাশ্বতর আরও সংযোজন, "রিকি যেমনটা বলছিল, নিলামের টেবিলে যা ঘটে, তা ওখানেই ঘটে। যতই পরিকল্পনা করে আসা হোক না কেন। সবসময় যে পরিকল্পনা মাফিক নিলাম এগোবে, এমনটাও নয়। তাই ২৭ কোনও ম্যাজিক নাম্বার নয়। কারণ আমাদের মনে হয়েছিল, সেই সংখ্যাটাই সঠিক নাম্বার যেখানে আরটিএম কার্ড ব্যবহার করা হবে না।"

Rishabh Pant IPL ipl auction Lucknow Super Giants LSG LSG Lucknow Super Giants Sanjiv Goenka
Advertisment