IPL RCB Team 2025 Players List: জেড্ডায় আইপিএল নিলামে আরসিবির দিনটা অদ্ভুত কাটল। এবার নিলামের আগে মাত্র তিনজনকে রিটেন করেছিল আরসিবি- বিরাট কোহলি, ইয়াশ দয়াল এবং রজত পাতিদার। স্পষ্ট বোঝা গিয়েছিল, কোচ আন্ডি ফ্লাওয়ার একদম নতুনভাবে দল গড়ে তুলতে চাইছেন।
দু-দিনের টানটান নিলামের পর আরসিবির স্কোয়াড
ব্যাটসম্যান বিরাট কোহলি, রজত পতিদার, টিম ডেভিড, মনোজ ভান্দাগে, দেবদত্ত পাডিক্কল, স্বস্তিক চিকারা
উইকেটরক্ষক ফিল সল্ট, জিতেশ শর্মা
অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন (স্পিন), ক্রুনাল পান্ডিয়া (স্পিন), স্বপ্নিল সিং (স্পিন), রোমারিও শেফার্ড (পেস), জ্যাকব বেথেল (স্পিন), মোহিত রাঠে (স্পিন)
স্পিনার সুয়শ শর্মা, অভিনন্দন সিং
ফাস্ট বোলার জোশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল (রিটেনড), রাসিখ সালাম, নুয়ান থুশারা, লুঙ্গি এনগিদি
আরও পড়ুন: ২৮ বলে সেঞ্চুরি, ১২ টা ছক্কা! পন্থের রেকর্ড চুরমার করে দ্রুততম শতরান উর্ভিলের, সব নজির চুরমার
নিলামে আরসিবির স্ট্র্যাটেজি বেশ বিভ্রান্তিকর মনে হচ্ছিল। বিশেষ করে কেএল রাহুল, ঈশান কিষান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের মত তারকাদের যেভাবে ছেড়ে দিচ্ছিল আরসিবি, তাতে নিলামের স্ট্র্যাটেজি নিয়েই প্ৰশ্ন উঠছিল কোহলিদের। যে কোনও এক তারকাদের যোগ করলেই খাতায় কলমে আরও শক্তিশালী হতে পারত আরসিবি। হাতে আরটিএম কার্ড থাকা সত্ত্বেও উইল জ্যাকস, সিরাজ কিংবা ম্যাক্সওয়েলদের মত তারকাদের জন্য তা ব্যবহারই করেনি।
তবে বদলে আরসিবি নিয়েছে লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট এবং টিম ডেভিডদের মত পাওয়ার হিটারদের। তবে বোলিং বিভাগে রয়েছে বৈচিত্র্য। চিন্নাস্বামীতে জস হ্যাজেলউড, ইসহ দয়াল, ভুবনেশ্বর কুমার, লুঙ্গি এনগিদিদের নিয়ে গড়া বোলিং আক্রমণ টুর্নামেন্টের অন্যতম সেরা পেস আক্রমণ।
সঙ্গে এক্স ফ্যাক্টর হিসাবে রয়েছেন নুয়ান থুসারা। যাঁর স্লিগিং বোলিং একশন পিক করা ভীষণ মুশকিল। সবমিলিয়ে ভারসাম্য যুক্ত স্কোয়াডই এবার গড়েছে আরসিবি।
উদ্বেগের বিষয়: দলে সেরকম কোনও বাঁ হাতি ব্যাটার নেই। এর অর্থ বাঁ হাতি ব্যাটার একাদশে জোর করে খেলালে স্কোয়াডের ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে।
সম্ভাব্য প্ৰথম একাদশ: ১ বিরাট কোহলি, ২ ফিল সল্ট, ৩ লিয়াম লিভিংস্টোন, ৪ রজত পাটিদার, ৫ টিম ডেভিড/জ্যাকব বেথেল, ৬ জিতেশ শর্মা, ৭ ক্রুনাল পান্ড্য, ৮ রাসিখ সালাম, ৯ ভুবনেশ্বর কুমার, ১০ জোশ হ্যাজেলউড, ১১ যশ সু দয়াল, ১২ জন /মনোজ ভন্ডগে।