Gujarat's Urvil Patel smashes fastest T20 century breaks Rishabh Pant record: ঠিক এক বছর আগে ভারতের লিস্ট এ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতরান করেছিলেন। এবার আর দ্বিতীয় দ্রুততম নয়, সমস্ত ধরণের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানই হাঁকিয়ে ফেলেন গুজরাটের উর্ভিল প্যাটেল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে ইন্দোরে খেলতে নেমে ২৮ বলে শতরান হাঁকিয়ে ভেঙে দিলেন সমস্ত রেকর্ড।
গুজরাটের সামনে টার্গেট ছিল ১৫৬। উর্ভিলের ব্যাটিং বিস্ফোরণে সেই টার্গেট গুজরাট পেরিয়ে যায় মাত্র ১০.২ ওভারে। ওপেন করতে নেমে হার্ড হিটার এই ব্যাটার ৩৫ বলে ১১৩ করেন ১২ ছক্কা এবং সাতটা বাউন্ডারির সাহায্যে। স্ট্রাইক চোখ কপালে উঠে যাওয়ার মত ৩২২.৮৬।
সমস্ত ধরণের ক্রিকেটে দ্রুততম শতরানের নজির রয়েছে এস্তোনিয়ার সাহিল চৌহানের। চলতি বছরেই যা তিনি করেছিলেন সাইপ্রাসের বিপক্ষে। ভারতীয়দের মধ্যে তিনিই আপাতত দ্রুততম। উর্ভিল ভেঙে দিলেন ঋষভ পন্থের রেকর্ড। ২০১৮-য় সৈয়দ মুস্তাক আলিতেই পন্থ হিমাচল প্রদেশের বিপক্ষে ৩২ বলে শতরান হাঁকিয়েছিলেন।
আরও পড়ুন: IPL-কে টেক্কা দিয়ে কয়েকশ কোটির নতুন লিগ? তেলে ভাসমান ধনকুবের দেশ থেকে এল বিরাট আপডেট
দ্রুততম টি২০ শতরান
২৭ বল - সাহিল চৌহান - এস্তোনিয়া বনাম সাইপ্রাস, ২০২৪
২৮ বল – উর্ভিল প্যাটেল – গুজরাট বনাম ত্রিপুরা, ২০২৪
৩০ বল – ক্রিস গেইল – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম পুনে ওয়ারিয়র্স, ২০১৩
৩২ বল - ঋষভ পন্থ - দিল্লি বনাম হিমাচল প্রদেশ, ২০১৮
তাৎপর্যপূর্ণভাবে বিজয় হাজারে ট্রফিতে এক বছর আগেই গুজরাটের হয়ে ৪১ বলে শতরান করেছিলেন চন্ডীগরে অরুণাচল প্রদেশের বিপক্ষে। ইউসুফ পাঠানকে দ্রুততম টি২০ শতরানের নিরিখে প্রায় ছুঁয়ে ফেলেছিলেন। হয়ে গিয়েছিলেন ভারতীয়দের মধ্যে লিস্ট এ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতরানের মালিক। ইউসুফ পাঠান আবার ২০০৯/১০-এ মাত্র ৪০ বলে সেঞ্চুরি করে গিয়েছিলেন।
গত সিজনে উর্ভিলকে নিলাম থেকে বেস প্রাইসে (২০ লক্ষ টাকা) কিনেছিল গুজরাট টাইটান্স। স্কোয়াডে ছিলেন তিনি। তবে এবার নিলামের আগে রিলিজ করে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি। এবার জেড্ডায় অনুষ্ঠিত আইপিএল নিলামে ২১২ নম্বর ক্রিকেটার হিসেবে নাম উঠেছিল তাঁর। তবে ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে কোনও দল পাননি তিনি।
লিস্ট এ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান
৪০ বল – ইউসুফ পাঠান – বরোদা বনাম মহারাষ্ট্র – ২০০৯/১০
৪১ বল – উর্ভিল প্যাটেল – গুজরাট বনাম অরুণাচল প্রদেশ – ২০২৩*
৪২ বল – অভিষেক শর্মা – পাঞ্জাব বনাম মধ্যপ্রদেশ – ২০২০/২২
৫০ বল – সূর্যকুমার যাদব – মুম্বই বনাম পুদুচেরি - ২০২০/২১