Advertisment

IPL 2025 Auction: ব্যাটে নেই রান, মাঠে থাকেন অদৃশ্য! কোন জাদুতে শ্রেয়সের দাম নিলামে ২৬.৭৫ কোটি! ফাঁস কারণ

IPL Auction 2025: শ্রেয়স আইয়ার কেকেআরকে তৃতীয়বারের মত আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। তারপরেই রিটেনশন ফি নিয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মনোমালিন্যে দল ছাড়তে বাধ্য হয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IPL, Shreyas, আইপিএল, শ্রেয়স

Shreyas Iyer: কেকেআরের আইপিএল জয়ী নেতা শ্রেয়স (বিসিসিআই)

Shreyas Iyer in IPL Auction: ঋষভ পন্থ ২৭ কোটি নিলামের ইতিহাসে সবথেকে দামি তারকা। এটা অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসকে বাধা দিয়ে যে শ্রেয়স আইয়ারের জন্য ২৬.৭৫ কোটি টাকা খরচ করবে, তা ভাবা যায়নি। শ্রেয়স যে সাম্প্রতিক সময়ে দুর্ধর্ষ কিছু পারফরম্যান্স করেছেন, এমনটা নয়। এমনকি নিলামে তাঁর নাম ওঠা নিয়ে সেরকম কোনও চর্চাও হয়নি।

Advertisment

জাতীয় দল থেকে বাদ পড়া শ্রেয়স নিজেকে আবদ্ধ রেখেছিলেন ঘরোয়া ক্রিকেটের পরিশ্রমে। তবে শ্রেয়স আইয়ারের ধাঁচের ক্রিকেটারদের বরাবর চাহিদা থাকে। নিলামে টেবিলে থাকে গ্রহণযোগ্যতা। ভরসা করার মত পরীক্ষিত ব্যাটার এবং সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে পোড়খাওয়া তারকা তিনি। ঝড় তুলে দেওয়া কোনও সিজন তাঁর ঝুলিতে না থাকলেও শ্রেয়স ধারাবাহিকভাবে পারফর্ম করে গিয়েছেন আইপিএলে।

নয়টা আইপিএলের পাঁচটিতেই ৪০০ প্লাস করেছেন। স্ট্রাইক রেট বেশ আকর্ষণীয়- ১৩০ থেকে ১৪০ পর্যন্ত। শ্রেয়সের স্ট্রোক প্লে নিয়ে সংশয় রয়েছে। তবে এই ফরম্যাটে শর্ট বল টেস্ট ক্রিকেটের মত ততটাও বিব্রত করে না। আসলে শ্রেয়সের মধ্যে পুরোনো ঘরানার ব্যাটিংয়ের সঙ্গে আধুনিক প্রজন্মের ব্যাটিং শৈলীর মিশ্রণ রয়েছে।

আরও পড়ুন: পন্থের জন্য একটু বেশি খরচ হয়ে গেল, নিলামের পরেই বিস্ফোরক আফসোস-বাণী সঞ্জীব গোয়েঙ্কার

ব্যাটিং অর্ডারে যে কোনও পজিশনে ব্যাট করতে পারেন। পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে পারেন। আগ্রাসী তো বটেই ফিনিশার এমনকি ইনিংসের আঙ্করিংয়ের কাজ সার্থকভাবে করতে পারেন। তাঁর সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই। বাইশ গজে কখনই নিজের প্রতিভার পুরোপুরি সদ্ব্যবহার করতে পারেননি। শ্রেয়সের কেরিয়ারে অভাব রয়েছে একজন মেন্টরের। যিনি তাঁকে দিশা দেখাবেন।

শ্রেয়সের বয়স এখন ২৯, যে বয়সে নিজেকে অন্য উচ্চতায় ছাপিয়ে নেওয়া শুরু করেছিলেন সূর্যকুমার যাদব। শ্রেয়সের নেতৃত্ব গুন প্রশংসনীয়। নিজস্ব অধিনায়কত্বের ব্র্যান্ডের প্রদর্শন ঘটিয়ে শ্রেয়স গত সিজনেই কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন।

মাঠে কিছুটা প্রচারী আড়ালে থাকতে ভালোবাসেন। নিজের ব্যাটিং অর্ডার আত্মত্যাগ করেন দলের প্রয়োজনে। তাই নিলামের মঞ্চে শ্রেয়সের গ্রহণযোগ্যতা বরাবর ছিল। সেটা অনেকের চোখে পড়েনি, তা অন্য ব্যাপার।

IPL ipl auction Shreyas Iyer Punjab Kings PBKS Shreyas Iyer PBKS
Advertisment