Advertisment

IPL নিয়ে ঘুম উড়ল সৌরভদের! বড় সিদ্ধান্তের আগেই ব্যাপক দোনোমোনা

আইপিএল নিয়ে ফের ফাঁপরে বিসিসিআই। করোনা পরিস্থিতির উন্নতি না ঘটলেই ফের একবার বিদেশে চলে যাবে মেগা টুর্নামেন্ট।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারতে করোনা পরিস্থিতি রীতিমত উদ্বেগজনক জায়গায় পৌঁছে গিয়েছে মাত্র কয়েক সপ্তাহে। সাত মাস পরে দেশে দৈনিক সংক্রমণ এক লাখের ওপর পৌঁছে গিয়েছে। দেশে একাধিক রাজ্যে তৃতীয় ঢেউ মারাত্মক পর্যায়ে।

Advertisment

করোনার সেই বাড়বাড়ন্ত দেশের ক্রিকেট সুচিতেও প্রভাব ফেলেছে। একাধিক ঘরোয়া ক্রিকেট লিগ স্থগিত করে দেওয়া হয়েছে। এবার করোনার প্রভাবে আরও একবার আইপিএল আয়োজনে বিঘ্ন ঘটতে পারে। এমনই আশঙ্কা করছে দেশের ক্রিকেট মহল।

বোর্ড যদিও এখনও দেশে আইপিএল আয়োজনে আশাবাদী। আগামী কয়েক মাসে পরিস্থিতির উন্নতি ঘটবে, এমনটাই আশা করছেন তাঁরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্ল্যান-বি'ও তৈরি রাখা হচ্ছে। ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

আরও পড়ুন: KKR-এ ফ্লপ, অন্য দলে হিট! এই পাঁচ তারকাও নাইট, অনেকেই জানেন না

ইন্ডিয়া টুডে-কে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, "আমরা সমস্ত অপশন খতিয়ে দেখছি। এর মধ্যে বিদেশে আইপিএল আয়োজনের বিষয়টিও রয়েছে। তবে এখনও পর্যন্ত বোর্ডের অগ্রাধিকার সুষ্ঠুভাবে নিলাম পর্ব সম্পন্ন করা। তারপরেই বাকি বিষয় ঠিক করা হবে।"

এই বছরেও যদি আইপিএল।বিদেশে আয়োজন করতে হয়, তাহলে টানা তিনবার মেগা টুর্নামেন্ট হবে দেশের বাইরে।২০২০-তে পুরো আইপিএল হয়েছিল আমিরশাহিতে। ২০২১-এ ভারতে প্ৰথম পর্ব সম্পন্ন হলেও করোনা সংক্রমিত হয়ে টুর্নামেন্ট পাড়ি জমায় মরুদেশে। এমনকি কুড়ি কুড়ি বিশ্বকাপ-ও আমিরশাহিতে আয়োজন করতে বাধ্য হয়েছিল বিসিসিআই।

আরও পড়ুন: সিরিজ জয়ের টেস্টে টিম ইন্ডিয়ায় জোড়া বদল! কোহলি ফিরলেও বড় ধাক্কার সামনে দ্রাবিড়রা

দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই দেশের মাটিতে ভারত ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে। এই দুই সিরিজের পরেই আইপিএল আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই।

তবে চলতি বছরে আইপিএল আয়োজনের আগে বোর্ডকে মেগা নিলাম সম্পন্ন করতে হবে। ১০ দলের মেগা নিলাম হওয়ায় দু-দিন ব্যাপী মেগা নিলামের আসর বসবে। ক্রিকবাজের প্ররিবেদন অনুযায়ী, চলতি বছরের মেগা নিলামের আসর বসছে বেঙ্গালুরুতে, ফেব্রুয়ারির ১২-১৩ তারিখে। মার্চ-এপ্রিলে সম্ভবত আইপিএলের আসর বসবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI IPL
Advertisment