BCCI IPL valuation: আইপিএল ইকোসিস্টেমের মূল্য আগের সংস্করণের তুলনায় ৯২,৫০০ কোটি টাকা থেকে কমে ৮২,৭০০ কোটি টাকায় নেমে এসেছে। এমনটাই এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। ওই প্রতিবেদন থেকে এ-ও জানা গিয়েছে, আগের সংস্করণের তুলনায় ডব্লিউপিল (WPL) ইকোসিস্টেমের মূল্য ১,২৫০ কোটি টাকা থেকে বেড়ে ১,৩৫০ কোটি টাকা হয়েছে।
লিগের অদম্য আকর্ষণ যা টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মজুড়ে দর্শকদের আকর্ষণ করে চলেছে, সেটাই ইকোসিস্টেম। 'Beyond 22 Yards 2024-IPL’s Legacy and WPL's Vision'-শিরোনামের ওই প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই ইকোসিস্টেমের মূল্য প্রায় ১০৬% কমেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, উদ্যোক্তারা কারণগুলো খতিয়ে দেখছেন। ২০২২ সালে প্রথমবারের মতো, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) টুর্নামেন্টের ২০২৩ সংস্করণ থেকে আসন্ন চক্রের পাঁচ বছরের জন্য টিভি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মিডিয়া সত্ত্বাধিকারকে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছিল। এব্যাপারে ডিঅ্যান্ডপি অ্যাডভাইজরির ব্যবস্থাপনা অংশীদার সন্তোষ এন বলেছেন, 'আমরা পরবর্তী আইপিএলের মিডিয়া রাইটস নিলামে সম্ভাব্য বেশ কিছু বিডার হ্রাসের কারণে সীমাবদ্ধতার আশঙ্কা করছি।'
প্রতিবেদনটি অনুসারে, আইপিএল-এর মিডিয়া অধিকার মূল্য সংশোধন করার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে জি এবং সোনির মধ্যে একীকরণের চেষ্টা। যা বাজারের গতিশীলতাকে প্রভাবিত করেছে। তা ছাড়াও, রিলায়েন্স-মালিকানাধীন নেটওয়ার্ক ১৮ এবং ডিজনির মালিকানাধীন স্টার ইন্ডিয়ার একীভূতকরণ টেলিভিশন এবং ডিজিটাল সম্প্রচারের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ তৈরি করেছে। তদুপরি, আইপিএল মিডিয়া সত্ত্বাধিকারে আমাজন, মেটা এবং অ্যাপলের মত বড় প্রযুক্তির সংস্থাগুলোর প্রবেশ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে আগের সংস্করণের তুলনায়, ডব্লিউপিএল (WPL) ইকোসিস্টেমের মূল্য ১,২৫০ কোটি টাকা থেকে বেড়ে ১,৩৫০ কোটি টাকা হয়েছে, যা ৮.০% বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লিগটি ধারাবাহিকভাবে ক্রিকেট, ব্যবসা এবং বিনোদনের সংমিশ্রণ হয়ে উঠেছে। এই বছরটিও তাই ভালো গিয়েছে। ডব্লিউপিএল সেই কারণেই টেলিভিশন এবং ডিজিটাল উভয় প্ল্যাটফর্মেই শ্রোতা-দর্শকদের মোহিত করে চলেছে।
আরও পড়ুন- ৬৩৪ দিন পর টিম ইন্ডিয়ার সাদা জার্সিতে ফিরছেন সুপারস্টার, ভয়ে নীল বাংলাদেশ
যাতে স্পষ্ট হয়েছে, আইপিএল-এর মত বড় ক্রীড়া ইভেন্টগুলির মিডিয়া অধিকারের ভবিষ্যৎ প্রথাগত টেলিভিশন সম্প্রচারের পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ক্রমবর্ধমানভাবে স্থানান্তরিত হচ্ছে। কারণ, ডিজিটাল মিডিয়া চাহিদা অনুযায়ী এবং ব্যক্তিগতকৃত সামগ্রী ব্যবহারের জন্য আধুনিক দর্শকদের পছন্দগুলি পূরণ করছে।