Advertisment

MS Dhoni-Shardul Thakur: শার্দূলকে সাহায্য করতে সরাসরি অস্বীকার ধোনির, CSK ক্যাপ্টেনের গোপন কীর্তির পর্দাফাঁস এবার হরভজনের

Harbhajan Singh on MS Dhoni captaincy: ধোনিকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়কদের মধ্যে বিবেচনা করা হয়। কেন নেতা ধোনি বাকিদের থেকে আলাদা, কারণ জানালেন হরভজন সিং।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
MS Dhoni as CSK captain, ধোনি, সিএসকে

চেন্নাইয়ে ধোনির নেতৃত্ব ধরণ প্রকাশ্যে এনেছেন হরভজন সিং (টুইটার)

Harbhajan Singh, MS Dhoni, Shardul Thakur in CSK: দুজনেই একসময়ের ভারতীয় দলের নক্ষত্র। একজন অধিনায়কত্ব করে দেশকে সাফল্যের সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়েছেন। অন্যজন, আবার ঘূর্ণির মারণাস্ত্রে প্রতিপক্ষ দলের কাছে ত্রাস হয়ে উঠেছেন। হরভজন সিং এবং মহেন্দ্র সিং ধোনি দুজনেই টিম ইন্ডিয়ায় এখন প্রাক্তন।

Advertisment

কেমন অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি? 'ফাইন্ড আ ওয়ে উইথ তরুবর কোহলি' পডকাস্টে ভাজ্জি ধোনির নেতৃত্বের ধরণ প্রকাশ্যে ব্যক্ত করেছেন। হরভজনের কেরিয়ারের শুরুতে নেতা ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সায়াহ্নে জাতীয় দলে ক্যাপ্টেন হিসাবে পেয়েছিলেন স্বয়ং ধোনিকে। ২০০৪ থেকে ২০১২ পর্যন্ত টিম ইন্ডিয়ায় হরভজনের টিম মেট ছিলেন মাহি। শুধু জাতীয় দলেই নয়। ধোনির নেতৃত্বে হরভজন খেলেছেন আইপিএলে। সিএসকের জার্সিতে হরভজন খেলেছেন ২০১৮-২০২০ সিজন পর্যন্ত।

একদশকের বেশি সময় ধোনির সাহচর্যে কাটানোর পর বিশ্বজয়ী ক্যাপ্টেনের নেতৃত্ব-স্টাইল নিয়ে মুখ খুলেছেন হরভজন। বলেছেন, "ও সবসময় শান্ত থাকে। যেটা অবশ্যই বড় ঘটনা। দ্বিতীয়ত ও নিজে কী চায়, সেই সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে ওঁর। তৃতীয়ত, ওঁর ম্যাচ জেতার ক্ষমতা দলেড পারফরম্যান্স-এই প্রতিভাত হয়। এই তিনটি গুরুত্বপূর্ণ কাজ ধোনি করে থাকে সবসময়। তাছাড়া ও সবসময় দলের পরিবেশ ঠিকঠাক রাখায় বিশ্বাসী। স্কোয়াডেই কাউকেই যেমন তারকার মর্যাদা দেওয়া হয় না, তেমন কাউকে ছোট করে দূরেও সরিয়ে রাখা হয়না। ও যেটা করে সেটাই প্রভাব ফেলার মত। ও সবসময় ব্যক্তিগত স্বার্থের আগে দলগত স্বার্থকে প্রাধান্য দেয়। এগুলোই সিএসকেকে স্পেশ্যাল করে তুলেছে।"

"জয় হোক বা হার- ড্রেসিংরুমের পরিবেশ সর্বদা একই থাকে। এটা খুব বিরল চরিত্র। কখনই মনে হবে না যে আপনি পরের দিন খেলতে নামবেন। এতটাই খোলামেলা পরিবেশ। যতক্ষণ পর্যন্ত তুমি নিজের সেরাটা দেবে, ততক্ষণ ঠিক আছে। শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে- এটাই মন্ত্র।"

ধোনি আবার কাউকে মাঠে শেখানোর, টিপস দেওয়ার ঘোরতর বিরোধী। সংশ্লিষ্ট ক্রিকেটার যাতে নিজে থেকে শেখার প্রচেষ্টা করে, সেটাই চেয়ে থাকেন মাহি। পুরোনো ঘটনা টেনে টার্বুনেটর বলেছেন, "একটা ম্যাচের কথা মনে পড়ছে, আমি শর্ট ফাইন লেগে ফিল্ডিং করছিলাম। ধোনি কিপিং করছিল। শার্দূল ঠাকুরের প্ৰথম বলটাই ছিল লেন্থ বল। কেন উইলিয়ামসন সোজা ডাউন দ্যা উইকেটে বাউন্ডারি হাঁকায়। পরের বল ছিল একই লেন্থে। সেই বলও বাউন্ডারিতে পাঠায় উইলিয়ামসন।

আরও পড়ুন-এবার টার্গেট ভারত! পাকিস্তানকে উড়িয়ে দিয়ে রোহিতদের হুঁশিয়ারি টাইগার ক্যাপ্টেন শান্তর

"ধোনিকে জিজ্ঞাসা করলাম, শার্দূলকে কেন অন্য লেন্থে বোলিং করার নির্দেশ দিচ্ছে না। ধোনি আমাকে বলে, 'পাজি, ওঁকে যদি এখন বলি। ও কখনই শিখবে না।' ওঁর থট প্রসেসটাই হল, শার্দূল বাউন্ডারি হাঁকানোর পর নিজের ভুল নিজেই শুধরে নেবে এবং শিক্ষা নেবে। এটাই ছিল ধোনির পন্থা।" এভাবেই ধোনি বিশ্বসেরা হয়েছেন ব্যাট হাতে, নেতৃত্বের মুকুট পড়ে। সেই ব্যাখ্যাই দিয়েছেন বহু দিনের সতীর্থ হরভজন।

Read the full article in ENGLISH

Chennai Super Kings CSK MS DHONI Harbhajan Singh
Advertisment