Advertisment

PAK vs BAN: এবার টার্গেট ভারত! পাকিস্তানকে উড়িয়ে দিয়ে রোহিতদের হুঁশিয়ারি টাইগার ক্যাপ্টেন শান্তর

Pakistan vs Bangladesh 2nd Test: রাওয়ালপিন্ডিতে দুই টেস্ট জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তান একদমই দাঁড়াতে পারেনি। এরপরেই নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

author-image
IE Bangla Sports Desk
New Update
Najmul Hossain Shanto, Team India, নাজমুল হোসেন শান্ত, টিম ইন্ডিয়া,

Najmul Hossain Shanto-Team India: সেপ্টেম্বরেই শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ দুই টেস্টের সিরিজ। প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। চলবে ১ অক্টোবর পর্যন্ত। (ছবি- টুইটার)

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ এবার ভারতের মাটিতে টিম ইন্ডিয়াকে হারাতে বদ্ধপরিকর। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন যে তাঁরা অনেকখানি আত্মবিশ্বাসের সঙ্গে এবার ভারত সফর করবেন। দুই সপ্তাহের মধ্যে পাকিস্তানকে তাদের মাটিতেই দু'বার হারিয়েছে বাংলাদেশ। শান্ত জানিয়েছেন যে তিনি রাওয়ালপিন্ডিতে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের বোলিংয়ে ভীষণ খুশি। শান্তর আশা, আসন্ন দুই টেস্টের সিরিজে ভারতেও মিরাজ এমনভাবেই দুর্দান্ত বোলিং করে দেখাবেন।

Advertisment

পাকিস্তানের বিরুদ্ধে এই জয় ছিল গত ৩৩টির মধ্যে বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। ১৫ বছর আগে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২১ সালে জিম্বাবুয়েকেও পরাজিত করেছে বাংলাদেশ। তবে একটি বড় চ্যালেঞ্জ তাদের সামনে রয়েছে, তা হল ভারতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা। দুইবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট ভারত। এমনিতে পাকিস্তানের বিরুদ্ধে, বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা ভালোই খেলেছেন। ভারতের বিরুদ্ধেও তারই পুনরাবৃত্তি হবে বলেই আশা বাংলাদেশ অধিনায়কের। টেস্টে ঘরের মাঠে পাকিস্তানের খারাপ পারফরম্যান্সের তালিকা বাংলাদেশ সিরিজের পর দীর্ঘ হল।  ঘরের মাঠে পাকিস্তানের শেষ জয় ছিল ২০২১ সালের ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ভারত সিরিজ সম্পর্কে শান্ত বলেছেন, 'পরের সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। এই জয় আমাদের অনেকটাই আত্মবিশ্বাস দিয়েছে। আমাদের মুশি আর সাকিবের বিস্তর অভিজ্ঞতা আছে। তারা ভারতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মিরাজের ওপরও অনেকটাই ভরসা করছি। ও যেভাবে বোলিং করেছে, পাঁচ উইকেট নিয়েছে, আশা করি ভারতের বিরুদ্ধেও এভাবেই বোলিং করে দেখাতে পারবে।'

আরও পড়ুন- সাকিবের ভয়ে জুজু পাকিস্তান তারকা! মাঠে ছুটে নামলেন পাক তারকা, দেখুন পাক-বাংলা ম্যাচের নাটকীয় ভিডিও

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, 'আমরা খুব খুশি। এতটাই যে ভাষায় প্রকাশ করা যায় না। আমরা এখানে জিততে চেয়েছিলাম। সবাই দুর্দান্ত খেলেছে। তাতেই আমরা খুশি। খুবই চিত্তাকর্ষক খেলা হয়েছে। আমাদের পেসাররা অত্যন্ত ভালো খেলেছেন। সেই কারণেই আমাদের জয় অনেকটা সহজে এসেছে। সবাই মিলে চেষ্টা করেছে। বিশেষ করে যাঁরা সুযোগ পাচ্ছে না বলে দাবি করছিল, তাঁরাও ভালো খেলেছে। যে চারজন একাদশে ছিল না, তারাও নানাভাবে মাঠে দলকে সাহায্য করেছে। আমি আশা রাখব, দলের মধ্যে এই ঐক্যের সংস্কৃতি অব্যাহত থাকবে।' 

 

Pakistan Cricket Team Indian Cricket Team Bangladesh Cricket Team Rohit Sharma
Advertisment