Advertisment

আইপিএলে পারফরম্যান্সই ধোনির ভবিষ্যতের চাবিকাঠি, বলছেন কুম্বলে

এর আগেও ধোনিকে নিয়ে নির্বাচকদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছিলেন জাম্বো। সেই সময় তিনি জানিয়েছিলেন, উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ঋষভ পন্থ নিজের যোগ্যতা প্রমাণ করেছে। বিশেষ করে টি-টোয়েন্টি ফর্ম্যাটে।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni and Anil Kumble

ধোনি ও কুম্বলে (টুইটার)

আগামী টি২০ বিশ্বকাপে জাতীয় দলের জার্সি চাপিয়ে ধোনি অস্ট্রেলিয়ায় পাড়ি দেবে কিনা, তা পুরোটাই নির্ভর করছে ধোনির আইপিএল পারফরম্যান্সের উপরে। এমনটাই মনে করছেন অনিল কুম্বলে। ক্রিকেট নেক্সট-কে দেওয়া সাক্ষাৎকারে কুম্বলে জানিয়েছেন, "আইপিএলে ধোনি পারফর্ম করার পরে যদি টিম ইন্ডিয়া ওঁর খেলায় প্রভাবিত হয়, তাহলে বিশ্বকাপের দলে জায়গা পেতে পারে। আপাতত সবাইকে অপেক্ষা করতে হবে।"

Advertisment

এর আগেও ধোনিকে নিয়ে নির্বাচকদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছিলেন জাম্বো। সেই সময় তিনি জানিয়েছিলেন, "উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ঋষভ পন্থ নিজের যোগ্যতা প্রমাণ করেছে। বিশেষ করে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। তাই ধোনির সঙ্গে নির্বাচকদের উচিত আলোচনায় বসা। সঠিকভাবে অবসর নেওয়ার সম্মান ধোনির প্রাপ্য।"

বিশ্বকাপের পরেই ধোনির অবসর নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছিল। সেসময় অবশ্য কাশ্মীরে সেনাবাহিনীর কর্তব্যের কথা বলে ধোনি নিজেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে চাননি। তবে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের আগে বাদ দেওয়া হয়েছে মাহিকে। কুম্বলে তাই বলছেন, “পন্থ কিন্তু ধারাবাহিকভাবে ভাল খেলতে পারছে না। এমন পরিস্থিতিতে আপনি পন্থকে আরও সময় দেবেন নাকি অন্য কাউকে খেলাবেন, অথবা পিছনে ফিরে তাকানোর বিষয়- এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচকদেরই নিতে হবে। নির্বাচকদের এই সিদ্ধান্ত নেওয়াটা ভীষণই জরুরী।”

আরও পড়ুন কিংস ইলেভেন পাঞ্জাবের হেড কোচ হলেন অনিল কুম্বলে

টি২০ বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হলেও স্পেশ্যালিস্ট স্পিনার ম্যাচে গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ভারত বিশেষজ্ঞ স্পিনার নিয়েই অজি মুলুকে পাড়ি দেবে। জানাচ্ছেন কুম্বলে। প্রবাদপ্রতিম স্পিনারের বক্তব্য, "যদি উইকেট টেকিং বোলার ভারতের প্রয়োজন হয়, তাহলে কুলদীপ যাদব-যুজবেন্দ্র চাহালকে ভারত নিতে পারে। অস্ট্রেলিয়ায় শিশির বলে বল নরম হয়ে গিয়েছে ম্যাচ চলাকালীন, এমন দৃষ্টান্ত অনেক রয়েছে। সেই কারণে দু-জন রিস্ট স্পিনারকে নেওয়া প্রয়োজন।"

পাশাপাশি কুম্বলে মনে করিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়ায় খেলায় যাঁরা উপযুক্ত, তাঁদেরই যেন নির্বাচনের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়। কুম্বলের যুক্তি, "অলরাউন্ডারের পরিবর্তে ভারতের প্রয়োজন স্পেশ্যালিস্ট ক্রিকেটার খেলানো। যেমন সঠিক ফাস্ট বোলারদেরই নির্বাচনে অগ্রাধিকার দিতে হবে যাঁরা উইকেট তুলতে সক্ষম হবে। এই নির্বাচন গুরুত্বপূর্ণ হতে চলেছে।"

আরও পড়ুন ধোনিকে নিয়ে নির্বাচকরা চূড়ান্ত সিদ্ধান্ত নিক, বার্তা কুম্বলের

এর সঙ্গেই কুম্বলের সংযোজন, "অস্ট্রেলিয়ান কন্ডিশনে উপযুক্ত ক্রিকেটারদেরই খেলানো উচিত। যে বোলাররা উইকেট নিতে পারবে, তাঁদেরই খেলানো হোক। এতে প্রতিপক্ষের উপরে চাপ বজায় থাকবে। দল যাই হোক না কেন, টুর্নামেন্টে খেলতে নামার ১০-১২ দিন আগে প্রথম একাদশ ঠিক করে ফেলতে হবে।"

Read the full article in ENGLISH

MS DHONI Anil Kumble
Advertisment