Advertisment

গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করা ১০ কোটির তারকা এবার KKR-এ! বিরাট চমকে বড় ঘোষণা নাইটদের

বিষাক্ত পেসারকে ট্রেডিংয়ে ছিনিয়ে নিয়ে চমক কেকেআরের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চলতি মরশুমের প্ৰথম ট্রেডিংয়ে আরসিবি থেকে জেসন বেহরনডর্ফকে সই করিয়ে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবার কেকেআর নিজেদের পুরোনো তারকা লকি ফার্গুসনকে ট্রেডিংয়ে তুলে নিল গুজরাট টাইটান্স থেকে। সেই সঙ্গে কেকেআর ট্রেডিংয়েই নিল গুজরাট থেকে উইকেটকিপার-ব্যাটার রহমতুল্লা গুরবাজকে। যিনি গত সিজনে ইংল্যান্ডের জেসন রয়ের পরিবর্ত হিসাবে হার্দিক পান্ডিয়ার দলে যোগ দিয়েছিলেন। যদিও একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি।

Advertisment

গত আইপিএলে ১০ কোটি টাকায় গুজরাট টাইটান্স কিনেছিল কিউই স্পিডস্টারকে। কেকেআর নিলামের ঠিক আগেই ছেড়ে দিয়েছিল লকি ফার্গুসনকে। ২০১৭ থেকে ২০২১ টানা চার মরশুম লকির ঠিকানা ছিল কলকাতা। নিজের পুরোনো দলেই ফিরলেন ব্ল্যাক ক্যাপস তারকা।

আরও পড়ুন: সেমিতে কলঙ্কের হারেও সুখবর! কোটি কোটি টাকার পুরস্কার পেয়ে দেশে ফিরছে টিম ইন্ডিয়া

তবে কেকেআরের জার্সিতে একাধিক মরশুম খেললেও প্ৰথম একাদশে নিয়মিত ছিলেন না। সবমিলিয়ে নাইটদের হয়ে ২১ ম্যাচ খেলে ২৪ উইকেট তাঁর নামের পাশে।

গতিতে আগুন ঝরান। গত সিজনে গুজরাটের জার্সিতে মহম্মদ শামির সঙ্গে পেস বিভাগে দলের অন্যতম অস্ত্র ছিলেন। আইপিএলে দ্রুততম গতিতে বোলিংয়ের নজিরও গড়েছিলেন লকি ফার্গুসন। ১৩ ম্যাচে ১২ উইকেট দখল করেন তারকা। ব্যাট হাতে লোয়ার অর্ডারের নির্ভরযোগ্য অস্ত্র তিনি।

আরও পড়ুন: CSK-র আইপিএল চ্যাম্পিয়ন তারকা এবার মুম্বইয়ে! বিশ্বকাপ চলার সময়ই বিরাট ঘোষণা রোহিতদের

এদিকে, গত সিজনে একটিও আইপিএল ম্যাচ না খেললেও গুরবাজ রহমানউল্লাকে নেওয়া হল এশিয়া কাপ এবং টি২০ ওয়ার্ল্ড কাপে ভালো পারফরম্যান্সের সুবাদে। আগামী ১৫ নভেম্বরের মধ্যেই সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে স্কোয়াড ঘোষণা করতে হবে।

আইপিএলের একদিনের মিনি নিলাম অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর কোচিতে। পার্সে সমস্ত ফ্র্যাঞ্চাইজি ৫ কোটি অতিরিক্ত টাকা নিয়ে নিলামে বসতে পারবে। কেকেআরের পার্সে রয়েছে মাত্র ৪৫ লক্ষ টাকা। অন্যদিকে, গুজরাটের পার্সে অবশিষ্ট ১৫ লক্ষ টাকা।

IPL KKR Kolkata Knight Riders Gujarat Titans
Advertisment