নিলামের দ্বিতীয় দিনের শেষ রাউন্ডে মুম্বই ইন্ডিয়ান্স দলে ফিরিয়ে নিল অর্জুন তেন্ডুলকরকে। ৩০ লক্ষ টাকায় মুম্বই সই করালো শচীন পুত্রকে। পিতা শচীনের মেন্টরশিপে আরও একবার খেলতে দেখা যাবে তাঁকে।
গত কয়েক মরশুম ধরেই মুম্বই ইন্ডিয়ান্সের নেট বোলার হিসাবে খেলছিলেন অর্জুন। এমনকি ২০২০-তে দলের নেট বোলার হিসাবে মূল স্কোয়াডের সঙ্গে আমিরশাহিতেও গিয়েছিলেন। দিনের শেষে অর্জুনকে পুনরায় সই করিয়ে কিছুটা চমকই দিল আম্বানির ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন: শেষ রাউন্ডের নিলামেও অবিক্রিত রায়না, কেরিয়ারই হয়ত খতম মিস্টার IPL-এর
গত মরশুমে অর্জুন মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডে থাকলেও পিতার মেন্টরশিপে থাকতে পারেননি। কারণ টুর্নামেন্ট শুরুর ঠিক আগে করোনা আক্রান্ত হন মাস্টার ব্লাস্টার। মুম্বই ক্যাম্পে আর যোগ দেননি তিনি। আমিরশাহি পর্বে অর্জুন আবার চোট পাওয়ায় বিদেশে গিয়েও খেলতে পারেননি।
আইপিএলে আনক্যাপড হিসাবে নাম লিখিয়েছিলেন অর্জুন। মুম্বইয়ের রাজ্য দলের হয়ে ২টো টি২০ খেলারও অভিজ্ঞতা রয়েছে তাঁর। আসন্ন রঞ্জিতে মুম্বই স্কোয়াডে রয়েছেন তিনি। অভিষেক ঘটতেই পারে রঞ্জিতে।
আরও পড়ুন: ১৫০ কিমি গতিতে আগুন ছোটান কাশ্মীরি এই পেসার! মাত্র ২০ লাখে কিনে চমক KKR-এর
প্ৰথম দিনে মুম্বই চমক দিয়েছিল ঈশান কিষানকে।রেকর্ড ১৫.২৫ কোটিতে সই করিয়ে। দ্বিতীয় দিনে মুম্বই আবার জোফ্রে আর্চারকে সই করিয়ে বিস্ময় আমদানি করল। আইপিএলে সম্ভবত খেলতে পারবেন না ইংরেজ স্পিডস্টার। টুর্নামেন্টের আগে পরিবর্তও নিতে পারবে না মুম্বই, নিয়ম অনুযায়ী। তবু ৮ কোটিতে তাঁকে কিনল মুম্বই। এছাড়াও দক্ষিণ আফ্রিকার তারকা দেওয়াল্ড ব্রেভিসকে নিয়েছে ইন্ডিয়ান্স।
আরও পড়ুন: বিধ্বংসী আর্চার এবার বুমরার পাশে! ৮ কোটিতে বিরাট ঝুঁকি নিল মুম্বই, জানুন রহস্য
এছাড়াও মুম্বই দলে নিয়েছে বাসিল থামপি, মুরুগান অশ্বিন, মায়াঙ্ক মার্কণ্ডে, জয়দেব উনাদকাট, তিলক ভার্মা, সঞ্জয় যাদবকে।
Follow IPL mega auction day 2 Live Updates