Advertisment

নিলাম শেষেও নাইটদের হাতে ৪৫ লক্ষ, বাকি ফ্র্যাঞ্চাইজিদের রইল কত, দেখুন একনজরে

একের পর অনামি মুখ যেমন দল পেয়ে গেলেন আইপিএল নিলামে। তেমনই বহু তারকা আবার দল পেলেন না।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

১০ দলের দুদিন ব্যাপী নিলাম পর্ব সমাপ্ত। মেগা নিলামের মাধ্যমেই নতুন আইপিএল সিজনের ঢাকে কাঠি পড়ে গেল। ১০ টি ফ্র্যাঞ্চাইজি সবমিলিয়ে ২০৪জন ক্রিকেটার কিনলেন। খরচ হল ৫৫১.৭০ কোটি টাকা।

Advertisment

গত কয়েক মরশুমে বিদেশি তারকাদের জন্য কোটি কোটি অর্থ খরচ হতে দেখেছে আইপিএল নিলাম। তবে এবার দেশি তারকারাই নিলামে বাজিমাত করে গেলেন। চাহিদা রইল দেশি উঠতি প্রতিভাবানদেরই।

রবিবার নিলামে বিদেশিদের মধ্যে বেশি দর পেলেন লিয়াম লিভিংস্টোন এবং জোফ্রে আর্চার। আর্চারকে ৮ কোটি খরচ করে কিনল মুম্বই। লিভিংস্টোনের আবার ১০ কোটির ওপর দাম উঠল। এবারে নিলামে বিদেশিদের মধ্যে তিনিই সর্বোচ্চ দাম পেলেন।

আরও পড়ুন: শেষবেলায় KKR-এর ঘরে সাউদি-হেলস-বিলিংস! কেমন হল নাইটদের পুরো স্কোয়াড, দেখুন

ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েল প্ৰথমবার নিলামে অংশ নিয়েই ২.৮ কোটি দাম পেলেন দিল্লি ক্যাপিটালসের কাছে। ১ কোটিতে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ডেভন কনওয়েকে কিনল সিএসকে।

কিছুদিন আগে যুব বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়ার সদস্যরাও আইপিএলে দল পেলেন। অধিনায়ক ইয়াশ ধুল দিল্লি ক্যাপিটালসে বিক্রি হলেন। অলরাউন্ডার রাজ বাওয়া এবং রাজবর্ধন হাঙরেকর খেলবেন যথাক্রমে পাঞ্জাব কিংস এবং সিএসকের হয়ে।

আরও পড়ুন: দিনের শেষে অর্জুন সেই আম্বানির মুম্বইয়ে, খেলবেন শচীনের মেন্টরশিপে

IPL 2022 Auction summary
সিএসকে: স্কোয়াডে ২৫ ক্রিকেটার, ৮ জন বিদেশি, হাতে এখনও রয়েছে ২.৯৫ কোটি টাকা
দিল্লি ক্যাপিটালস: স্কোয়াডে ২৪ ক্রিকেটার, ৭ জন বিদেশি, হাতে এখনও রয়েছে ১০ লক্ষ টাকা
কেকেআর: স্কোয়াডে ২৫ ক্রিকেটার, ৮ জন বিদেশি, হাতে এখনও রয়েছে ৪৫ লক্ষ টাকা
মুম্বই ইন্ডিয়ান্স: স্কোয়াডে ২৫ ক্রিকেটার, ৮ জন বিদেশি, হাতে এখনও রয়েছে ১০ লক্ষ টাকা
পাঞ্জাব কিংস: স্কোয়াডে ২৫ ক্রিকেটার, ৭ জন বিদেশি, হাতে এখনও রয়েছে ৩ কোটি ৪৩ লক্ষ টাকা

আরও পড়ুন: শেষ রাউন্ডের নিলামেও অবিক্রিত রায়না, কেরিয়ারই হয়ত খতম মিস্টার IPL-এর


রাজস্থান রয়্যালস: স্কোয়াডে ২৪ ক্রিকেটার, ৮ জন বিদেশি, হাতে এখনও রয়েছে ৯৫ লক্ষ টাকা
আরসিবি: স্কোয়াডে ২২ ক্রিকেটার, ৮ জন বিদেশি, হাতে এখনও রয়েছে ১.৫৫ কোটি টাকা
সানরাইজার্স হায়দরাবাদ: স্কোয়াডে ২৩ ক্রিকেটার, ৮ জন বিদেশি, হাতে এখনও রয়েছে ১০ লক্ষ টাকা
লখনৌ সুপারজায়ান্টস: স্কোয়াডে ২১ ক্রিকেটার, ৭ জন বিদেশি, হাতে এখনও রয়েছে ০ টাকা
গুজরাট টাইটান্স: স্কোয়াডে ২৩ ক্রিকেটার, ৮ জন বিদেশি, হাতে এখনও রয়েছে ১৫ লক্ষ টাকা

Follow IPL mega auction day 2 Live Updates

RCB Mumbai Indians CSK KKR Kings XI Punjab Rajasthan Royals Sunrisers Hyderabad BCCI IPL
Advertisment