আইপিএলের নিলাম পর্ব শেষ। কেকেআরের নিলামের টেবিলে দারুণ পরিণতিবোধ দেখিয়েছেন জুহি-কন্যা জাহ্নবী মেহতা। তাই বৃহস্পতিবার স্বয়ং জুহি চাওলা কন্যার উদ্দেশ্যে হৃদয়গ্রাহী বার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায়। বেঙ্গালুরুর পাঁচতারা হোটেলে আয়োজিত দু-দিনের মেগা নিলামে কেকেআর টেবিলে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন শাহরুখের পুত্র-কন্যা আরিয়ান-সুহানা এবং জুহির মেয়ে জাহ্নবী।
এছাড়াও কেকেআরের ম্যানেজমেন্টের তরফে নিলামে হাজির ছিলেন সিইও ভেঙ্কি মাইশোর, সহকারী কোচ ভরত অরুণ, ট্যালেন্ট স্কাউট এআর শ্রীকান্ত, সহকারী কোচ অভিষেক নায়ার। কেকেআর নিলামে তারকা খচিত স্কোয়াড বাছাই সম্পূর্ণ করার পরেই ফ্র্যাঞ্চাইজি মালকিন জুহি চাওলা নিজের মেয়ের উদ্দেশ্যে বার্তা রাখলেন।
আরও পড়ুন: কেউ নজর করল না! সঞ্চালক চারু শর্মার মারাত্মক ভুলেই কি খলিল দিল্লিতে, ভিডিও দেখুন
জুহি নিজের ইন্সটা-পোস্টে লিখেছেন, "ছোট্ট থেকেই জাহ্নবী স্রেফ আইপিএল নয়, ক্রিকেট খেলা দেখা শুরু করে। ধারাভাষ্যকারদের বক্তব্য শুনে খেলার খুঁটিনাটি জেনে নিতে চাইত।" দীর্ঘ ইন্সটা-পোস্টে জাহ্নবীর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে বিস্তারিত লিখেছেন জুহি। জানিয়েছেন, ক্রিকেটের আলোচনা শুরু হলেই মেয়ের মুখে আলো খেলে যায়।
মেয়ে জাহ্নবীর ক্রিকেটের জ্ঞান দেখে আপাতত তিনি নিজেও অবাক হয়ে গিয়েছেন। সিইও ভেঙ্কি মাইশোরকে ধন্যবাদ দিয়েছেন নিলামে জাহ্নবীকে অংশ নেওয়ার অনুমতি দেওয়ায়।
"ক্রিকেট নিয়ে আলোচনা হলেই ওঁর (জাহ্নবীর) মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ও খুশি, ক্রিকেট নিয়ে প্রবল উৎসাহ রয়েছে। আমার মনে হয়, ক্রিকেট নিয়ে ওঁর ব্যাপক জ্ঞান রয়েছে। সিইও ভেঙ্কি মাইশোরকে ধন্যবাদ দেব গুরুত্বপূর্ণ আলোচনায় জাহ্নবীকে অংশ নেওয়ার অনুমতি এবং এমনকি নিজের মতামত সরাসরি ব্যক্ত করতে দেওয়ার জন্য।" লেখেন জুহি।
তারকা খচিত কেকেআর দলে এবার একসঙ্গে খেলতে দেখা যাবে দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার, টেস্টের একসময়ের ভাইস ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে, ইংল্যান্ডের ব্যাটসম্যান আলেক্স হেলস, উইকেটকিপার স্যাম বিলিংসকে। এছাড়াও নিলাম থেকে কেকেআর কিনেছে প্যাট কামিন্স, উমেশ যাদব, শিবম মাভিকে। নীতিশ রানাকেও নিলাম থেকে দলে ফেরানো হয়েছে। বুধবার কেকেআর শ্রেয়স আইয়ারের নাম নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে। কেকেআর নিলামের আগে রিটেন করেছিল আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন এবং ভেঙ্কটেশ আইয়ারকে।