কত টাকা পার্সে, দ্বিতীয় দিনের নিলামে ক’জন ক্রিকেটারকেই বা সই করাতে পারবে KKR, জানুন

প্ৰথম দিন কেকেআর মোটামুটি ভালোই দল গড়ার কাজে এগিয়েছে। শ্রেয়স আইয়ার এবং প্যাট কামিন্সের মত তারকাকে তুলে নিয়েছে।

Pat Cummins
প্যাট কামিন্স কেকেআরেই

শনিবার মোটামুটি দল গড়ার কাজ কিছুটা করেছে কেকেআর। রবিবার পুরোপুরি স্কোয়াড গড়ার জন্য ঝাঁপাবে নাইটরা। কেকেআর নিলামের প্ৰথম দিনে ৫ জন তারকার জন্য ৩৫ কোটি টাকা খরচ করে ফেলেছে। এখনও ৯ জনকে সই করাতে হবে। হাতে বেঁচে অল্পই অর্থ।

কেকেআরের দিনের শুরুটা হয়েছিল প্যাট কামিন্সকে।গতবারের অর্ধের দামে দলে ফিরিয়ে। দিনের শেষটা হয়েছে অন্য এক নাইট শেলডন জ্যাকসনকে তুলে নিয়ে।

প্যাট কামিন্সের জন্য লড়াই শুরু করে কেকেআর এবং রাজস্থান রয়্যালস। এরপরে রয়্যালসরা বেশিদূর না এগোলেও গুজরাট টাইটান্স এবং লখনৌ সুপারজায়ান্টস লড়াইয়ে যোগ দেয়। তবে শেষ পর্যন্ত কেকেআর অজি সুপারস্টারকে হস্তগত করে ৭.২৫ কোটিতে।

আরও পড়ুন: KKR কিনল না নিলামে, পুরোনো দলেই ফিরে গেলেন কার্তিক

এরপরে কেকেআর সই করায় শ্রেয়স আইয়ারকে, ১২.২৫ কোটিতে। যিনি সম্ভবত দলের অধিনায়ক হতে চলেছেন। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তীব্র লড়াইয়ের শেষে কেকেআরই শ্রেয়সকে ছিনিয়ে নেয়।

এরপরে কেকেআর তুলে নিয়েছিল নিজেদেরই তারকা নীতিশ রানাকে। মুম্বই ইন্ডিয়ান্স এবং সিএসকের সঙ্গে জোর ‘যুদ্ধ’ হয় নিলামের টেবিলে। তবে শেষ পর্যন্ত কেকেআর নীতিশ রানাকে সই করায় ৮ কোটি খরচ করে। নাইটদের পরবর্তী দুই তারকা হলেন শিবম মাভি এবং শেলডন জ্যাকসন। দুজনেই নাইটদের স্কোয়াডে ছিলেন গত মরশুমে। লখনৌ এবং গুজরাটের সঙ্গে লড়াই করে মাভিকে নাইটরা ফেরায় ৭.২৫ কোটিতে। শেলডন জ্যাকসনকে অবশ্য মাত্র ৬০ লক্ষ টাকায় কিনেছে নাইটরা।

আরও পড়ুন: টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের সর্বাধিক অর্থ খরচ করল CSK! ১৪ কোটিতে রেকর্ড তারকার

সবমিলিয়ে কেকেআর স্কোয়াডে এই মুহূর্তে ৯ ক্রিকেটার। বিদেশি তারকার সংখ্যা ৩ জন। দ্বিতীয় দিনের নিলামের আগে কেকেআরের হাতে পড়ে রয়েছে মাত্র ১২.৬৫ কোটি। দ্বিতীয় দিনে কেকেআরের লক্ষ্য মিডল অর্ডার মজবুত করার জন্য বেশ কিছু ভারতীয় তারকাকে সই করানো। সেই সঙ্গে পেস বিভাগেও কামিন্স-মাভির পাশে বেশ কয়েকজনকে নেওয়া। এছাড়াও কেকেআর বেশ কয়েকজন অলরাউন্ডার এবং বিদেশি ব্যাটসম্যানের খোঁজে দ্বিতীয় দিনের নিলামে।

প্ৰথম দিনের শেষে কেকেআরের স্কোয়াড:
আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার (রিটেনশন)
শ্রেয়স আইয়ার, প্যাট কামিন্স, নীতিশ রানা, শেলডন জ্যাকসন, শিবম মাভি (প্ৰথম দিনের নিলাম)

Follow IPL mega auction day 2 Live Updates

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ipl mega auction 2022 remaining purse and list of players bought by kkr at day 1

Next Story
ipl auction 2022 highlights updates in bengali: নিলাম শেষ করলেন হিউ এডমিডিস
Exit mobile version