Advertisment

পিছিয়ে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম, মাথায় হাত সিএসকের! লাভবান মুম্বই

জানুয়ারির ১০ থেকে ৩১ তারিখ পর্যন্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলবে। নিলামের আগে এই টুর্নামেন্টের পারফরম্যান্সে নজর রাখবেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বোর্ডের ৮৯তম এজিএম অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। সেখানেই একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা হল। ২০২২ সাল থেকে দুই নতুন দলের অন্তর্ভুক্তিতে সবুজ সঙ্কেত দিল বিসিসিআই। এর অর্থ আসন্ন আইপিএলের আগে আর মেগা নিলাম হবে না।

Advertisment

গত আইপিএলের পর থেকেই মেগা নিলামের কথা শোনা যাচ্ছিল। ২০২১-এই বড় নিলাম সংঘটিত হওয়ার পরিকল্পনা ছিল। তবে হাতে সময় বড্ড কম। এমন অবস্থায় নিলাম পিছিয়ে দেওয়া হল। ১৪তম আইপিএলের সংস্করণ সেপ্টেম্বরে পিছিয়ে যাওয়ায় দুই আইপিএলের মধ্যে সময়ের ফারাক অনেক কমে গিয়েছে।

আরো পড়ুন: বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন, তিনিই এবার ভারতের নির্বাচক প্রধান

কোভিড পরিস্থিতিও মেগা নিলাম পিছিয়ে যাওয়ার সিদ্ধান্তে ছাপ ফেলেছে। তবে নিলাম কি আসন্ন আইপিএলের আগে একদমই হবে না? জানা গিয়েছে এপ্রিলের আইপিএলের আগে মিনি নিলাম করতে পারে বোর্ড।

ইনসাইড স্পোর্টসকে বোর্ডের এক আধিকারিক বলে দিয়েছেন, "অন্য একাধিক কারণ এবং সময় কমে যাওয়ায় মেগা নিলাম হওয়ার সংঘটিত হওয়ার একদম সুযোগ নেই। এর পরিবর্তে মিনি নিলাম করা হতে পারে। যেখানে ফ্র্যাঞ্চাইজিরা চাহিদা মত কয়েকজনকে নিতে পারে। এই নিলামের দিনক্ষণ এখনো বোর্ড ঠিক করেনি।" সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ছোট নিলাম দেখা যেতে পারে। সেই সময়ে ভারতে ইংল্যান্ড সিরিজ চলবে।

জানুয়ারির ১০ থেকে ৩১ তারিখ পর্যন্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলবে। নিলামের আগে এই টুর্নামেন্টের পারফরম্যান্সে নজর রাখবেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। আইপিএলের স্কাউটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ঘরোয়া এই টি২০ টুর্নামেন্ট।

মেগা নিলাম পিছিয়ে দেওয়ায় সবথেকে বেশি লাভবান হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। কারণ দুই দলই বর্তমানে পুরোপুরি নিজেদের গুছিয়ে নিয়েছে। নতুন করে মেগা নিলাম হলে, দলের প্রধান ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার সম্ভবনা তৈরি হত। অন্যদিকে, একাধিক ক্রিকেটার ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সিএসকে। মেগা নিলাম পিছিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হবে সিএসকের দল গঠন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI IPL
Advertisment