Rohit Sharma becomes father: বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। ফের সন্তানের মা হলেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদেহ। বর্ডার-গাভাসকার ট্রফির আগে এই সুসংবাদে রোহিত আরও বেশি চাঙ্গা হলেন। এবার তিনি এই ট্রফিতে মন দিয়ে খেলতে পারবেন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ২২ নভেম্বর শুরু হতে চলেছে বর্ডার-গাভাসকার ট্রফি। প্রথম ম্যাচ শুরু ২২ নভেম্বর। সেটা হবে পার্থ-এ। সন্তানের জন্মের জন্যই রোহিত প্রথম ম্যাচে থাকতে পারবেন না বলে শোনা যাচ্ছিল। কিন্তু, তার বেশ কিছুদিন আগেই রোহিতের সন্তানের জন্ম হওয়ায় তাঁর সিরিজের শুরু থেকেই খেলার সম্ভাবনা বাড়ল।
রোহিত-রীতিকার পুত্রসন্তান হয়েছে। শুক্রবার এই খবর প্রকাশিত হলেও ভারত অধিনায়ক আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করেননি। ভারতীয় টেস্ট দল আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফির জন্য বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে। বর্ডার-গাভাসকার ট্রফি একটি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। যা চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি)-এ ভারতীয় দলের ভাগ্য নির্ধারণ করতে চলেছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া টিম ইন্ডিয়া, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রীতিমতো চাপে রয়েছে। এই পরিস্থিতি থেকে বর্ডার-গাভাসকার ট্রফিতে দুর্দান্ত ফলই ভারতকে টেনে তুলতে পারে।
আরও পড়ুন- বিরাট ছক্কায় কাঁদালেন সুন্দরীকে! ম্যাচের পরেই ক্ষমা চেয়ে নিলেন বিধ্বংসী সঞ্জু
ভারতীয় দল বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে। কিন্তু, পরিবারের পাশে থাকতে রোহিত মুম্বইয়ে প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানা গেছে। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর তিনি নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, প্রথম টেস্ট ম্যাচে থাকতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। এই কথা শুনে স্বয়ং গাভাসকার পর্যন্ত কার্যত উদ্বেগ প্রকাশ করেছিলেন। কারণ, অজিরা পেশাদার মানসিকতার। সেই কারণে তারা যে কোনও মূল্যেই ট্রফিটা জিততে ঝাঁপাবে। এবার রোহিতের ঘরে খুশির খবর আসায় বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার মত ভারতীয় দলের সিনিয়র সদস্যরা রোহিতকে সঙ্গে নিয়ে তৃতীয় সফরেও বর্ডার-গাভাসকার ট্রফি টানা ধরে রাখার জন্য ঝাঁপাবেন। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।