/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-23-at-3.59.14-PM.jpeg)
আইপিএলের নিলামের ইতিহাসে সবথেকে বেশি দাম পেয়ে গেলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্যাম কুরান। ১৮.৫০ কোটি টাকায় তাঁকে কিনে নিল পাঞ্জাব কিংস। এর আগে আইপিএলের নিলামের ইতিহাসে সবথেকে বেশি দাম পাওয়ার নজির ছিল দক্ষিণ আফ্রিকান ক্রিস মরিসের। রাজস্থান রয়্যালস তাঁকে কিনে নিয়েছিল ১৬.২৫ কোটি টাকায়।
এর আগে পাঞ্জাব কিংস ২০১৯ নিলামের স্যাম কুরানকে ৭.২ কোটি টাকায় কিনেছিল। পরে ২০২০-তে রিলিজও কর দেয় পাঞ্জাব। তারপরে কুরানকে ৫.৫ কোটি টাকায় কেনে সিএসকে।
আরও পড়ুন: হাল ফেরাতে মুম্বইয়ে এবার ১৭.৫০ কোটির বিদেশি! রোহিতদের ভাগ্য কি পাল্টাবে
২০২২ মিনি নিলামের আগে কুরান জানিয়েছিলেন, তিনি বড় চুক্তির বিষয়ে আশাবাদী। জানিয়েছিলেন বেন স্টোকস-দের মত বড় বড় তারকাদের সঙ্গে একই ব্র্যাকেটে থাকতে পারেন তিনি।
সেই পূর্বাভাসই সত্যি হয়ে গেল শেষমেশ। স্যাম কুরান, বেন স্টোকস এবং ক্যামেরন গ্রিন অতীতের সমস্ত আইপিএল নিলামের রেকর্ড ভেঙে দিলেন শুক্রবার।
"এর আগেও নিলামে অংশ নিয়েছি। টিভিতে নিলাম দেখব। শুক্রবার সকালে যখন আমার নাম ভেসে উঠব, প্রার্থনা করব যে প্যাডেলে দাম ওঠে।" দ্য টেলিগ্রাফ-এ এক ভিডিও পোস্টে জানিয়ে দিয়েছিলেন কুরান।
আরও পড়ুন: ধোনির CSK খরচ করল ১৬.২৫ কোটি! বিশ্বচ্যাম্পিয়ন অলরাউন্ডার এবার পাঁচবারের IPL জয়ী দলে
টি২০ ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন তিনি। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে সাহায্য করেন। চলতি বছরের শুরুতে চোট সারিয়ে প্রত্যবর্তন করেছিলেন। তারপরে সোনার সময় কাটাচ্ছেন জিম্বাবোয়ান জাত ইংরেজ তারকা। টি২০ বিশ্বকাপে ১৩ উইকেট নিয়েছিলেন ওভার পিছু মাত্র ৬.৫২ রান খরচ করে।