/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/stokes-ipl.jpg)
ডিসেম্বরের ২৩ তারিখে কোচিতে বসছে আইপিএলের মিনি নিলামের আসর। একদিনের সেই ইভেন্টের জন্যই এবার নাম নথিভুক্ত করলেন মোট ৯৯১ জন ক্রিকেটার। এর মধ্যে ৭১৪ জনই ভারতীয় ক্রিকেটার। ১৪টি ক্রিকেট খেলিয়ে দেশের ক্রিকেটাররাও এবার আইপিএলে অংশ নিচ্ছেন।
অস্ট্রেলিয়ার ৫৭ জন তারকা ক্রিকেটার আইপিএল নিলামে নাম রেজিস্ট্রি করেছেন। এই তালিকায় এর পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা (৫২ জন)। অন্যান্য দেশের মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (৩৩), ইংল্যান্ড (৩১), নিউজিল্যান্ড (২৭), শ্রীলঙ্কা (২৩), আফগানিস্তান (১৪), নামিবিয়া (৫), জিম্বাবোয়ে (৬), বাংলাদেশ (৬), আয়ারল্যান্ড (৮), নেদারল্যান্ড (৭), আমিরশাহি (৬) এবং স্কটল্যান্ড (২)।
আরও পড়ুন: বাংলার অশোককে বড় দায়িত্ব দিল জয় শাহের BCCI! নতুন প্যানেল বাছবেন এঁরাই
আইপিএলের নিলামের আগে সচিব জয় শাহ বিবৃতিতে বলেছেন, "প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি যদি ২৫ জন ক্রিকেটারদের স্কোয়াড বাছাই করে তাহলে ৮৭ জন ক্রিকেটারকে নিলাম থেকে নেওয়া যাবে। এদের মধ্যে ৩০ জন বিদেশি বাছাইয়ের সুযোগ থাকছে।"
NEWS- 991 players register for TATA IPL 2023 Player Auction.
A total of 991 players (714 Indian and 277 overseas players) have signed up to be part of the TATA IPL 2023 Player Auction set to take place on 23rd December 2022 in Kochi.
More details here - https://t.co/JEpOBUKcKe— IndianPremierLeague (@IPL) December 1, 2022
নিলামে নথিভুক্ত করা ক্রিকেটারদের মধ্যে ১৮৫ জন ক্যাপড (জাতীয় দলে খেলা), ৭৮৬ জন আনক্যাপড (জাতীয় দলে না খেলা) এবং সহযোগী দেশের মোট ২০ ক্রিকেটার রয়েছেন। জাতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যে ভারতের ১৯ জনও রয়েছেন।
আনক্যাপড তারকাদের মধ্যে ৬০৪ জন ভারতীয় এবং ৯১ জন বিদেশির অতীতে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। আনক্যাপডের মধ্যে ৬০৪ জন ভারতীয় এবং ৮৮ জন বিদেশি রয়েছেন।
আরও পড়ুন: এক দিনেই স্কোরবোর্ডে ৫০০, ৪টে সেঞ্চুরি! পাকিস্তানকে রেকর্ডে পিষে মারল ইংল্যান্ড
Event - #TATAIPLAuction
Date - 🗓️ 23rd December
Venue - 🏩 Kochi📍#TATAIPLpic.twitter.com/XYMOc9N300— IndianPremierLeague (@IPL) December 2, 2022
বাংলাদেশ থেকে নিলামে নাম তুলছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, শরিফুল ইসলামরা। নিলামে এবার আগ্রহ রয়েছে ইংল্যান্ডের বেন স্টোকস (বেস প্রাইস ২ কোটি), ক্যামেরুন গ্রিন (বেস প্রাইস ২ কোটি), স্যাম কুরান (বেস প্রাইস ২ কোটি), জেসন রয় (বেস প্রাইস ১.৫ কোটি), কেন উইলিয়ামসন (বেস প্রাইস ২ কোটি), ক্রিস লিনদের ওপর (বেস প্রাইস ২ কোটি)।
গত বছরে নিলামের পর যে অতিরিক্ত টাকা সমস্ত ফ্র্যাঞ্চাইজির বেঁচে ছিল, তার সঙ্গেই আরও ৫ কোটি টাকা নিলামে ব্যবহার করতে পারবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি।