Advertisment

MS Dhoni-Deepak Chahar: টিম মিটিং নয়, শৌচাগারে ধোনি ধমকে ছিলেন তারকাকে, বিস্ফোরক স্বীকারোক্তিতে ঝড় উঠল আচমকা

MS Dhoni news: সিএসকের প্রাক্তন অধিনায়ক নিজেই স্বীকার করেছেন, তিনি টিম মিটিংয়ে খেলোয়াড়দের বকাবকি করতেন না। টয়লেট বা এমন জায়গায় গিয়ে বকাবকি করতেন, যেখানে অন্য কেউ থাকত না।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Dhoni, CSK, ধোনি, সিএসকে,

Dhoni-CSK: ধোনি জানিয়েছেন, কেন তিনি খেলোয়াড়দের প্রকাশ্যে বকাবকি করতেন না। (ছবি- টুইটার)

MS Dhoni and Deepak Chahar in IPL 2019: চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ব্যাপক বকাবকি করেছিলেন বোলার দীপক চাহারকে। 'ক্যাপ্টেন কুল' বলে পরিচিত ধোনি যে মেজাজ হারান, সেই খবর অনেকেরই অজানা। এবার সেটাই ফাঁস করে দিলেন প্রাক্তন ভারতীয় বোলার মোহিত শর্মা। তিনি বলেছেন, ২০১৯ আইপিএলে দীপক চাহার একবার ধোনির পরামর্শ মানেননি। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন 'ক্যাপ্টেন কুল'। 

Advertisment

ধোনি চাহারকে লাইন-লেংথ রেখে বল করতে বলেছিলেন। কিন্তু, পেস বোলার চাহার সেকথা শোনেননি। আর, তারপরই তাঁকে বকাবকি করেন ধোনি। তবে, সেটাই একমাত্র নয়। দীপক চাহারকে বহুবার বকাবকি করেছেন ধোনি। সিএসকের প্রাক্তন অধিনায়ক নিজেই স্বীকার করেছেন, তিনি টিম মিটিংয়ে খেলোয়াড়দের বকাবকি করতেন না। টয়লেট বা এমন জায়গায় গিয়ে বকাবকি করতেন, যেখানে অন্য কেউ থাকত না। 

কেন তিনি এমনটা করতেন, সেই কারণটাও ধোনি জানিয়েছেন। তিনি বলেছেন, 'এখন দীপক যখন সব বলেই দিয়েছে, তখন আমিও সবটা ফাঁস করে দিচ্ছি। বহুদিন আগের কথা। দীপক ভালো খেলোয়াড়। আমার সঙ্গে যতদিন ছিল, খুব ভালো খেলেছে। কিন্ত, আমাকে নিয়ে ওঁর নানা অভিযোগ। ও বলত, মাহি ভাই আপনি আমাকে ডেথ ওভারে বোলিং করতে দেন না। আমি তখন ওঁকে বললাম, আরে ভাই, তুই তো প্রথমদিকেই চার ওভার বল করছিস। ভালো বল করছিস, উইকেট নিচ্ছিস। তাহলে তোকে আমি ডেথ ওভারে কেন বল করতে ডাকব? ওঁর মাথায় যা থাকত, ওই চার ওভারেই চালিয়ে নিত। ৯০ শতাংশ সময় ও চার ওভার বল করত। কিন্তু, কোনওটাই ডেথ ওভারে না। ডেথ ওভারে আমি অন্য কাউকে বল করতে দিতাম।'

ধোনি জানিয়েছেন, এভাবেই সব চলছিল। ওঁর প্রচণ্ড ঘাম হত। তার মানে শরীর থেকে জল বেরিয়ে যেত। ও বিভিন্ন ধরনের বল করতে চাইত। চালাক ছেলে, কী করছে, সেটা ও ভালো করেই জানত। আমি শুধু ওঁকে একটা কথাই বলেছিলাম, ভাই যা বল করবি লাইন-লেংথ রেখে। প্রচণ্ড ঘাম হলে বল গ্রিপ করা কঠিন হয়ে যায়। কিন্তু, সেটাকেও কীভাবে ম্যানেজ করতে হয়, ও জানত। আর, ও সেটা ম্যানেজ করার চেষ্টা চালিয়ে যেত। ও ভাবত যে আমি কিছুই বুঝি না। আমার দাঁড়ি এমনিই পেঁকে গেছে। ও এভাবেই যথারীতি একবার চেষ্টা চালাল, দেখা গেল নো বল হয়ে গেছে। আমি তখন ওঁর কাছে গিয়ে একটা কথা বলেছিলাম। কী বলেছিলাম, সেটা বলতে চাই না। মোট কথা আমি ওঁকে একটা কথাই পরিষ্কার বলে দিয়েছিলাম, ভাই আমি তোর সেরা বোলিংটা দেখতে চাই। আমি জানি যে তুই কী করছিস। তুই কতরকম বল করতে পারিস, সেটাও আমি জানি। তুই পরিস্থিতি অনুযায়ী বল কর। দলের যেমনটা দরকার, সেরকম বলটা কর না।'

চাহার জানিয়েছেন যে ধোনি তাঁকে বলেন, 'তুই না, ভুলটা আমিই করেছি। কারণ, তোর কাছে আমার এতটা আশা করা ঠিক হয়নি।' এই প্রসঙ্গে ধোনি বলেন, 'এটা তো ঘটনা যে একথা বলার পরও ও সেই অনুযায়ী বলটা করেনি। সবকিছু দেখে আমি বলেছিলাম, ওরকম বল করিস না। কিন্তু, তারপরও ও সেটা করেছিল। হয়তো ও অন্যরকম কিছু করবে ভেবেছিল। আমি তখন ওঁকে বলি যে ৫০টা ললিপপের মধ্যে ৪৯টা আমার চাই না। তারমধ্যে একটা চাই। তারপর গিয়ে ও ব্যাপারটা বোঝে। গুরুত্বপূর্ণ ব্যাপার হল, আমরা যদি আমাদের ভুল থেকে ঠিকমতো শিখে নিই, তবেই আমরা ভালো খেলোয়াড় হতে পারব। তা সে ব্যাটার হোক বা বোলার।' 

আরও পড়ুন- হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া টিম ইন্ডিয়া! মুম্বইয়ে পিচ নিয়ে বিস্ফোরক অনুরোধ গেল MCA-র কাছে

ধোনি জানিয়েছেন, কেন তিনি খেলোয়াড়দের প্রকাশ্যে বকাবকি করতেন না। এই ব্যাপারে ক্যাপ্টেন কুল বলেন, 'আমার মনে হয়, কাউকে ছোট করা উচিত নয়। অন্যদের সামনে বকাবকি করলে সবাই ব্যাপারটা জানতে পারবে। আসলে এর ওপর অনেক কিছু নির্ভর করে। এটা সম্পর্কের ওপর নির্ভরশীল। আসলে, খেলোয়াড়দের এমন কিছু বলা উচিত, যাতে তাঁদের লাভ হয়। আমি একজন ভারতীয় হিসেবে বুঝি যে ড্রেসিরুমে কিছু বললে, সেই ক্রিকেটারের খারাপ লাগে। ও ভাবে, আরে আমাকে সবার সামনে এমনটা বলল? যদি আপনি কাউকে চেনেন, তবে আপনার জানা উচিত, সে কী চায়, সেই লোকটা কেমন। কীভাবে সে ভালো করতে পারে। নেতৃত্ব দিতে গিয়ে যদি আপনাকে ভালো কিছু করে দেখাতে হয়, টিম মেম্বারদের মধ্যে যদি পরিবর্তন আনতে হয়, তবে সেটাই করা উচিত।'

Chennai Super Kings CSK MS DHONI Mahendra Sing Dhoni IPL Deepak Chahar
Advertisment