/indian-express-bangla/media/media_files/2025/04/03/FD6b2LbX6m0E4AbciUn9.jpg)
KKR-Pitch Controversy: ইডেনের পিচ নিয়ে কেকেআর অধিনায়ক অভিযোগ করার পর থেকেই নাইট সমর্থকদের কাছে ভিলেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়। (ছবি- টুইটার)
IPL 2025 Pitch Controversy: BCCI Responds, Says Complaints Should Have Been Made Before the Season: আইপিএলে পিচ নিয়ে বিতর্ক তুঙ্গে। তারই মধ্যে মুখ খুলল ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইতিমধ্যে আইপিএলে ঘরের মাঠের পিচ নিয়ে সরাসরি ক্ষোভ উগরে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টসের মত একাধিক ফ্র্যাঞ্চাইজি। তার প্রেক্ষিতেই এবার পিচ বিতর্কে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ডও।
চলতি আইপিএল মরশুমের শুরুতেই ঘরের মাঠে হেরে যাওয়ার পর পিচ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে। তারপর দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেও একই ইস্যুতে সুর চড়াতে দেখা গেছে। পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে লখনউ সুপার জায়ান্টসও। ফ্র্যাঞ্চাইজিগুলোর অভিযোগ, তারা ঘরের মাঠের সুবিধা পাচ্ছে না। যেটা অন্য দলগুলো পাচ্ছে। এই পরিস্থিতিতেই পিচ নিয়ে মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা দলগুলিকে পরামর্শ দিল। এই ব্যাপারে বোর্ডের মতে, মরশুম শুরুর আগেই পিচ প্রস্তুতকারকদের সঙ্গে দলগুলোর ভালো করে কথা বলে নেওয়া উচিত। তাতেই ব্যাপারটা মিটে যেতে পারে। মরশুমের মাঝপথে এসে এখন এই ধরনের অভিযোগ করা অর্থহীন।
KKR only competition in this IPL 2025!! pic.twitter.com/etOym5d3zB
— कट्टर KKR समर्थक 🦁🇮🇳 ™ (@KKRWeRule) March 26, 2025
এই ব্যাপারে বিসিসিআইয়ের এক কর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, 'এখনও পর্যন্ত প্রতিটা মাঠের পিচই বেশ ভালো জায়গায় আছে। দলগুলো তাদের ঘরের মাঠে নিজেদের শক্তি অনুযায়ী পিচ চাইতেই পারে। কিন্তু, সেজন্য দলগুলোকে পিচ প্রস্তুতকারকের সঙ্গে কথা বলতে হবে। সেটা মরশুম শুরুর আগেই করা উচিত। আইপিএল চলছে, এখন মাঝপথে এসে এসব বলে কী লাভ!' ওই বোর্ড কর্তা লখনউয়ের পিচ নিয়ে অভিযোগ সম্পর্কে বলেছেন, 'আরে, লখনউয়ের পিচের চরিত্রটাই তো ধীর গতির। বিসিসিআইয়ের নির্দেশ মেনেই, পিচের ওপর ঘাস রাখতে হয়েছে। যাতে পুরো প্রতিযোগিতায় পিচটা ভালো থাকে। বাকি সব মাঠেও একই নির্দেশ মানা হয়েছে। এখানে অসুবিধাটা কোথায়?'
আরও পড়ুন- আবেগপ্রবণ সিরাজ! কোহলিকে প্রথম বল করতে গিয়ে কেন থেমে গেছিলেন গুজরাটের পেসার? জানুন সত্যিটা
বোর্ডকর্তা ওই কথা বললেও এমনিতে বোর্ডের নির্দেশ অনুযায়ী, আইপিএলে কী ধরনের পিচ হবে তা কোনও দল বা ক্রিকেটার ঠিক করতে পারেন না। ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে ভারসাম্য রেখে পিচ তৈরি করার দায়িত্ব প্রস্তুতকারক বা কিউরেটরের। কিন্তু তার পরেও বিভিন্ন মাঠে স্থানীয় দলের সুবিধামত পিচ বানানো হয় বলেই অভিযোগ। চেন্নাইয়েও একই অভিযোগ উঠেছে। যা নিয়ে ইতিমধ্যে অজিঙ্কা রাহানে ও জাহির খানরা অভিযোগও করেছেন। আর, তারপরই যা বলার স্পষ্ট বুঝিয়ে দিল ভারতীয় বোর্ড।