কেকেআর ট্রেডিংয়ের বাজার মাতিয়ে দিয়েছে লকি ফার্গুসন, শার্দূল ঠাকুর এবং রহমানউল্লা গুরবাজকে নিয়ে। তবে নিলামের আগে রিটেনশনের শেষদিনে কেকেআর সমর্থকদের দুঃসংবাদ দিল। এমনিতেই প্যাট কামিন্স এবং স্যাম বিলিংসের মত দুই বিদেশিকে এবার পাবে না কেকেআর। দুজনেই আসন্ন মরশুম থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। কেকেআর মঙ্গলবার জানিয়ে দিল, আলেক্স হেলসকেও আসন্ন আইপিএলে পাবে না।
ভারতকে সেমিফাইনাল থেকে ছিটকে দেওয়ার নায়ক আলেক্স হেলস। বিশ্বকাপের শেষ চারে হেলসের বিষ্ফোরক ৮৭ রানের ইনিংসে ভর করে ছেলেখেলা করে ইংল্যান্ড এডিলেডে জয় ছিনিয়ে নিয়েছিল।
আরও পড়ুন: ধোনির পাশে আর খেলতে দেখা যাবে না ব্র্যাভোকে! রিটেনশনের শেষদিনে সাহসী সিদ্ধান্ত CSK-র
বিশ্বকাওই জেসন রয়, জনি বেয়ারস্টোর মত সুপারস্টারদের অভাব বুঝতেই দেননি দুই বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানো হেলস। দুরন্ত ফর্মে থাকা হেলস কেকেআরের ব্যাটিংয়ের অন্যতম শক্তি হয়ে উঠবেন, এমনটাই ভাবা হয়েছিল। তবে হেলসও নিজেকে সরিয়ে নিলেন।
তার আগে ইংল্যান্ড টেস্ট দলে জায়গা করে নেওয়ার জন্য স্যাম বিলিংস জানিয়েছেন, তিনি কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেটে ফোকাস করবেন তাই আইপিএলে খেলবেন না আপাতত। টুইটারে ইংল্যান্ডের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান লিখে দিয়েছেন, “কেকেআরের হয়ে আসন্ন আইপিএলে না খেলার কঠিন সিদ্ধান্ত নিলাম। ইংলিশ সামার সিজনে লম্বা ফরম্যাটের ক্রিকেটে খেলায় মনোনিবেশ করছি।” দ্বিতীয় টুইটে কেকেআরকে ধন্যবাদ দিয়ে বিলিংস জানিয়েছেন, “সুযোগ দেওয়ার জন্য কেকেআরকে অসংখ্য ধন্যবাদ। প্রতি মুহূর্ত উপভোগ করেছি। দুর্ধর্ষ এক ফ্র্যাঞ্চাইজি। ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো। আশা করি, ভবিষ্যতে আবার দেখা হয়ে যাবে।”
তার আগে প্যাট কামিন্সও আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা ক্রীড়াসুচির কারণে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করার কথা ঘোষণা করেছেন। সামনের বছরেই ওয়ানডে বিশ্বকাপ। জাতীয় দলের হয়ে ঠাসা ক্রীড়াসূচি রয়েছে। সেই কারণেই অস্ট্রেলিয়ার টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স সরে দাঁড়াচ্ছেন আসন্ন আইপিএল সিজন থেকে।
আরও পড়ুন: ক্যাপ্টেন কেনকে ছেঁটে ফেলল হায়দরাবাদ! নিলামের আগে সানরাইজার্সের স্ট্র্যাটেজি ফাঁস
টুইটারে বড়সড় ঘোষণায় অজি সুপারস্টার জানিয়ে দিয়েছেন, “আইপিএল মিস করার মত কঠিন সিদ্ধান্ত নিলাম। আগামী ১২ মাস আন্তর্জাতিক ক্রিকেট সূচি টেস্ট এবং ওয়ানডেতে ঠাসা। তাই ওয়ার্ল্ড কাপ এবং এসেজ সিরিজের আগে কয়েকদিন বিশ্রাম নেব।”
কেকেআরকে ধন্যবাদ দিয়ে দ্বিতীয় টুইটে অজি তারকা লিখেছেন, “এই বিষয় বুঝতে পারার জন্য নাইট রাইডার্সকে ধন্যবাদ। দুর্ধর্ষ একটা ফ্র্যাঞ্চাইজি এবং মানুষজন। আশা করি দ্রুতই দলে ফিরব।”